ETV Bharat / bharat

Bengal Girl Fell From Building in Greater Noida : গ্রেটার নয়ডায় বহুতল থেকে রহস্যজনকভাবে পড়ে কোমায় বাংলার যুবতী, তদন্ত শুরু পুলিশের

বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে বহুতল থেকে রহস্যজনকভাবে নিচে পড়ে যান বাংলার এক যুবতী (Bengal Girl Fell From Building in Greater Noida) ৷ পানিপথ থেকে গ্রেটার নয়ডার এক আবাসনে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি (Girl come from Panipat to meet Friend in Greater Noida) ৷ রাতে সেখানেই ছিলেন ৷ ভোরবেলা তাঁকে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে থাকতে দেখা যায় ৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ তবে, কোমায় চলে গিয়েছেন তিনি ৷

Bengal Girl Fell From Building in Grater Noida
Bengal Girl Fell From Building in Grater Noida
author img

By

Published : Dec 20, 2021, 11:23 AM IST

গ্রেটার নয়ডা, 20 ডিসেম্বর : গ্রেটার নয়ডায় বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে বহুতল থেকে পড়ে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পশ্চিমবঙ্গের বাসিন্দা এক যুবতী (Bengal Girl Fell From Building in Greater Noida) ৷ জানা গিয়েছে, গত 12 ডিসেম্বর গ্রেটার নয়ডার পরী চকের এনআরআই সোসাইটিতে ঘটনাটি ঘটেছে ৷ ওইদিন রাতে ওই যুবতী তাঁর বন্ধুর ফ্ল্যাটের জানালা দিয়ে নিচে পড়ে যান (Bengal Girl Fell From NRI Society Building in Greater Noida) ৷ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও, এই মুহূর্তে তিনি কোমায় রয়েছেন ৷ এই ঘটনায় ওই যুবতীর বন্ধু তথা ফ্ল্যাটের মালিক নীতিন গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ আত্মহত্যা না খুনের চেষ্টা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

গ্রেটার নয়ডার বিটা টু থানার তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন ৷ পশ্চিমবঙ্গে বাসিন্দা ওই যুবতী 5 বছর আগে তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে পানিপথ চলে যান ৷ সেখানে দু’জনে বিয়ে করেন ৷ কিন্তু, সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি ৷ এর পর ওই যুবতী নয়ডায় একটি শপিং মলে কাজ করতেন ৷ সম্প্রতি তাঁর গ্রেটার নয়ডার এনআরআই সোসাইটির বাসিন্দা নীতিন গুপ্তার সঙ্গে পরিচয় হয় ৷ গত 12 ডিসেম্বর ওই যুবতী নীতিনের সঙ্গে দেখা করতে তাঁর ফ্ল্যাটে গিয়েছিলেন ৷

আরও পড়ুন : Unnatural Death: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, স্বামী-সহ ধৃত চার

জিজ্ঞাসাবাদে পুলিশকে নীতিন জানিয়েছেন, গত বছর তাঁর স্ত্রী করোনায় মারা গিয়েছেন ৷ তার পরেই ওই যুবতীর সঙ্গে তাঁর বন্ধুত্ব হয় ৷ তাঁরা মাঝে মধ্যেই দেখা করতেন ৷ তেমনি ওইদিন রাতেও নীতিনের ফ্ল্যাটে তাঁরা দেখা করেন (Girl come from Panipat to meet Friend in Greater Noida) ৷ যুবতী ওইদিন সেখানেই থেকে গিয়েছিলেন ৷ নীতিনের পুলিশকে দেওয়া বয়ান অনুযায়ী, ভোরবেলা ওই যুবতী বাথরুমে যান ৷ সেখানে জানালা দিয়ে নিচে ঝাঁপ দেন তিনি ৷ এর পর নীতিন নিজে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করান ৷

