ETV Bharat / bharat

Assam : অসমে হিমন্তর উপস্থিতিতে পোড়ানো হল 2479 টি গন্ডারের শিং - Himanta Biswa Sarma

একসঙ্গে পুড়িয়ে দেওয়া হয়েছে 2479 টি শিং ৷ ঘটনাস্থল অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে বোকাখাট এলাকা ৷ সরকারি উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷

assam burns 2479 rhino horns stockpiled since 1970s in presence of cm himanta biswa sarma
Assam : অসমে হিমন্তর উপস্থিতিতে পোড়ানো হল 2479 টি গন্ডারের শিং
author img

By

Published : Sep 22, 2021, 8:15 PM IST

বোকাখাট, 22 সেপ্টেম্বর : 2479, বুধবার অসমে এই সংখ্যার গন্ডারের শিং পুড়িয়ে দেওয়া হয়েছে ৷ এর মাধ্যমে সারা বিশ্বের কাছে এই বার্তা দেওয়া হয়েছে যে গন্ডারের শিংয়ের কোনও ঔষধী গুণ নেই ৷ এদিন যখন গন্ডারের শিং পুড়িয়ে নষ্ট করা হয়, তখন সেখানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ তিনি জানান, এবার থেকে বছরের একটি নির্দিষ্ট দিনে উদ্ধার হওয়া গন্ডারের শিং ও অন্য প্রাণীদের অংশ পুড়িয়ে নষ্ট করে দেওয়া হবে ৷

আরও পড়ুন : Narendra Modi : ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার বার্তা দিয়ে ওয়াশিংটনের পথে মোদি

পাচারকারীদের থেকে উদ্ধার হওয়া বা পাচারকারীদের হাতে মৃত গন্ডারের শিং অসমের বিভিন্ন ট্রেজারিতে জমা ছিল এতদিন ৷ 1979 সাল থেকে এগুলি জমা হচ্ছে ৷ বাড়তে বাড়তে সেই সংখ্যাই গিয়ে ঠেকেছিল 2632-তে ৷ বুধবার অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে বোকাখাট এলাকায় প্রকাশ্যে তার মধ্যে 2479 টি শিং পুড়িয়ে দেওয়া হয় ৷ 94 টি শিং পড়াশোনার কাজে ব্যবহারের জন্য রেখে দেওয়া হয়েছে ৷ 50 টি শিং পাচারের সময় উদ্ধার হয় ৷ সেগুলি নিয়ে এখনও আদালতে মামলা চলছে ৷ তাই সেগুলিকে পোড়ানো হয়নি ৷

assam burns 2479 rhino horns stockpiled since 1970s in presence of cm himanta biswa sarma
পোড়ানোর আগে গন্ডারের শিং

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘‘আমরা কাজিরাঙার কাছে একটি সংগ্রহশালা তৈরি করব ৷ সেখানে মৃত প্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গ রাখা থাকবে ৷ কয়েকটি গন্ডারের শিং বিশ্বের সবচেয়ে বড়ও ছিল ৷ যার ওজন ছিল 3.051 কিলোগ্রাম এবং উচ্চতা 36 সেন্টিমিটার ৷’’ 1980 সালের আগে বেশ কয়েকবার গন্ডারের শিংয়ের নিলাম করেছে অসমের সরকার ৷ কিন্তু তাঁর আমলে এই কাজ আর হবে না বলে জানিয়ে দিয়েছেন হিমন্ত ৷

আরও পড়ুন : Maharashtra Tiger Hunt : গড়চিরৌলির জঙ্গলে নরখাদক বাঘ! সন্ধানে স্পেশাল টাইগার প্রোটেকশন ফোর্স

একই সঙ্গে তিনি বলেন, ‘‘আমরা একটি শক্তিশালী বার্তা দিতে চাই যে গন্ডারের শিংয়ের কোনও মূল্য নেই ৷ 1979 সাল পর্যন্ত সরকার গন্ডারের শিংয়ের নিলাম করত ৷ আন্তর্জাতিক নিয়ম ও বন্য আইন অনুযায়ী এই কাজ বন্ধ করে দেওয়া হয় ৷ এখন থেকে সরকার কোনও নিলাম করবে না ৷ কিন্তু নষ্ট করে দেবে ৷’’

assam burns 2479 rhino horns stockpiled since 1970s in presence of cm himanta biswa sarma
পোড়ানো হচ্ছে গন্ডারের শিং

তবে নিলামের প্রস্তাব তাঁর কাছে এসেছিল বলে হিমন্তর দাবি ৷ কিন্তু তা তিনি খারিজ করে দিয়েছেন বলে দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে গন্ডারের শিংয়ের যে কোনও ঔষধী গুণ নেই তা পাঠ্যবইতে যুক্ত করার উদ্যোগ নেবেন ৷

