দিল্লি, 17 মে : অস্বস্তি বাড়ছিল ক্রমাগত । অবশেষে নাথুরাম গডসে-সহ একাধিক বিষয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তিন BJP নেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে দল । সাধ্বী প্রজ্ঞা, অনন্তকুমার হেগড়ে এবং নলীন কুমারের কাছ থেকে কৈফিয়ত তলব করল BJP । আগামী দশদিনের মধ্যে তাঁদের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ।
প্রথম বিতর্ক শুরু সাধ্বী প্রজ্ঞাকে ঘিরে । মোহনদাস করমচাঁদ গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে দেশভক্ত বলে বিতর্কে জড়িয়েছিলেন ভোপালের BJP প্রার্থী প্রজ্ঞা সিংহ ঠাকুর ওরফে সাধ্বী প্রজ্ঞা । দলের চাপে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন তিনি । তাতে অবশ্য BJP-র অস্বস্তি কাটেনি । প্রজ্ঞার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলে জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ । আর এ বার চাপে পড়ে সাধ্বীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে দল । কেন তিনি এমন মন্তব্য করলেন, তার ব্য়াখ্যা চাওয়া হয়েছে ।
এ দিকে, গডসে এবং রাজীব গান্ধিকে নিয়ে বিতর্কিত মন্তব্য়ের জেরে দলের অস্বস্তি বাড়িয়েছেন নলীন কুমার । তিনি টুইট করেন, 'গডসে এক জনকে মেরেছিলেন, কাসভ 72 জনকে, কিন্তু, রাজীব গান্ধি 17 হাজার মানুষকে খুন করেছিলেন ।' স্বাভাবিক ভাবেই হেগড়ের এ দিনের মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা । কংগ্রেস-সহ অন্য়ান্য়ারা বিষয়টি নিয়ে BJP-র উপর চাপ বাড়াতে শুরু করেছে । গডসেকে নিয়ে টুইট করে বিতর্কে জড়িয়েছেন অনন্তকুমার হেগড়েও । সপ্তম দফার ভোটের আগে দলের শীর্ষ নেতাদের এমন মন্তব্যে যে ক্ষতি হচ্ছে দলের, এ বার তার ডেমেজ কন্ট্রোল শুরু হল ।
তবে শুধু BJP নেতারাই নন । সম্প্রতি নাথুরাম গডসেকে ‘স্বাধীন ভারতের প্রথম হিন্দু জঙ্গি’ বলায় দক্ষিণী অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসানকে নিয়ে জলঘোলা কিছু কম হয়নি । এর উত্তরে ‘হিন্দু কখনও জঙ্গি হতে পারে না’ বলে মন্তব্য করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তার পরই আরও এক ধাপ এগিয়ে গডসেকে ‘দেশভক্ত’ বলে বসেন সাধ্বী প্রজ্ঞা । মালেগাঁও হামলায় নাম জড়ানো প্রজ্ঞার নানা মন্তব্যকে ঘিরে আগেও অস্বস্তিতে পড়েছে BJP । বাবরি মসজিদ ধ্বংস এবং মুম্বই হামলায় হত মহারাষ্ট্র সন্ত্রাস দমন শাখার অফিসার হেমন্ত কারকারেকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছে তাঁকে । প্রজ্ঞার মম্তব্যকেও সমর্থন করেনি দল । উলটে তাঁর সঙ্গে দূরত্ব বাড়িয়েছে তারা । মধ্যপ্রদেশের BJP নেতা লোকেন্দ্র পরাশর বলেছেন, ‘‘গান্ধির খুনিকে কিছুতেই দেশপ্রেমী বলা যায় না ।’’ প্রজ্ঞাকে ক্ষমা চাইতেও বলে দল ।