ETV Bharat / bharat

Automatic Braking System : দুর্ঘটনা কমাতে স্বয়ংক্রিয় ব্রেক আবিষ্কার যুবকের, পেলেন পেটেন্টও - দুর্ঘটনা কমাতে স্বয়ংক্রিয় ব্রেক আবিষ্কার যুবকের

দুর্ঘটনা প্রতিরোধে গাড়ির গতি কমানো-বাড়ানোর জন্য একটি স্বয়ংক্রিয় ব্রেকিং সিস্টেম আবিষ্কার করেছেন লোকনাথ ৷ এই ব্রেকটি সামনে থাকা গাড়ির গতিবেগ শনাক্ত করে গাড়ির ব্রেকিং সিস্টেমকে একটি কমান্ড দেয় ৷ সেই কমান্ডেই ওই গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ হয় (AP youth invents automatic braking system) ৷

AP youth invents automatic braking system
দুর্ঘটনা কমাতে স্বয়ংক্রিয় ব্রেক আবিষ্কার যুবকের
author img

By

Published : Apr 30, 2022, 2:51 PM IST

কাঁকিনাড়া (অন্ধ্রপ্রদেশ), 30 এপ্রিল : রাস্তাঘাটে ক্রমশ বাড়ছে দুর্ঘটনা ৷ তা কমাতে অভিনব আবিষ্কার করলেন অন্ধ্রপ্রদেশের যুবক ৷ দুর্ঘটনা প্রতিরোধে গাড়ির গতি কমানো-বাড়ানোর জন্য একটি স্বয়ংক্রিয় ব্রেকিং সিস্টেম আবিষ্কারের জন্য পেটেন্টও পেয়েছেন তিনি (Automatic Braking System to detecting speed of Vehicle) ।

ওই যুবকের নাম লোকনাথ ৷ তিনি পঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ৷ কোভিডের কারণে গত দু' বছর ধরে অনলাইন ক্লাস চলছে । সেসময়েই তাঁর মাথায় আসে, কীভাবে পথ দুর্ঘটনা কমানো যায় । সাধারণত কিছু ক্ষেত্রে চালকদের অসাবধানতা ছাড়াও গাড়ির অতিরিক্ত গতির কারণেই বেশির ভাগ দুর্ঘটনা ঘটে ৷ তা প্রতিরোধ করতে একটি স্বয়ংক্রিয় ব্রেকিং সিস্টেম ডিজাইন করা শুরু করেন ওই যুবক । এই ব্রেকটি সামনে থাকা গাড়ির গতিবেগ শনাক্ত করে গাড়ির ব্রেকিং সিস্টেমকে একটি কমান্ড দেয় ৷ সেই কমান্ডেই ওই গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ হয় ৷

আরও পড়ুন : ‘দুয়ারে ড্রাইভিং লাইসেন্স’, দুর্ঘটনা কমাতে বিশেষ উদ্যোগ ঘাটাল মহকুমা প্রশাসনের

কলেজে সেরা প্রকল্প হিসাবে নির্বাচিত হয় লোকনাথের এই আবিষ্কার ৷ পারুল ইউনিভার্সিটি আয়োজিত 48 ঘণ্টার হ্যাকাথনেও অংশ নেন তিনি, সেখানে তৃতীয় স্থান অর্জন করেন । এরপরেই পেটেন্ট পেতে আবেদন করেন তিনি ।

কাঁকিনাড়া (অন্ধ্রপ্রদেশ), 30 এপ্রিল : রাস্তাঘাটে ক্রমশ বাড়ছে দুর্ঘটনা ৷ তা কমাতে অভিনব আবিষ্কার করলেন অন্ধ্রপ্রদেশের যুবক ৷ দুর্ঘটনা প্রতিরোধে গাড়ির গতি কমানো-বাড়ানোর জন্য একটি স্বয়ংক্রিয় ব্রেকিং সিস্টেম আবিষ্কারের জন্য পেটেন্টও পেয়েছেন তিনি (Automatic Braking System to detecting speed of Vehicle) ।

ওই যুবকের নাম লোকনাথ ৷ তিনি পঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ৷ কোভিডের কারণে গত দু' বছর ধরে অনলাইন ক্লাস চলছে । সেসময়েই তাঁর মাথায় আসে, কীভাবে পথ দুর্ঘটনা কমানো যায় । সাধারণত কিছু ক্ষেত্রে চালকদের অসাবধানতা ছাড়াও গাড়ির অতিরিক্ত গতির কারণেই বেশির ভাগ দুর্ঘটনা ঘটে ৷ তা প্রতিরোধ করতে একটি স্বয়ংক্রিয় ব্রেকিং সিস্টেম ডিজাইন করা শুরু করেন ওই যুবক । এই ব্রেকটি সামনে থাকা গাড়ির গতিবেগ শনাক্ত করে গাড়ির ব্রেকিং সিস্টেমকে একটি কমান্ড দেয় ৷ সেই কমান্ডেই ওই গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ হয় ৷

আরও পড়ুন : ‘দুয়ারে ড্রাইভিং লাইসেন্স’, দুর্ঘটনা কমাতে বিশেষ উদ্যোগ ঘাটাল মহকুমা প্রশাসনের

কলেজে সেরা প্রকল্প হিসাবে নির্বাচিত হয় লোকনাথের এই আবিষ্কার ৷ পারুল ইউনিভার্সিটি আয়োজিত 48 ঘণ্টার হ্যাকাথনেও অংশ নেন তিনি, সেখানে তৃতীয় স্থান অর্জন করেন । এরপরেই পেটেন্ট পেতে আবেদন করেন তিনি ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.