অসমে হিমন্তর উপস্থিতিতে পোড়ানো হল 2479 টি গন্ডারের শিং

আরও পড়ুন : Zee Entertainment-Sony India : সোনি ইন্ডিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধছে জি এন্টারটেইনমেন্ট

বোকাখাট, 22 সেপ্টেম্বর : 2479, বুধবার অসমে এই সংখ্যার গন্ডারের শিং পুড়িয়ে দেওয়া হয়েছে ৷ এর মাধ্যমে সারা বিশ্বের কাছে এই বার্তা দেওয়া হয়েছে যে গন্ডারের শিংয়ের কোনও ঔষধী গুণ নেই ৷ এদিন যখন গন্ডারের শিং পুড়িয়ে নষ্ট করা হয়, তখন সেখানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ তিনি জানান, এবার থেকে বছরের একটি নির্দিষ্ট দিনে উদ্ধার হওয়া গন্ডারের শিং ও অন্য প্রাণীদের অংশ পুড়িয়ে নষ্ট করে দেওয়া হবে ৷

আরও পড়ুন : Narendra Modi : ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার বার্তা দিয়ে ওয়াশিংটনের পথে মোদি

পাচারকারীদের থেকে উদ্ধার হওয়া বা পাচারকারীদের হাতে মৃত গন্ডারের শিং অসমের বিভিন্ন ট্রেজারিতে জমা ছিল এতদিন ৷ 1979 সাল থেকে এগুলি জমা হচ্ছে ৷ বাড়তে বাড়তে সেই সংখ্যাই গিয়ে ঠেকেছিল 2632-তে ৷ বুধবার অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে বোকাখাট এলাকায় প্রকাশ্যে তার মধ্যে 2479 টি শিং পুড়িয়ে দেওয়া হয় ৷ 94 টি শিং পড়াশোনার কাজে ব্যবহারের জন্য রেখে দেওয়া হয়েছে ৷ 50 টি শিং পাচারের সময় উদ্ধার হয় ৷ সেগুলি নিয়ে এখনও আদালতে মামলা চলছে ৷ তাই সেগুলিকে পোড়ানো হয়নি ৷

assam burns 2479 rhino horns stockpiled since 1970s in presence of cm himanta biswa sarma
পোড়ানোর আগে গন্ডারের শিং

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘‘আমরা কাজিরাঙার কাছে একটি সংগ্রহশালা তৈরি করব ৷ সেখানে মৃত প্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গ রাখা থাকবে ৷ কয়েকটি গন্ডারের শিং বিশ্বের সবচেয়ে বড়ও ছিল ৷ যার ওজন ছিল 3.051 কিলোগ্রাম এবং উচ্চতা 36 সেন্টিমিটার ৷’’ 1980 সালের আগে বেশ কয়েকবার গন্ডারের শিংয়ের নিলাম করেছে অসমের সরকার ৷ কিন্তু তাঁর আমলে এই কাজ আর হবে না বলে জানিয়ে দিয়েছেন হিমন্ত ৷

আরও পড়ুন : Maharashtra Tiger Hunt : গড়চিরৌলির জঙ্গলে নরখাদক বাঘ! সন্ধানে স্পেশাল টাইগার প্রোটেকশন ফোর্স

একই সঙ্গে তিনি বলেন, ‘‘আমরা একটি শক্তিশালী বার্তা দিতে চাই যে গন্ডারের শিংয়ের কোনও মূল্য নেই ৷ 1979 সাল পর্যন্ত সরকার গন্ডারের শিংয়ের নিলাম করত ৷ আন্তর্জাতিক নিয়ম ও বন্য আইন অনুযায়ী এই কাজ বন্ধ করে দেওয়া হয় ৷ এখন থেকে সরকার কোনও নিলাম করবে না ৷ কিন্তু নষ্ট করে দেবে ৷’’

assam burns 2479 rhino horns stockpiled since 1970s in presence of cm himanta biswa sarma
পোড়ানো হচ্ছে গন্ডারের শিং

তবে নিলামের প্রস্তাব তাঁর কাছে এসেছিল বলে হিমন্তর দাবি ৷ কিন্তু তা তিনি খারিজ করে দিয়েছেন বলে দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে গন্ডারের শিংয়ের যে কোনও ঔষধী গুণ নেই তা পাঠ্যবইতে যুক্ত করার উদ্যোগ নেবেন ৷

অসমে হিমন্তর উপস্থিতিতে পোড়ানো হল 2479 টি গন্ডারের শিং

আরও পড়ুন : Zee Entertainment-Sony India : সোনি ইন্ডিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধছে জি এন্টারটেইনমেন্ট

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.