ETV Bharat / bharat

Assam Orders CBI Probe: অসম-মেঘালয়ে সীমান্তে সংঘর্ষ, সিবিআইকে তদন্তভার - Assam Chief Minister Himanta Biswa Sarma

সিবিআইকে তদন্তভার দেওয়ার পাশাপাশি অসম পুলিশের জন্য কয়েকটি নির্দেশিকা জারি হয়েছে । পুলিশকে সেই এসওপি মেনেই কাজ করতে হবে । অভিযোগ, মেঘালয়ের সীমান্ত এলাকার একটি গ্রামের 5 বাসিন্দাকে লক্ষ্য করে গুলি চালায় অসমের পুলিশ । আর তাতে তাঁদের মৃত্যু হয় । প্রাণ যায় এক পুলিশ কর্মীরও (Assam govt issued SOP for police)।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 24, 2022, 9:40 AM IST

নয়াদিল্লি,24 নভেম্বর: অসম-মেঘালয়ে সীমান্তে সংঘর্ষের ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিল অসম সরকার (Assam govt order CBI probe) । মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বুধবার দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ কথা ঘোষণা করেন । দুটি রাজ্যের সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘিরে উত্তর-পূর্ব ভারতের রাজনীতিতে নয়া মাত্রা যোগ করেছে । এমতাবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে মেঘালয়ের মন্ত্রীদের বৈঠক হওয়ার কথা । তার আগেই সংঘর্ষের ঘটনায় সিবিআইকে দিয়ে তদন্ত করানোর সিদ্ধান্ত নিল হিমন্ত বিশ্বশর্মার সরকার । এ নিয়ে সিদ্ধান্ত নিতে দিল্লিতেই বৈঠকে বসেন অসমের ক্যাবিনেট মন্ত্রীরা । ওই অনুষ্ঠানের জন্য অসম সরকারের অনেক মন্ত্রীই এখন দিল্লিতে ।

সিবিআইকে তদন্তভার দেওয়ার পাশাপাশি অসম পুলিশের জন্য কয়েকটি নির্দেশিকাও জারি হয়েছে (Assam govt issued SOP for police) । পুলিশকে সেই এসওপি মেনেই কাজ করতে হবে । অভিযোগ, মেঘালয়ের সীমান্ত এলাকার একটি গ্রামের 5 বাসিন্দাকে লক্ষ্য করে গুলি চালায় অসমের পুলিশ । আর তাতে তাঁদের মৃত্যু হয় । প্রাণ যায় এক পুলিশ কর্মীরও । স্বভাবতই এই ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে । সরকারের তরফে অসম পুলিশকে এ বিষয়ে সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছে । পুলিশের সম্পর্কে এই নয়া নির্দেশিকা নিয়ে টুইটও করেছেন অসমের মুখ্যমন্ত্রী ।

জানা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নির্দিষ্ট কয়েকটি দাবি জানাবেন মেঘালয়ের মন্ত্রীরা । কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে দিয়ে তদন্ত করানোর কথা বলবেন তাঁরা । এর আগেই মেঘালয়ের মুখ্যমন্ত্রী কোরনাড সাংমা টুইটারে এই ঘটনা প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দেন । তিনি লেখেন,"অসম পুলিশ ভুলে গিয়েছিল তারা নিজেদের রাজ্য ছেড়ে মেঘালয়ে ঢুকে পড়েছে । শুধু তাই নয়, বিনা প্ররোচনায় গুলি চালিয়ে 5 গ্রামবাসীকে হত্যাও করেছে ।" এরপরই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে যাচ্ছে ।

আরও পড়ুন: বিজর্সনের শোভাযাত্রায় বাজি ফাটাতে গিয়ে দুর্ঘটনা, আহত 40

নয়াদিল্লি,24 নভেম্বর: অসম-মেঘালয়ে সীমান্তে সংঘর্ষের ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিল অসম সরকার (Assam govt order CBI probe) । মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বুধবার দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ কথা ঘোষণা করেন । দুটি রাজ্যের সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘিরে উত্তর-পূর্ব ভারতের রাজনীতিতে নয়া মাত্রা যোগ করেছে । এমতাবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে মেঘালয়ের মন্ত্রীদের বৈঠক হওয়ার কথা । তার আগেই সংঘর্ষের ঘটনায় সিবিআইকে দিয়ে তদন্ত করানোর সিদ্ধান্ত নিল হিমন্ত বিশ্বশর্মার সরকার । এ নিয়ে সিদ্ধান্ত নিতে দিল্লিতেই বৈঠকে বসেন অসমের ক্যাবিনেট মন্ত্রীরা । ওই অনুষ্ঠানের জন্য অসম সরকারের অনেক মন্ত্রীই এখন দিল্লিতে ।

সিবিআইকে তদন্তভার দেওয়ার পাশাপাশি অসম পুলিশের জন্য কয়েকটি নির্দেশিকাও জারি হয়েছে (Assam govt issued SOP for police) । পুলিশকে সেই এসওপি মেনেই কাজ করতে হবে । অভিযোগ, মেঘালয়ের সীমান্ত এলাকার একটি গ্রামের 5 বাসিন্দাকে লক্ষ্য করে গুলি চালায় অসমের পুলিশ । আর তাতে তাঁদের মৃত্যু হয় । প্রাণ যায় এক পুলিশ কর্মীরও । স্বভাবতই এই ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে । সরকারের তরফে অসম পুলিশকে এ বিষয়ে সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছে । পুলিশের সম্পর্কে এই নয়া নির্দেশিকা নিয়ে টুইটও করেছেন অসমের মুখ্যমন্ত্রী ।

জানা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নির্দিষ্ট কয়েকটি দাবি জানাবেন মেঘালয়ের মন্ত্রীরা । কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে দিয়ে তদন্ত করানোর কথা বলবেন তাঁরা । এর আগেই মেঘালয়ের মুখ্যমন্ত্রী কোরনাড সাংমা টুইটারে এই ঘটনা প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দেন । তিনি লেখেন,"অসম পুলিশ ভুলে গিয়েছিল তারা নিজেদের রাজ্য ছেড়ে মেঘালয়ে ঢুকে পড়েছে । শুধু তাই নয়, বিনা প্ররোচনায় গুলি চালিয়ে 5 গ্রামবাসীকে হত্যাও করেছে ।" এরপরই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে যাচ্ছে ।

আরও পড়ুন: বিজর্সনের শোভাযাত্রায় বাজি ফাটাতে গিয়ে দুর্ঘটনা, আহত 40

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.