ETV Bharat / bharat

Deepotsav: দীপোৎসবের জন্য প্রস্তুত রাম জন্মভূমি - নরেন্দ্র মোদি

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা ৷ তারপরই মহা ধুমধামে পালিত হবে দীপোৎসব (Deepotsav) ৷ কালীপুজোর (Kali Puja 2022) আগেই আলোর মালায় সাজবে অযোধ্য়া (Ayodhya) ৷ উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

Ayodhya is all set to witness grand Deepotsav ceremony
Deepotsav: দীপোৎসবের জন্য প্রস্তুত রাম জন্মভূমি
author img

By

Published : Oct 23, 2022, 4:03 PM IST

অযোধ্য়া, 23 অক্টোবর: কালীপুজো (Kali Puja 2022) ও দীপাবলী উপলক্ষে মহা ধুমধামে পালিত হবে দীপোৎসব (Deepotsav) ৷ তার জন্য একেবারে তৈরি অযোধ্য়া (Ayodhya) ৷ আর কিছুক্ষণ পরই উৎসবস্থলে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তাঁর উপস্থিতিতেই পালিত হবে দীপোৎসব ৷ এই উৎসব উপলক্ষে সেজে উঠেছে সারা অযোধ্যা ৷ সরযূর তীরে যে শুধুই লক্ষ লক্ষ প্রদীপ জ্বালানো হবে, তাই নয় ৷ সেই সঙ্গে, গোটা শহরকেই কার্যত ফুলে মুড়ে দেওয়া হয়েছে ৷ দেশি ও বিদেশি ফুলে সাজিয়ে তোলা হয়েছে উৎসবস্থল ৷ শহরের রাস্তায় আঁকা হয়েছে নানা রঙের রঙ্গোলি ৷ তবে, এই রঙিন রঙ্গোলিও গুঁড়ো রং দিয়ে নয়, বানানো হয়েছে রঙিন ফুল দিয়ে !

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধে নামলেই যমুনার তীরে জ্বালানো হবে লক্ষ লক্ষ প্রদীপ ৷ সেই আলোয় ঝলমল করে উঠবে নদীর আশপাশ ৷ এদিন অযোধ্য়ায় পৌঁছে প্রথমেই রাম লালার পুজো করবেন প্রধানমন্ত্রী ৷ তারপর ঘুরে দেখবেন প্রকল্প এলাকা ৷ রাম জন্মভূমি তীর্থক্ষেত্র নির্মাণের কাজ কত দূর এগোল, কীভাবে কাজ চলছে, সেসবই সরেজমিনে দেখবেন তিনি ৷ এদিকে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে অযোধ্য়ায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷

আরও পড়ুন: কালীপুজোয় দীপোৎসব পালন করবেন মোদি, ঘুরে দেখবেন অযোধ্যার মন্দির নির্মাণের কাজ

ওয়াকিবহাল মহলের বক্তব্য, দীপোৎসবের মাধ্যমে উত্তরপ্রদেশ সরকার পর্যটনের মানচিত্রে অযোধ্য়ার জায়গা পাকা করতে চাইছে ৷ একইসঙ্গে, ধোবিয়া, ফারুওয়াহির মতো লোকনৃত্যকেও প্রচারে আনা হচ্ছে ৷ যাতে এই সংস্কৃতি নিয়ে পর্যটকদের মধ্যে উৎসাহ বাড়ে ৷ তাহলেই পর্যটনের হাত ধরে রাজ্যের লক্ষ্মীলাভ হবে ৷ সরকারের তরফে প্রকাশ করা একটি বিবৃতিতে বলা হয়েছে, "অওধের ব্রজের শিল্পীরা তাঁদের পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের মোহিত করে দেবেন ৷ রাম এবং কৃষ্ণের এই মাটির সংস্কৃতি এবং ভাষা সর্বসমক্ষে তুলে ধরবেন তাঁরা ৷"

প্রশাসনিক সূত্রে খবর, এবারের দীপোৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রারও সাক্ষী থাকবেন দর্শকরা ৷ এই শোভাযাত্রায় মোট 16টি রথ থাকছে ৷ তার মধ্যে 11টি রথ তৈরি করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ ৷ বাকি পাঁচটির দায়িত্বে রয়েছে পর্যটন দফতর ৷ এই রথগুলি আদতে ট্যাবলোর আকারে পেশ করা হবে ৷ সেখানে রামায়ণের নানা ঘটনা তুলে ধরা হবে ৷ পাশাপাশি, 2047 সালে অযোধ্য়ার উন্নতি কোথায় পৌঁছবে, তারও একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করা হবে ৷ রাম জন্মভূমি মডেল, কাশী করিডর, ভিশন 2047, রামায়ণে বর্ণিত রামের জীবনের নানা ঘটনা প্রভৃতিকে এই ট্য়াবলোগুলি সাজিয়ে তোলার বিষয় হিসাবে গ্রহণ করা হয়েছে ৷

