ETV Bharat / bharat

Army officer killed in Siachen: সিয়াচেনে সেনা ছাউনিতে আগুন, নিহত সেনা আধিকারিক

সেনাবাহিনীর সূত্র থেকে জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে তিনটে নাগাদ লাদাখে সিয়াচেন হিমবাহ সংলগ্ন ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি ছাউনিতে আগুন লেগে যায় ৷ ওই দুর্ঘটনায় একজন অফিসার মারা গিয়েছেন এবং কমপক্ষে 3 জওয়ান আহত হন ।

Army officer killed in Siachen
Army officer killed in Siachen
author img

By

Published : Jul 19, 2023, 6:12 PM IST

Updated : Jul 19, 2023, 9:18 PM IST

শ্রীনগর, 19 জুলাই: সেনা ছাউনিতে আগুন লেগে মৃত্যু হল এক সেনা আধিকারিকের ৷ আহত হয়েছেন তিন জন ৷ সেনাবাহিনীর সূত্র থেকে এই খবর পাওয়া গিয়েছে ৷ মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের সিয়াচেন হিমবাহ সংলগ্ন এলাকায় ৷

সেনাবাহিনীর সূত্র থেকে জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে তিনটে নাগাদ সিয়াচেন হিমবাহ সংলগ্ন ভারতীয় সেনাবাহিনীর কয়েকটি ছাউনিতে আগুন লাগে । এই ঘটনায় একজন অফিসার মারা গিয়েছেন ৷ আহত হয়েছেন তিন জন ৷ চিকিৎসার জন্য আহতদের চণ্ডীগড়ে নিয়ে আসা হয়েছে ৷

কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি ৷ তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গোলাবারুদের বাঙ্কারে শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটে ৷ তার জেরেই মর্মান্তিক পরিণতি হল এক সেনা আধিকারিকের ৷ ভারতীয় সেনাবাহিনী এখনও পর্যন্ত এই ঘটনার বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি । ফলে নিহত জওয়ানের নাম এখনও জানা যায়নি ৷ কারা আহত হয়েছেন, সেই তথ্যও মেলেনি এখনও ৷

তবে এই ধরনের অগ্নিকাণ্ডের জেরে মৃত্যুর ঘটনা সিয়াচেন হিমবাহ সংলগ্ন এলাকায় এই প্রথম নয় ৷ এর আগে 2011 সালে সেখানে একই ধরনের ঘটনা ঘটেছিল ৷ সেই ঘটনায় লেফটেন্যান্ট পদমর্যাদার দু’জন কর্মকর্তা নিহত হন ৷ আহত হন চারজন ৷

প্রসঙ্গত, সিয়াচেন হিমবাহ বিশ্বের সবচেয়ে দীর্ঘ হিমবাহ ৷ এর দৈর্ঘ্য 71 কিলোমিটার ৷ কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে ভারত-পাকিস্তান সীমান্তে এই হিমবাহ রয়েছে ৷ সেখানে প্রাকৃতিক পরিস্থিতি বেশ দুর্গম ৷ আবহাওয়াও প্রায় সবসময়ই প্রতিকূল থাকে ৷ তুষারপাত প্রায় রোজই হয় ৷ সেখানে প্রতিকূল আবহাওয়া ও তুষারপাতের জেরে বহু সৈনিক মারা গিয়েছেন ৷ সেই কারণে সিয়াচেনে কোনও জওয়ানকে তিনমাসের বেশি রাখা হয় না ৷

পরিসংখ্যান বলছে যে গত 37 বছরে সিয়াচেনে ভারতের সীমান্তরক্ষা করতে গিয়ে 800 জনেরও বেশি জওয়ানের প্রাণ গিয়েছে ৷ এঁদের মধ্যে কারও মৃত্যু শত্রুপক্ষের আক্রমণে হয়েছে ৷ কেউ আবার প্রতিকূল পরিস্থিতির জেরে প্রাণ হারিয়েছেন ৷

আরও পড়ুন: শুধুমাত্র শত্রু বা ঠান্ডার তীব্রতা নয়, সিয়াচেন যাওয়ার পথ দুর্গম ও বিপদসঙ্কুল

শ্রীনগর, 19 জুলাই: সেনা ছাউনিতে আগুন লেগে মৃত্যু হল এক সেনা আধিকারিকের ৷ আহত হয়েছেন তিন জন ৷ সেনাবাহিনীর সূত্র থেকে এই খবর পাওয়া গিয়েছে ৷ মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের সিয়াচেন হিমবাহ সংলগ্ন এলাকায় ৷

সেনাবাহিনীর সূত্র থেকে জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে তিনটে নাগাদ সিয়াচেন হিমবাহ সংলগ্ন ভারতীয় সেনাবাহিনীর কয়েকটি ছাউনিতে আগুন লাগে । এই ঘটনায় একজন অফিসার মারা গিয়েছেন ৷ আহত হয়েছেন তিন জন ৷ চিকিৎসার জন্য আহতদের চণ্ডীগড়ে নিয়ে আসা হয়েছে ৷

কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি ৷ তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গোলাবারুদের বাঙ্কারে শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটে ৷ তার জেরেই মর্মান্তিক পরিণতি হল এক সেনা আধিকারিকের ৷ ভারতীয় সেনাবাহিনী এখনও পর্যন্ত এই ঘটনার বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি । ফলে নিহত জওয়ানের নাম এখনও জানা যায়নি ৷ কারা আহত হয়েছেন, সেই তথ্যও মেলেনি এখনও ৷

তবে এই ধরনের অগ্নিকাণ্ডের জেরে মৃত্যুর ঘটনা সিয়াচেন হিমবাহ সংলগ্ন এলাকায় এই প্রথম নয় ৷ এর আগে 2011 সালে সেখানে একই ধরনের ঘটনা ঘটেছিল ৷ সেই ঘটনায় লেফটেন্যান্ট পদমর্যাদার দু’জন কর্মকর্তা নিহত হন ৷ আহত হন চারজন ৷

প্রসঙ্গত, সিয়াচেন হিমবাহ বিশ্বের সবচেয়ে দীর্ঘ হিমবাহ ৷ এর দৈর্ঘ্য 71 কিলোমিটার ৷ কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে ভারত-পাকিস্তান সীমান্তে এই হিমবাহ রয়েছে ৷ সেখানে প্রাকৃতিক পরিস্থিতি বেশ দুর্গম ৷ আবহাওয়াও প্রায় সবসময়ই প্রতিকূল থাকে ৷ তুষারপাত প্রায় রোজই হয় ৷ সেখানে প্রতিকূল আবহাওয়া ও তুষারপাতের জেরে বহু সৈনিক মারা গিয়েছেন ৷ সেই কারণে সিয়াচেনে কোনও জওয়ানকে তিনমাসের বেশি রাখা হয় না ৷

পরিসংখ্যান বলছে যে গত 37 বছরে সিয়াচেনে ভারতের সীমান্তরক্ষা করতে গিয়ে 800 জনেরও বেশি জওয়ানের প্রাণ গিয়েছে ৷ এঁদের মধ্যে কারও মৃত্যু শত্রুপক্ষের আক্রমণে হয়েছে ৷ কেউ আবার প্রতিকূল পরিস্থিতির জেরে প্রাণ হারিয়েছেন ৷

আরও পড়ুন: শুধুমাত্র শত্রু বা ঠান্ডার তীব্রতা নয়, সিয়াচেন যাওয়ার পথ দুর্গম ও বিপদসঙ্কুল

Last Updated : Jul 19, 2023, 9:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.