ETV Bharat / bharat

Ankita Bhandari Murder Case: ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট না পেলে শেষকৃত্যে না অঙ্কিতার পরিবারের

author img

By

Published : Sep 25, 2022, 10:41 AM IST

Updated : Sep 25, 2022, 11:02 AM IST

ক'দিন ধরে নিখোঁজ ছিলেন 19 বছরের অঙ্কিতা ভাণ্ডারী ৷ শনিবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ (Ankita Bhandari Murder Case) ৷ অভিযোগ উঠেছে তিনি যে রিসর্টে কর্মরত ছিলেন সেখানে তাঁকে দেহব্যবসার জন্য চাপ দেওয়া হচ্ছিল ৷ এদিকে তাঁর পরিবারের তরফে স্পষ্ট বলা হয়েছে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত অঙ্কিতা ভাণ্ডারীর শেষকৃত্য করতে রাজি হল না তাঁর পরিবার ৷

Ankita Bhandari murder case Family refuses to perform last rites demand post mortem report first
Ankita Bhandari murder case Family refuses to perform last rites demand post mortem report first

পাউরি (উত্তরাখণ্ড), 25 সেপ্টেম্বর: মেয়ে অঙ্কিতা ভাণ্ডারীর (Ankita Bhandari) শেষকৃত্য করতে রাজি হল না পরিবার (Family refuses to perform last rites) ৷ তাঁদের দাবি, যতক্ষণ না ময়নাতদন্তের রিপোর্ট আসছে ততক্ষণ তাঁরা শেষকৃত্য করবেন না (Demand post mortem report first) ৷ তবে প্রশাসন চেষ্টা করছে পরিবারকে রাজি করাতে যাতে তাঁরা নিয়ম মেনে শেষকৃত্য সম্পন্ন করেন ৷

অঙ্কিতার ভাই অজয় সিং ভাণ্ডারী বলেন, "আমরা যতক্ষণ না বোনের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাচ্ছি ততক্ষণ শেষকৃত্য করব না ৷ আমরা একটি প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট এর আগে পেয়েছি ৷ তাতে উল্লেখ ছিল, অঙ্কিতাকে মারধোর করা হয়েছিল এবং তারপর তাঁকে নদীতে ফেলে দেওয়া হয় ৷ কিন্তু আমরা চূড়ান্ত ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি ৷ তারপরই শেষকৃত্য হবে ৷" এদিকে এই ঘটনা ঘিরে গত কয়েকদিন ধরে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । একদিন আগেই ওই রিসোর্টটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । এছা়ড়া ওই রিসোর্টের মালিক এবং দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে । রিসোর্টের মালিক বিজেপি নেতা বিনোদ আর্যর ছেলে পুলকিত আর্যকে গ্রেফতার করেছে পুলিশ ।

আরও পড়ুন: ফাঁস অঙ্কিতার শেষ অডিয়ো কল, পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

এই ঘটনায় শনিবার সামনে আসে চাঞ্চল্যকর তথ্য ৷ অভিযোগ ওঠে, রিসর্টে দেহব্যবসার জন্য চাপ দেওয়া হচ্ছিল অঙ্কিতাকে, এই সম্পর্কিত একটি হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছে ৷ এক বন্ধুকে ওই চ্যাটে অঙ্কিতা বলেন, পুলকিত আর্য এবং অঙ্কিত গুপ্তা তাঁকে ভিআইপি অতিথি হিসেবে 'বিশেষ পরিষেবা' দিতে বাধ্য করছে । একইসঙ্গে ঘটনার রাতে রিসোর্টের রাঁধুনির সঙ্গেও কথা বলেন অঙ্কিতা ভাণ্ডারী (Ankita Bhandari latest News) । এটাই ছিল অঙ্কিতার শেষ কল ।

সামনে এসেছে ওই ফোন কলের অডিয়ো ক্লিপিংসও । রিসর্টের রাঁধুনি করণকে অঙ্কিতা কাঁদতে কাঁদতে তাঁর ব্যাগ নিয়ে নেমে আসতে বলেন । এরপর ফোনটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । করণ পুলিশকে জানিয়েছেন, তিনি ব্যাগ নিয়ে অঙ্কিতার উল্লেখিত জায়গায় গিয়েছিলেন, কিন্তু সেখানে কেউ ছিল না ।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে নিখোঁজ অঙ্কিতার দেহ উদ্ধার হতেই অভিযুক্তের বাবা-দাদাকে সাসপেন্ড করল বিজেপি

বছর ঊনিশের তরুণী অঙ্কিতার হত্যায় মূল অভিযুক্ত পুলকিত (Bjp leader son uttarakhand resort case ) ৷ তার বাবা বিনোদ আর্য উত্তরাখণ্ডে বিজেপির নেতা ও ওবিসি মোর্চার জাতীয় কর্মসমিতির সদস্য ৷ তাঁকে সাসপেন্ড করেছে বিজেপি ৷ একইসঙ্গে সাসপেন্ড করা হয়েছে বিনোদের আরেক ছেলে অঙ্কিতকেও ৷ তিনি আবার উত্তরাখণ্ডের বিজেপি সরকারের প্রতিমন্ত্রী ৷