অযোধ্য়া, 23 অক্টোবর: কালীপুজো (Kali Puja 2022) ও দীপাবলী উপলক্ষে মহা ধুমধামে পালিত হবে দীপোৎসব (Deepotsav) ৷ তার জন্য একেবারে তৈরি অযোধ্য়া (Ayodhya) ৷ আর কিছুক্ষণ পরই উৎসবস্থলে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তাঁর উপস্থিতিতেই পালিত হবে দীপোৎসব ৷ এই উৎসব উপলক্ষে সেজে উঠেছে সারা অযোধ্যা ৷ সরযূর তীরে যে শুধুই লক্ষ লক্ষ প্রদীপ জ্বালানো হবে, তাই নয় ৷ সেই সঙ্গে, গোটা শহরকেই কার্যত ফুলে মুড়ে দেওয়া হয়েছে ৷ দেশি ও বিদেশি ফুলে সাজিয়ে তোলা হয়েছে উৎসবস্থল ৷ শহরের রাস্তায় আঁকা হয়েছে নানা রঙের রঙ্গোলি ৷ তবে, এই রঙিন রঙ্গোলিও গুঁড়ো রং দিয়ে নয়, বানানো হয়েছে রঙিন ফুল দিয়ে !

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধে নামলেই যমুনার তীরে জ্বালানো হবে লক্ষ লক্ষ প্রদীপ ৷ সেই আলোয় ঝলমল করে উঠবে নদীর আশপাশ ৷ এদিন অযোধ্য়ায় পৌঁছে প্রথমেই রাম লালার পুজো করবেন প্রধানমন্ত্রী ৷ তারপর ঘুরে দেখবেন প্রকল্প এলাকা ৷ রাম জন্মভূমি তীর্থক্ষেত্র নির্মাণের কাজ কত দূর এগোল, কীভাবে কাজ চলছে, সেসবই সরেজমিনে দেখবেন তিনি ৷ এদিকে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে অযোধ্য়ায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷

আরও পড়ুন: কালীপুজোয় দীপোৎসব পালন করবেন মোদি, ঘুরে দেখবেন অযোধ্যার মন্দির নির্মাণের কাজ

ওয়াকিবহাল মহলের বক্তব্য, দীপোৎসবের মাধ্যমে উত্তরপ্রদেশ সরকার পর্যটনের মানচিত্রে অযোধ্য়ার জায়গা পাকা করতে চাইছে ৷ একইসঙ্গে, ধোবিয়া, ফারুওয়াহির মতো লোকনৃত্যকেও প্রচারে আনা হচ্ছে ৷ যাতে এই সংস্কৃতি নিয়ে পর্যটকদের মধ্যে উৎসাহ বাড়ে ৷ তাহলেই পর্যটনের হাত ধরে রাজ্যের লক্ষ্মীলাভ হবে ৷ সরকারের তরফে প্রকাশ করা একটি বিবৃতিতে বলা হয়েছে, "অওধের ব্রজের শিল্পীরা তাঁদের পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের মোহিত করে দেবেন ৷ রাম এবং কৃষ্ণের এই মাটির সংস্কৃতি এবং ভাষা সর্বসমক্ষে তুলে ধরবেন তাঁরা ৷"

প্রশাসনিক সূত্রে খবর, এবারের দীপোৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রারও সাক্ষী থাকবেন দর্শকরা ৷ এই শোভাযাত্রায় মোট 16টি রথ থাকছে ৷ তার মধ্যে 11টি রথ তৈরি করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ ৷ বাকি পাঁচটির দায়িত্বে রয়েছে পর্যটন দফতর ৷ এই রথগুলি আদতে ট্যাবলোর আকারে পেশ করা হবে ৷ সেখানে রামায়ণের নানা ঘটনা তুলে ধরা হবে ৷ পাশাপাশি, 2047 সালে অযোধ্য়ার উন্নতি কোথায় পৌঁছবে, তারও একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করা হবে ৷ রাম জন্মভূমি মডেল, কাশী করিডর, ভিশন 2047, রামায়ণে বর্ণিত রামের জীবনের নানা ঘটনা প্রভৃতিকে এই ট্য়াবলোগুলি সাজিয়ে তোলার বিষয় হিসাবে গ্রহণ করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.