ETV Bharat / bharat

প্রেমিকার বয়স 60, হয়েছে FIR; হাত ছাড়তে নারাজ বছর বাইশের যুবক - UP Love Story

বার বার করে পরিবারের লোকেরা বলেছিল যে তারা কিছুতেই মেনে নেবে না ৷ কিন্তু তারপরেও একে অপরের হাত ছাড়েননি ৷ 60 বছরের প্রেমিকার পরিবারের লোকেরা যুবকের বিরুদ্ধে থানায় পর্যন্ত গিয়েছে ৷ প্রেমের কাছে হার মানছেন সবাই ৷

UP love story
প্রতীকি ছবি
author img

By

Published : Jan 24, 2020, 3:12 PM IST

আগ্রা, 24 জানুয়ারি : মহিলার বয়স 60 ৷ আছে সাত ছেলে, রয়েছে সাত নাতি-নাতনিও ৷ কিন্তু মন কি আর সে বয়সের বাধা মানে? 22 বছরের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি ৷ বিয়ে করতে চান দু'জন ৷ আর এতেই সব সমস্যার শুরু ৷

ঘটনাটি আগ্রার প্রকাশনগরের আত্মাদুদাউল্লা থানা এলাকার ৷ মহিলা বা যুবক কারও বাড়ি থেকেই এই সম্পর্কটি মেনে নেয়নি ৷ দু'জনের বাড়ি থেকেই বেশ কয়েকবার বোঝানোর পরেও কোনও লাভ হয়নি ৷ এরপর ওই মহিলার স্বামী ও তাঁর ছেলেরা থানায় যায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানাতে ৷ ঠিক সেই সময়েই পরিবারসহ থানায় গিয়ে হাজির হয় যুবকও ৷ দু'পক্ষের মধ্যে বাদানুবাদও হয় থানাতে ৷

থানায় ওই যুগল জানায়, তাঁরা দু'জনে বিয়ে করতে চান ৷ থানার মধ্যেই মহিলা ও যুবক, দু'জনের পরিবারই মধ্যস্থতা করার চেষ্টা করে ৷ বার বার করে পরিবারের লোকেরা বলে যে তাঁরা কিছুতেই মেনে নেবেন না এই সম্পর্ক ৷ পুলিশও বার বার বোঝানোর চেষ্টা করে ৷ কিন্তু লাভ কিছুই হয় না ৷ মহিলা ও যুবক দু'জনেই বিয়ের ব্যাপারে বদ্ধপরিকর ৷

বারবার বলার পরেও কোনও ফল না হওয়ায় এলাকায় শান্তিভঙ্গের জন্য ওই যুবকের বিরুদ্ধে FIR নথিভুক্ত করেছে পুলিশ ৷ যদিও প্রেমের ক্ষেত্রে বয়স শুধুমাত্র একটা সংখ্যা, এই ঘটনাই তার প্রমাণ ৷

আগ্রা, 24 জানুয়ারি : মহিলার বয়স 60 ৷ আছে সাত ছেলে, রয়েছে সাত নাতি-নাতনিও ৷ কিন্তু মন কি আর সে বয়সের বাধা মানে? 22 বছরের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি ৷ বিয়ে করতে চান দু'জন ৷ আর এতেই সব সমস্যার শুরু ৷

ঘটনাটি আগ্রার প্রকাশনগরের আত্মাদুদাউল্লা থানা এলাকার ৷ মহিলা বা যুবক কারও বাড়ি থেকেই এই সম্পর্কটি মেনে নেয়নি ৷ দু'জনের বাড়ি থেকেই বেশ কয়েকবার বোঝানোর পরেও কোনও লাভ হয়নি ৷ এরপর ওই মহিলার স্বামী ও তাঁর ছেলেরা থানায় যায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানাতে ৷ ঠিক সেই সময়েই পরিবারসহ থানায় গিয়ে হাজির হয় যুবকও ৷ দু'পক্ষের মধ্যে বাদানুবাদও হয় থানাতে ৷

থানায় ওই যুগল জানায়, তাঁরা দু'জনে বিয়ে করতে চান ৷ থানার মধ্যেই মহিলা ও যুবক, দু'জনের পরিবারই মধ্যস্থতা করার চেষ্টা করে ৷ বার বার করে পরিবারের লোকেরা বলে যে তাঁরা কিছুতেই মেনে নেবেন না এই সম্পর্ক ৷ পুলিশও বার বার বোঝানোর চেষ্টা করে ৷ কিন্তু লাভ কিছুই হয় না ৷ মহিলা ও যুবক দু'জনেই বিয়ের ব্যাপারে বদ্ধপরিকর ৷

বারবার বলার পরেও কোনও ফল না হওয়ায় এলাকায় শান্তিভঙ্গের জন্য ওই যুবকের বিরুদ্ধে FIR নথিভুক্ত করেছে পুলিশ ৷ যদিও প্রেমের ক্ষেত্রে বয়স শুধুমাত্র একটা সংখ্যা, এই ঘটনাই তার প্রমাণ ৷

New Delhi, Jan 24 (ANI): Ahead of interaction with Rashtriya Bal Puraskar recipients in Delhi, awardees shared their views. Hridayeshwar Singh Bhati, one of the awardees of Rashtriya Bal Puraskar said, "I look upto Narendra Modi sir, I have learnt from him that if the country gives you something then you have to give it back in some way or the other." Another awardee, Sukriti from West Bengal said, "Through awards like these, the Prime Minister of India is empowering the youth of the country. I have been given this award under category of social services."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.