শ্রীরামপুর, 25 ডিসেম্বর: কাঞ্চনের সন্তানের জন্য 6 লক্ষ টাকা বিল জমা পড়া প্রসঙ্গে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । এই পরিপ্রেক্ষিতে কাঞ্চনের পাশে দাঁড়িয়ে পাল্টা সুকান্তকে ফচকে ছেলে বলে আক্রমণ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি নার্সিংহোম বিল করেছে, এখানে কাঞ্চনের দোষ নেই। সুকান্ত ফচকে ছেলে। কিছু জানেন না। তাই এসব কথা বলছেন ।
ঘটনার সূত্রপাত বুধবার দুপুরে। নেতাজি সেবা সংঘের আয়োজনে শেওড়াফুলির একটি রক্তদান শিবিরে যোগ দিতে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানেই রাজ্য সরকারকে বিভিন্ন প্রসঙ্গে আক্রমণ করেন তিনি। অনুষ্ঠান শেষে সুকান্ত মজুমদার বলেন, "কাঞ্চন মল্লিক বিধানসভায় কেন ছ'লাখ টাকা বিল জমা দিলেন এর উত্তর মুখ্যমন্ত্রীকে দিতে হবে । উনি তো সবসময় বলে বেড়ান স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে! গরিব মানুষের চিকিৎসকা স্বাস্থ্যসাথী কার্ডে হবে আর কাঞ্চনের জন্য 6 লাখ টাকার বিল জমা পড়বে! এটাতো চলতে পারে না। কাঞ্চনের মেয়ে হয়েছে। তার জন্য তাঁকে শুভেচ্ছা জানাই। কিন্তু তা বলে তিনি জনগণের 6 লাখ টাকা ধ্বংস করবেন, এটা তো মেনে নেওয়া যায় না!
পাল্টা কাঞ্চনের পাশে থেকে সুকান্তকে আক্রমন করতে ছাড়েননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে কাঞ্চনকে প্রচারের গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ। সে সব তিক্ততা ভুলে এদিন শ্রীরামপুরে এসে কল্যাণ বলেন, "এ ব্যাপারে কাঞ্চনের দোষ দেখছি না। নার্সিংহোম বিল করেছে এতে কাঞ্চনের দোষ কোথায়। ডাক্তাররা আন্দোলন করছেন, করুন । কিন্তু এত বিল করেন কেন! সুকান্ত মজুমদার জানেন না বিধায়করা স্বাস্থ্য সাথীর সুযোগ-সুবিধে পান না। ফচকে ছেলে একটা। কিছুই জানেন না বলে এসব কথা বলছেন!"