ETV Bharat / bharat

"জালিয়ানওয়ালাবাগ লজ্জাজনক", বললেন ব্রিটেনের হাইকমিশনার

ব্রিটিশ শাসিত ভারতের ইতিহাসে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ছিল একটি লজ্জাজনক অধ্যায়। বললেন ভারতে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার ডমিনিক অ্যাসকুইথ।

author img

By

Published : Apr 13, 2019, 12:51 PM IST

অমৃতসর, 13 এপ্রিল : শতবর্ষে পড়ল জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড। আজ ভারতে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার ডমিনিক অ্যাসকুইথ পঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। তারপর তিনি সেখানে ভিজ়িটর্স বুকে লেখেন, "100 বছর আগে জালিয়ানওয়ালাবাগের ঘটনাটি ব্রিটিশ শাসিত ভারতের ইতিহাসে একটি লজ্জাজনক অধ্যায় ছিল। আমরা এখনও এই ঘটনার জন্য অনুতপ্ত। তবে, আমরা আজ এটা ভেবে খুশি যে, এখন একবিংশ শতাব্দীতে আমরা ব্রিটেন ও ভারত - এই দুই দেশ একসঙ্গে উন্নয়নের চেষ্টা করছি।"

জালিয়ানওয়ালাবাগের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নরেন্দ্র মোদি আজ টুইটে লেখেন, "তাঁদের (শহিদদের) এই বলিদান কখনও ভোলার নয়। তাঁদের স্মৃতি আমাদের গর্বের ভারতবর্ষ তৈরির জন্য উদ্বুদ্ধ করবে।" কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি আজ জালিয়ানওয়ালাবাগে গিয়ে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।

উল্লেখ্য, 1919 সালের 13 এপ্রিল ব্রিটিশ শাসিত ভারতবর্ষে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের জনসভায় নিরস্ত্র মানুষের উপর জেনেরাল ডায়ারের নির্দেশে গুলি চালায় পুলিশ। সরকারি তথ্য অনুসারে, এই ঘটনায় মারা যায় প্রায় 400 জন।
যদিও বেসরকারি মতে সংখ্যাটা প্রায় ১ হাজার।

অমৃতসর, 13 এপ্রিল : শতবর্ষে পড়ল জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড। আজ ভারতে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার ডমিনিক অ্যাসকুইথ পঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। তারপর তিনি সেখানে ভিজ়িটর্স বুকে লেখেন, "100 বছর আগে জালিয়ানওয়ালাবাগের ঘটনাটি ব্রিটিশ শাসিত ভারতের ইতিহাসে একটি লজ্জাজনক অধ্যায় ছিল। আমরা এখনও এই ঘটনার জন্য অনুতপ্ত। তবে, আমরা আজ এটা ভেবে খুশি যে, এখন একবিংশ শতাব্দীতে আমরা ব্রিটেন ও ভারত - এই দুই দেশ একসঙ্গে উন্নয়নের চেষ্টা করছি।"

জালিয়ানওয়ালাবাগের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নরেন্দ্র মোদি আজ টুইটে লেখেন, "তাঁদের (শহিদদের) এই বলিদান কখনও ভোলার নয়। তাঁদের স্মৃতি আমাদের গর্বের ভারতবর্ষ তৈরির জন্য উদ্বুদ্ধ করবে।" কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি আজ জালিয়ানওয়ালাবাগে গিয়ে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।

উল্লেখ্য, 1919 সালের 13 এপ্রিল ব্রিটিশ শাসিত ভারতবর্ষে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের জনসভায় নিরস্ত্র মানুষের উপর জেনেরাল ডায়ারের নির্দেশে গুলি চালায় পুলিশ। সরকারি তথ্য অনুসারে, এই ঘটনায় মারা যায় প্রায় 400 জন।
যদিও বেসরকারি মতে সংখ্যাটা প্রায় ১ হাজার।

Amritsar (Punjab), Apr 13 (ANI): The British High Commissioner to India Sir Dominic Asquith laid wreath at Jallianwala Bagh memorial on commemoration of 100 years of the massacre in Amritsar today. Sir Dominic Asquith's also wrote message in the visitor's book at Jallianwala Bagh memorial. Jallianwala Bagh massacre is considered as one of the deadliest attacks in the history of the world. It led to the deaths of several unarmed Indians by the soldiers of the British Indian Army in Amritsar.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.