নয়াদিল্লি, 26 মার্চ : অনুপ্রবেশকারী নিয়ে অমিত শাহের করা মন্তব্য়ের তীব্র প্রতিবাদ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ পাশাপাশি তাঁকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি ৷
কী বলেছিলেন অমিত শাহ
গতকাল পুরুলিয়ায় একটি নির্বাচনী সভা করেন করেন অমিত শাহ ৷ সেখানে তিনি বলেছিলেন, ‘‘বাংলার রেশন এবং বাংলার অধিকার সবই এখন অনুপ্রবেশকারীরা ভোগ করছে ৷’’ এর পরিপ্রেক্ষিতে পাল্টা মন্তব্য় করেন মহুয়া ৷
আরও পড়ুন- ভোটের আগে শালবনিতে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
প্রতিটি ইস্য়ু ধরে ধরে অমিত শাহের করা মন্তব্য়ের জবাব দিয়েছেন মহুয়া ৷ অনুপ্রবেশ নিয়ে তিনি টুইটে লেখেন, অনুপ্রবেশকারীদের কোনও সংখ্য়া সংসদে দিতে পারেনি কেন্দ্রীয় সরকার ৷ দ্বিতীয়ত, ভারতের অর্থনীতির থেকে বাংলাদেশের অর্থনীতি অনেক ভাল ৷ তাই তারা রেশন ও অধিকার দুটোই পাচ্ছে ৷ সীমান্ত ইস্য়ু টেনে এনে মহুয়া টুইটে লেখেন, বাঙালি বাংলাদেশের সঙ্গে সীমান্ত ও আত্মা দুটোই শেয়ার করে ৷
অন্য়দিকে গতকাল মেচেদার সভা থেকেও অনুপ্রবেশকারী নিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে কটাক্ষ করেন অমিত শাহ ৷ বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ করা হবে বলে জানিয়ে দেন তিনি ৷