ETV Bharat / bharat

Border Clash : মিজোরামের সংঘর্ষের ঘটনায় তিনদিনের শোক অসমে, সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা হিমন্তর

অসম-মিজোরাম সীমানায় সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি এখনও থমথমে ৷ মঙ্গলবারের ওই ঘটনায় অসমের পাঁচজন পুলিশকর্মী ও একজন নাগরিকের মৃত্যু হয় ৷ সেই ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করেছে অসম সরকার ৷

assam to move sc for protection of innerline forest said cm himanta biswa sarma
Assam-Mizoram border Clash : মিজোরামের সংঘর্ষের ঘটনায় তিনদিনের শোক অসমে, সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা হিমন্তর
author img

By

Published : Jul 27, 2021, 2:36 PM IST

Updated : Jul 27, 2021, 4:02 PM IST

গুয়াহাটি, 27 জুলাই : অসম-মিজোরাম সীমানায় (Assam-Mizoram border) সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি এখনও থমথমে ৷ মঙ্গলবারের ওই ঘটনায় অসমের পাঁচজন পুলিশ কর্মী ও একজন নাগরিকের মৃত্যু হয় ৷ সেই ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করেছে অসম সরকার ৷

আরও পড়ুন : সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে মিজোরামকে আর্জি অসম সরকারের

অন্যদিকে এই ঘটনার পর রাজ্যের বনাঞ্চল রক্ষা করার জন্য সুপ্রিম কোর্ট (Supreme Court) মামলা করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার ৷ মঙ্গলবার এই কথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অসমের (Assam) কাছাড়, হাইলাকান্দি ও করিমগঞ্জে তিন ব্যাটালিয়ন কমান্ডো মোতয়েন করা হবে ৷

সোমবার অসম ও মিজোরাম (Mizoram) সীমানায় যে সংঘর্ষের ঘটনা ঘটে, তাতে ছ’জনের মৃত্যু হয় ৷ পাশাপাশি 60 জন জখম হয়েছেন ৷ তাঁদের মধ্যে একজন কাছাড়ের পুলিশ সুপার বৈভব চন্দ্রকান্ত নিম্বলকর রয়েছেন ৷ তাঁকে মুম্বইতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷

আরও পড়ুন : অসম-মিজোরাম সংঘর্ষে কেন্দ্রের 'ব্যর্থতা' নিয়ে সরব অভিষেক-রাহুল

এদিকে এই ঘটনার পর কাছার জেলার বাসিন্দারা মিজোরামের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন ৷ ইতিমধ্যে মিজোরাম যাওয়ার বেশ কয়েকটি রাস্তায় অবরোধও হয়েছে ৷ বুধবার বরাকে বনধের ডাক দিয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট ৷

এদিন নিহতদের শেষশ্রদ্ধা জানান অসমের মুখ্যমন্ত্রী ৷ তিনি এই ঘটনা নিয়ে টুইট করে শোকপ্রকাশও করেছেন ৷ তাছাড়া শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আহত পুলিশকর্মীদের দেখতেও যান তিনি ৷ শিলচরের যে এলাকায় ঘটনাটি ঘটে, সেখানেও মুখ্যমন্ত্রী যেতে পারেন বলে খবর ৷

আরও পড়ুন : Assam-Mizoram Border Violence : অসম-মিজোরাম সীমানায় সংঘর্ষে মৃত 6 আধাসেনা

এখানে উল্লেখ্য যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Assam) গত সপ্তাহে উত্তর পূর্ব ভারতের মুখ্য়মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করেন ৷ সেই বৈঠকে তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গাকে সংশ্লিষ্ট রাজ্যের সীমানায় শান্তি বজায় রাখতে অনুরোধ করেছিলেন ৷ আর তার পরই এই ঘটনা ৷

চলতি বছরের মে মাসে অসম-নাগাল্যান্ড সীমানায় এই ধরনের একটি ঘটনা ঘটেছিল ৷ সেখানে গুলি চলার ঘটনা ঘটে ৷ তবে সেই ঘটনায় কোনও হতাহতের খবর ছিল না ৷

আরও পড়ুন : I-PAC Arrest : ত্রিপুরায় ফ্যাঁসাদে টিম পিকে, পাকড়াও আই-প্য়াকের 22 সদস্য

প্রসঙ্গত, অসমের হাইলাকান্দি ও কাছার জেলার সঙ্গে মিজোরামের এই গোলমাল গত বছরে অক্টোবর থেকে শুরু হয়েছে ৷ মাঝে মধ্যেই দুই পক্ষের মধ্যে গোলমাল হয় ৷ অগ্নিসংযোগের ঘটনাও ঘটে ৷ তার পর থেকে দুই রাজ্যের সরকার এই নিয়ে আলোচনাও করেছে ৷ গতকালও পুলিশি পর্যায়ে আলোচনা চলার সময়ই উত্তেজনা ছড়ায় ৷ আর থেকেই এত বড় কাণ্ড ঘটেছে বলে খবর ৷

