ETV Bharat / bharat

370 ধারা রদের এক বছরের মধ্যে জম্মু-কাশ্মীরে খতম 178 জঙ্গি - 370 ধারা রদের বর্ষপূর্তি

5 অগাস্ট, 2019 থেকে 23 জুলাই, 2020 পর্যন্ত জম্মু-কাশ্মীরে মোট 178 জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে উপত্যকায় শহিদ হয়েছেন 39 জন নিরাপত্তা কর্মী ও মৃত্যু হয়েছে 36 জন স্থানীয় বাসিন্দার।

জম্মু ও কাশ্মীর
জম্মু ও কাশ্মীর
author img

By

Published : Aug 5, 2020, 7:46 AM IST

শ্রীনগর, 5 অগাস্ট : আজ জম্মু ও কাশ্মীরে 370 ধারা ও 35(এ) ধারা বাতিলের বর্ষপূর্তি। গত বছর আজকের দিনেই বিশেষ মর্যাদা হারায় ভূস্বর্গ। শুধু তাই নয়, জম্মু-কাশ্মীর ও লাদাখকে আলাদা দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। 370 ধারা রদের পর 5 অগাস্ট থেকে 23 জুলাই পর্যন্ত ভূস্বর্গে 178 জন জঙ্গির মৃত্যু হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ের মধ্যে জম্মু ও কাশ্মীরে 112টি উত্তেজনামূলক ঘটনা ঘটেছে। সেখানে সেনা-জঙ্গির লড়াইয়ে খতম করা হয়েছে 178 জন জঙ্গিকে। পাশাপাশি শহিদ হয়েছেন 39 জন নিরাপত্তাকর্মী ও প্রাণ হারিয়েছেন 36 জন ভারতীয়।

এছাড়াও 5 অগাস্টের পর এখনও পর্যন্ত বিভিন্ন জঙ্গিঘাঁটি থেকে 50টি AK-47সহ 77টি অস্ত্র উদ্ধার হয়েছে। এর মধ্যে 71টি অস্ত্রই 2019 সালে উদ্ধার হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে 400টি বেআইনি কার্যকলাপের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ, আজ 370 ধারা বাতিলের বর্ষপূর্তিতে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের "কালা দিবস" পালনের পরিকল্পনা রয়েছে। সেখানে অশান্তির আশঙ্কা থাকায় গতকাল ও আজ কারফিউ জারি করা হয়েছে। কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলে হয়েছে উপত্যকাকে।

শ্রীনগর, 5 অগাস্ট : আজ জম্মু ও কাশ্মীরে 370 ধারা ও 35(এ) ধারা বাতিলের বর্ষপূর্তি। গত বছর আজকের দিনেই বিশেষ মর্যাদা হারায় ভূস্বর্গ। শুধু তাই নয়, জম্মু-কাশ্মীর ও লাদাখকে আলাদা দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। 370 ধারা রদের পর 5 অগাস্ট থেকে 23 জুলাই পর্যন্ত ভূস্বর্গে 178 জন জঙ্গির মৃত্যু হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ের মধ্যে জম্মু ও কাশ্মীরে 112টি উত্তেজনামূলক ঘটনা ঘটেছে। সেখানে সেনা-জঙ্গির লড়াইয়ে খতম করা হয়েছে 178 জন জঙ্গিকে। পাশাপাশি শহিদ হয়েছেন 39 জন নিরাপত্তাকর্মী ও প্রাণ হারিয়েছেন 36 জন ভারতীয়।

এছাড়াও 5 অগাস্টের পর এখনও পর্যন্ত বিভিন্ন জঙ্গিঘাঁটি থেকে 50টি AK-47সহ 77টি অস্ত্র উদ্ধার হয়েছে। এর মধ্যে 71টি অস্ত্রই 2019 সালে উদ্ধার হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে 400টি বেআইনি কার্যকলাপের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ, আজ 370 ধারা বাতিলের বর্ষপূর্তিতে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের "কালা দিবস" পালনের পরিকল্পনা রয়েছে। সেখানে অশান্তির আশঙ্কা থাকায় গতকাল ও আজ কারফিউ জারি করা হয়েছে। কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলে হয়েছে উপত্যকাকে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.