যদিও, এই ঘটনায় খুনের চেষ্টার বিষয়টিকে উড়িয়ে দিচ্ছে না পুলিশ ৷ অ্যাডিশনাল ডিসিপি ব়্যাঙ্কের এক আধিকারিককে দিয়ে এই ঘটনার তদন্ত করা হচ্ছে নয়ডা পুলিশ ৷ যুবতীকে হাসপাতালে ভর্তি করানোর পর থেকেই তিনি কোমায় রয়েছেন ৷ ফলে তাঁর বয়ান নেওয়া সম্ভব হয়নি ৷

গ্রেটার নয়ডা, 20 ডিসেম্বর : গ্রেটার নয়ডায় বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে বহুতল থেকে পড়ে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পশ্চিমবঙ্গের বাসিন্দা এক যুবতী (Bengal Girl Fell From Building in Greater Noida) ৷ জানা গিয়েছে, গত 12 ডিসেম্বর গ্রেটার নয়ডার পরী চকের এনআরআই সোসাইটিতে ঘটনাটি ঘটেছে ৷ ওইদিন রাতে ওই যুবতী তাঁর বন্ধুর ফ্ল্যাটের জানালা দিয়ে নিচে পড়ে যান (Bengal Girl Fell From NRI Society Building in Greater Noida) ৷ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও, এই মুহূর্তে তিনি কোমায় রয়েছেন ৷ এই ঘটনায় ওই যুবতীর বন্ধু তথা ফ্ল্যাটের মালিক নীতিন গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ আত্মহত্যা না খুনের চেষ্টা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

গ্রেটার নয়ডার বিটা টু থানার তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন ৷ পশ্চিমবঙ্গে বাসিন্দা ওই যুবতী 5 বছর আগে তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে পানিপথ চলে যান ৷ সেখানে দু’জনে বিয়ে করেন ৷ কিন্তু, সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি ৷ এর পর ওই যুবতী নয়ডায় একটি শপিং মলে কাজ করতেন ৷ সম্প্রতি তাঁর গ্রেটার নয়ডার এনআরআই সোসাইটির বাসিন্দা নীতিন গুপ্তার সঙ্গে পরিচয় হয় ৷ গত 12 ডিসেম্বর ওই যুবতী নীতিনের সঙ্গে দেখা করতে তাঁর ফ্ল্যাটে গিয়েছিলেন ৷

আরও পড়ুন : Unnatural Death: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, স্বামী-সহ ধৃত চার

জিজ্ঞাসাবাদে পুলিশকে নীতিন জানিয়েছেন, গত বছর তাঁর স্ত্রী করোনায় মারা গিয়েছেন ৷ তার পরেই ওই যুবতীর সঙ্গে তাঁর বন্ধুত্ব হয় ৷ তাঁরা মাঝে মধ্যেই দেখা করতেন ৷ তেমনি ওইদিন রাতেও নীতিনের ফ্ল্যাটে তাঁরা দেখা করেন (Girl come from Panipat to meet Friend in Greater Noida) ৷ যুবতী ওইদিন সেখানেই থেকে গিয়েছিলেন ৷ নীতিনের পুলিশকে দেওয়া বয়ান অনুযায়ী, ভোরবেলা ওই যুবতী বাথরুমে যান ৷ সেখানে জানালা দিয়ে নিচে ঝাঁপ দেন তিনি ৷ এর পর নীতিন নিজে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করান ৷

যদিও, এই ঘটনায় খুনের চেষ্টার বিষয়টিকে উড়িয়ে দিচ্ছে না পুলিশ ৷ অ্যাডিশনাল ডিসিপি ব়্যাঙ্কের এক আধিকারিককে দিয়ে এই ঘটনার তদন্ত করা হচ্ছে নয়ডা পুলিশ ৷ যুবতীকে হাসপাতালে ভর্তি করানোর পর থেকেই তিনি কোমায় রয়েছেন ৷ ফলে তাঁর বয়ান নেওয়া সম্ভব হয়নি ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.