উল্লেখ্য, অঙ্কিতা পাউরি জেলার শ্রীকোট গ্রামের বাসিন্দা (Ankita Bhandari alleged murder) ৷ 18 সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন অঙ্কিতা ৷ এরপর তরুণীর পরিবারের তরফে পুলিশে মিসিং ডায়েরি করা হয় । তারপরেই ধীরে ধীরে ঘটনাটি সামনে আসে ৷ শনিবার সকালে পুলিশ চিলা খাল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে ৷

পাউরি (উত্তরাখণ্ড), 25 সেপ্টেম্বর: মেয়ে অঙ্কিতা ভাণ্ডারীর (Ankita Bhandari) শেষকৃত্য করতে রাজি হল না পরিবার (Family refuses to perform last rites) ৷ তাঁদের দাবি, যতক্ষণ না ময়নাতদন্তের রিপোর্ট আসছে ততক্ষণ তাঁরা শেষকৃত্য করবেন না (Demand post mortem report first) ৷ তবে প্রশাসন চেষ্টা করছে পরিবারকে রাজি করাতে যাতে তাঁরা নিয়ম মেনে শেষকৃত্য সম্পন্ন করেন ৷

অঙ্কিতার ভাই অজয় সিং ভাণ্ডারী বলেন, "আমরা যতক্ষণ না বোনের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাচ্ছি ততক্ষণ শেষকৃত্য করব না ৷ আমরা একটি প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট এর আগে পেয়েছি ৷ তাতে উল্লেখ ছিল, অঙ্কিতাকে মারধোর করা হয়েছিল এবং তারপর তাঁকে নদীতে ফেলে দেওয়া হয় ৷ কিন্তু আমরা চূড়ান্ত ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি ৷ তারপরই শেষকৃত্য হবে ৷" এদিকে এই ঘটনা ঘিরে গত কয়েকদিন ধরে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । একদিন আগেই ওই রিসোর্টটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । এছা়ড়া ওই রিসোর্টের মালিক এবং দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে । রিসোর্টের মালিক বিজেপি নেতা বিনোদ আর্যর ছেলে পুলকিত আর্যকে গ্রেফতার করেছে পুলিশ ।

আরও পড়ুন: ফাঁস অঙ্কিতার শেষ অডিয়ো কল, পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

এই ঘটনায় শনিবার সামনে আসে চাঞ্চল্যকর তথ্য ৷ অভিযোগ ওঠে, রিসর্টে দেহব্যবসার জন্য চাপ দেওয়া হচ্ছিল অঙ্কিতাকে, এই সম্পর্কিত একটি হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছে ৷ এক বন্ধুকে ওই চ্যাটে অঙ্কিতা বলেন, পুলকিত আর্য এবং অঙ্কিত গুপ্তা তাঁকে ভিআইপি অতিথি হিসেবে 'বিশেষ পরিষেবা' দিতে বাধ্য করছে । একইসঙ্গে ঘটনার রাতে রিসোর্টের রাঁধুনির সঙ্গেও কথা বলেন অঙ্কিতা ভাণ্ডারী (Ankita Bhandari latest News) । এটাই ছিল অঙ্কিতার শেষ কল ।

সামনে এসেছে ওই ফোন কলের অডিয়ো ক্লিপিংসও । রিসর্টের রাঁধুনি করণকে অঙ্কিতা কাঁদতে কাঁদতে তাঁর ব্যাগ নিয়ে নেমে আসতে বলেন । এরপর ফোনটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । করণ পুলিশকে জানিয়েছেন, তিনি ব্যাগ নিয়ে অঙ্কিতার উল্লেখিত জায়গায় গিয়েছিলেন, কিন্তু সেখানে কেউ ছিল না ।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে নিখোঁজ অঙ্কিতার দেহ উদ্ধার হতেই অভিযুক্তের বাবা-দাদাকে সাসপেন্ড করল বিজেপি

বছর ঊনিশের তরুণী অঙ্কিতার হত্যায় মূল অভিযুক্ত পুলকিত (Bjp leader son uttarakhand resort case ) ৷ তার বাবা বিনোদ আর্য উত্তরাখণ্ডে বিজেপির নেতা ও ওবিসি মোর্চার জাতীয় কর্মসমিতির সদস্য ৷ তাঁকে সাসপেন্ড করেছে বিজেপি ৷ একইসঙ্গে সাসপেন্ড করা হয়েছে বিনোদের আরেক ছেলে অঙ্কিতকেও ৷ তিনি আবার উত্তরাখণ্ডের বিজেপি সরকারের প্রতিমন্ত্রী ৷

উল্লেখ্য, অঙ্কিতা পাউরি জেলার শ্রীকোট গ্রামের বাসিন্দা (Ankita Bhandari alleged murder) ৷ 18 সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন অঙ্কিতা ৷ এরপর তরুণীর পরিবারের তরফে পুলিশে মিসিং ডায়েরি করা হয় । তারপরেই ধীরে ধীরে ঘটনাটি সামনে আসে ৷ শনিবার সকালে পুলিশ চিলা খাল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে ৷

Last Updated : Sep 25, 2022, 11:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.