ETV Bharat / bharat

গুরুগ্রামে 3 বছরের শিশুকে যৌন হেনস্থায় অভিযুক্ত নাবালক - gurugram

শিশুকে যৌন হেনস্থায় অভিযুক্ত নাবালক। গুরুগ্রামের ঘটনা।

নাবালক
author img

By

Published : Jun 30, 2019, 12:42 AM IST

Updated : Jun 30, 2019, 6:04 AM IST

গুরুগ্রাম, 30 জুন : 3 বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক নাবালকের বিরুদ্ধে । অভিযুক্তর বয়স 14 বছর । তাকে আটক করে ফরিদাবাদের একটি হোমে পাঠানো হয়েছে ।

এক পুলিশ আধিকারিক জানান, অভিযুক্ত নাবালকের মা একটি ডে কেয়ার সেন্টার চালান । অভিযোগ, 25 জুন সেখানেই 3 বছরের শিশুকে যৌন হেনস্থা করে ওই নাবালক। পরদিন শিশুর বাবা-মা থানায় অভিযোগ দায়ের করেন । POCSO আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ । CCTV ফুটেজ দেখে পুলিশ অভিযুক্তকে চিহ্নিত করে আটক করে ।

মেডিকেল টেস্টের পর ওই শিশুকে কাউন্সেলিংয়ের জন্য পাঠানো হয়েছে । বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে ।

গুরুগ্রাম, 30 জুন : 3 বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক নাবালকের বিরুদ্ধে । অভিযুক্তর বয়স 14 বছর । তাকে আটক করে ফরিদাবাদের একটি হোমে পাঠানো হয়েছে ।

এক পুলিশ আধিকারিক জানান, অভিযুক্ত নাবালকের মা একটি ডে কেয়ার সেন্টার চালান । অভিযোগ, 25 জুন সেখানেই 3 বছরের শিশুকে যৌন হেনস্থা করে ওই নাবালক। পরদিন শিশুর বাবা-মা থানায় অভিযোগ দায়ের করেন । POCSO আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ । CCTV ফুটেজ দেখে পুলিশ অভিযুক্তকে চিহ্নিত করে আটক করে ।

মেডিকেল টেস্টের পর ওই শিশুকে কাউন্সেলিংয়ের জন্য পাঠানো হয়েছে । বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে ।

Thiruvananthapuram (Kerala), June 29 (ANI): Tributes were paid to Central Reserve Police Force (CRPF) Head Constable Saju OP who lost his life in an encounter with Naxals. The mishap took place in Chhattisgarh's Bijapur yesterday. The encounter broke out after Maoists open fire at the security forces. The Jawan was from the 199 Battalion of the CRPF.


Last Updated : Jun 30, 2019, 6:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.