আরও পড়ুন : Himachal Pradesh Landslide :হিমাচলে ভয়াবহ ভূমিধস, মৃত্যুর কয়েক মুহূর্ত আগেই ছবি পোস্ট ডাক্তারের

গুয়াহাটি, 27 জুলাই : অসম-মিজোরাম সীমানায় (Assam-Mizoram border) সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি এখনও থমথমে ৷ মঙ্গলবারের ওই ঘটনায় অসমের পাঁচজন পুলিশ কর্মী ও একজন নাগরিকের মৃত্যু হয় ৷ সেই ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করেছে অসম সরকার ৷

আরও পড়ুন : সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে মিজোরামকে আর্জি অসম সরকারের

অন্যদিকে এই ঘটনার পর রাজ্যের বনাঞ্চল রক্ষা করার জন্য সুপ্রিম কোর্ট (Supreme Court) মামলা করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার ৷ মঙ্গলবার এই কথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অসমের (Assam) কাছাড়, হাইলাকান্দি ও করিমগঞ্জে তিন ব্যাটালিয়ন কমান্ডো মোতয়েন করা হবে ৷

সোমবার অসম ও মিজোরাম (Mizoram) সীমানায় যে সংঘর্ষের ঘটনা ঘটে, তাতে ছ’জনের মৃত্যু হয় ৷ পাশাপাশি 60 জন জখম হয়েছেন ৷ তাঁদের মধ্যে একজন কাছাড়ের পুলিশ সুপার বৈভব চন্দ্রকান্ত নিম্বলকর রয়েছেন ৷ তাঁকে মুম্বইতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷

আরও পড়ুন : অসম-মিজোরাম সংঘর্ষে কেন্দ্রের 'ব্যর্থতা' নিয়ে সরব অভিষেক-রাহুল

এদিকে এই ঘটনার পর কাছার জেলার বাসিন্দারা মিজোরামের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন ৷ ইতিমধ্যে মিজোরাম যাওয়ার বেশ কয়েকটি রাস্তায় অবরোধও হয়েছে ৷ বুধবার বরাকে বনধের ডাক দিয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট ৷

এদিন নিহতদের শেষশ্রদ্ধা জানান অসমের মুখ্যমন্ত্রী ৷ তিনি এই ঘটনা নিয়ে টুইট করে শোকপ্রকাশও করেছেন ৷ তাছাড়া শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আহত পুলিশকর্মীদের দেখতেও যান তিনি ৷ শিলচরের যে এলাকায় ঘটনাটি ঘটে, সেখানেও মুখ্যমন্ত্রী যেতে পারেন বলে খবর ৷

আরও পড়ুন : Assam-Mizoram Border Violence : অসম-মিজোরাম সীমানায় সংঘর্ষে মৃত 6 আধাসেনা

এখানে উল্লেখ্য যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Assam) গত সপ্তাহে উত্তর পূর্ব ভারতের মুখ্য়মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করেন ৷ সেই বৈঠকে তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গাকে সংশ্লিষ্ট রাজ্যের সীমানায় শান্তি বজায় রাখতে অনুরোধ করেছিলেন ৷ আর তার পরই এই ঘটনা ৷

চলতি বছরের মে মাসে অসম-নাগাল্যান্ড সীমানায় এই ধরনের একটি ঘটনা ঘটেছিল ৷ সেখানে গুলি চলার ঘটনা ঘটে ৷ তবে সেই ঘটনায় কোনও হতাহতের খবর ছিল না ৷

আরও পড়ুন : I-PAC Arrest : ত্রিপুরায় ফ্যাঁসাদে টিম পিকে, পাকড়াও আই-প্য়াকের 22 সদস্য

প্রসঙ্গত, অসমের হাইলাকান্দি ও কাছার জেলার সঙ্গে মিজোরামের এই গোলমাল গত বছরে অক্টোবর থেকে শুরু হয়েছে ৷ মাঝে মধ্যেই দুই পক্ষের মধ্যে গোলমাল হয় ৷ অগ্নিসংযোগের ঘটনাও ঘটে ৷ তার পর থেকে দুই রাজ্যের সরকার এই নিয়ে আলোচনাও করেছে ৷ গতকালও পুলিশি পর্যায়ে আলোচনা চলার সময়ই উত্তেজনা ছড়ায় ৷ আর থেকেই এত বড় কাণ্ড ঘটেছে বলে খবর ৷

আরও পড়ুন : Himachal Pradesh Landslide :হিমাচলে ভয়াবহ ভূমিধস, মৃত্যুর কয়েক মুহূর্ত আগেই ছবি পোস্ট ডাক্তারের

Last Updated : Jul 27, 2021, 4:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.