ওয়াশিংটন, 19 জুন : কোভিডের ফাইজ়ার এবং মডার্নরা টিকা নিলে, পুরুষদের যৌনক্ষমতা কমবে না ৷ সম্প্রতি একটি সমীক্ষায় এমনই তথ্য সামনে উঠে এসেছে ৷
আমেরিকার একটি মেডিকেল জার্নাল 18 থেকে 50 বছরের 45 জন পুরুষকে নিয়ে এই পরীক্ষামূলক সমীক্ষা করা হয় ৷ যৌন সমস্যা নেই এমন স্বাস্থ্যবান পুরুষকেই নমুনা হিসাবে বেছে নেওয়া হয় ৷ যাঁদের করোনার উপসর্গ রয়েছে কিংবা যাঁদের শেষ 90 দিনে করোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে, তাঁদের নমুনা হিসাবে বাছা হয়নি ৷ নমুনাদের দেহে এম আরএনএ যুক্ত ফাইজ়ার এবং মর্ডানরা টিকা প্রয়োগ করা হয় ৷
টিকার প্রথম ডোজ় নেওয়ার আগে, পুরুষদের থেকে বীর্য সংগ্রহ করা হয় ৷ এরপর টিকার দ্বিতীয় ডোজ় নেওয়ার 70 দিন পর, তাঁদের থেকে পুনরায় বীর্য সংগ্রহ করা হয় ৷ একটি মাত্র শর্ত ছিল, বীর্যদানের আগে সাতদিন কোনওরকম যৌনসম্পর্কে থাকা চলবে না ৷
এই অবস্থায় পরীক্ষা করে দেখা যায়, বীর্যের নমুনায় শুক্রাণুর সংখ্যা কমেনি ৷ বরং অনেক ক্ষেত্রে নমুনায় শুক্রাণুর সংখ্যা বাড়তে দেখা গিয়েছে ৷
আরও পড়ুন : অক্টোবরেই করোনার তৃতীয় ঢেউ ? কতটা সুরক্ষিত শিশুরা...
রিপোর্ট অনুযায়ী, টিকায় জীবিত ভাইরাস নেই ৷ আছে এমআরএ ৷ সেই জন্য শুক্রাণুর সংখ্যা কমার কোনও কথা নয় ৷ কিন্তু এই রিপোর্টে কিছু সীমাবদ্ধতা রয়েছে ৷ কম নমুনা হিসাবে কম সংখ্যক পুরুষকে ব্যবহার করা হয়েছে ৷