ETV Bharat / bharat

মোদি-অমিতের প্রচার বন্ধের দাবিতে কমিশনে তৃণমূল

নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে গেল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ৷ সেখানে গিয়ে তৃণমূলের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করার দাবি তোলা হয়েছে ৷

মোদি-অমিতের প্রচার বন্ধের দাবিতে কমিশনে তৃণমূল
মোদি-অমিতের প্রচার বন্ধের দাবিতে কমিশনে তৃণমূল
author img

By

Published : Apr 14, 2021, 5:52 PM IST

নয়াদিল্লি, 14 এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করার দাবি তুলল তৃণমূল কংগ্রেস ৷ এই দাবি নিয়ে বুধবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল ৷

পরে সাংবাদিকদের কাছে প্রতিনিধি দলের তরফে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা দিয়ে জানান যে কেন তাঁরা বিজেপির এই দুই শীর্ষনেতার নির্বাচনী প্রচারের নিষেধাজ্ঞার দাবি তুলেছেন ৷

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, নরেন্দ্র মোদি কল্যাণীর জনসভা থেকে অভিযোগ করেন যে মতুয়াদের জন্য তৃণমূল কংগ্রেসের সরকার কিছু করেনি ৷ এই মন্তব্য করে প্রধানমন্ত্রী নির্বাচনী আদর্শ আচরণবিধি ভেঙেছেন ৷ কারণ, এভাবে কোনও জাতি নিয়ে নির্বাচনী প্রচারে মন্তব্য করা যায় না ৷

একই সঙ্গে শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সাংসদ দাবি করেছেন যে মোদি মমতা বন্দ্যোপাধ্যায়কে গুন্ডা বলেছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের গুন্ডা বলেছেন ৷ এতেও নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে তাঁর অভিযোগ ৷ তাই মোদির প্রচারে নিষেধাজ্ঞা জারির দাবি করেছে তৃণমূল কংগ্রেস ৷

কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে ভালোভাবে ব্যবহার করার দাবি জানিয়েছেন ৷ তিনি প্রশ্ন তুলেছেন যে প্রধানমন্ত্রী হয়ে কীভাবে এত নিচু মানের কথা বলতে পারেন ? তাঁর কটাক্ষ, মোদির কথা শুনে মনে হচ্ছে আমেদাবাদের রকে বসে কেউ এসব কথা বলছেন ৷

আরও পড়ুন : মোদি সারাদিন আমাকে ভ্যাংচাচ্ছে, তখন কমিশন কিছু করছে না কেন, প্রশ্ন মমতার

অন্যদিকে তৃণমূলের তরফে অমিত শাহ সম্পর্কেও একই কথা বলা হয়েছে ৷ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, অমিত শাহ রাজবংশী ও অন্য জাতির মধ্যে ভেদাভেদ তৈরি করার মতো মন্তব্য করেছেন ৷ এটাও বিধিভঙ্গ ৷ তাই অমিত শাহের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারির দাবি তুলেছে তৃণমূল ৷

নয়াদিল্লি, 14 এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করার দাবি তুলল তৃণমূল কংগ্রেস ৷ এই দাবি নিয়ে বুধবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল ৷

পরে সাংবাদিকদের কাছে প্রতিনিধি দলের তরফে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা দিয়ে জানান যে কেন তাঁরা বিজেপির এই দুই শীর্ষনেতার নির্বাচনী প্রচারের নিষেধাজ্ঞার দাবি তুলেছেন ৷

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, নরেন্দ্র মোদি কল্যাণীর জনসভা থেকে অভিযোগ করেন যে মতুয়াদের জন্য তৃণমূল কংগ্রেসের সরকার কিছু করেনি ৷ এই মন্তব্য করে প্রধানমন্ত্রী নির্বাচনী আদর্শ আচরণবিধি ভেঙেছেন ৷ কারণ, এভাবে কোনও জাতি নিয়ে নির্বাচনী প্রচারে মন্তব্য করা যায় না ৷

একই সঙ্গে শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সাংসদ দাবি করেছেন যে মোদি মমতা বন্দ্যোপাধ্যায়কে গুন্ডা বলেছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের গুন্ডা বলেছেন ৷ এতেও নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে তাঁর অভিযোগ ৷ তাই মোদির প্রচারে নিষেধাজ্ঞা জারির দাবি করেছে তৃণমূল কংগ্রেস ৷

কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে ভালোভাবে ব্যবহার করার দাবি জানিয়েছেন ৷ তিনি প্রশ্ন তুলেছেন যে প্রধানমন্ত্রী হয়ে কীভাবে এত নিচু মানের কথা বলতে পারেন ? তাঁর কটাক্ষ, মোদির কথা শুনে মনে হচ্ছে আমেদাবাদের রকে বসে কেউ এসব কথা বলছেন ৷

আরও পড়ুন : মোদি সারাদিন আমাকে ভ্যাংচাচ্ছে, তখন কমিশন কিছু করছে না কেন, প্রশ্ন মমতার

অন্যদিকে তৃণমূলের তরফে অমিত শাহ সম্পর্কেও একই কথা বলা হয়েছে ৷ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, অমিত শাহ রাজবংশী ও অন্য জাতির মধ্যে ভেদাভেদ তৈরি করার মতো মন্তব্য করেছেন ৷ এটাও বিধিভঙ্গ ৷ তাই অমিত শাহের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারির দাবি তুলেছে তৃণমূল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.