ETV Bharat / bharat

Double Murder for Revenge: ছেলের খুনের প্রতিশোধ নিতে দু’জনকে হত্যায় অভিযুক্ত অন্ধ্রের মহিলা

এক মহিলার বিরুদ্ধে তাঁর দুই পুরনো সঙ্গীকে খুন করার অভিযোগ উঠেছে ৷ দেড় বছরের ব্যবধানে তিনি এই খুন করেছেন বলে অভিযোগ ৷ ছেলের খুনের প্রতিশোধ নিতেই এই খুন করেছেন বলে অভিযোগ ৷

Double Murder for Revenge
Double Murder for Revenge
author img

By

Published : Jun 22, 2023, 1:03 PM IST

নরসরওপেটা (অন্ধ্রপ্রদেশ), 22 জুন: এক মহিলা ও তাঁর সঙ্গে থাকা আরও তিনজন বুধবার সকালে হাজির হন পুলিশের কাছে ৷ তাঁরা দাবি করেন যে এক ব্যক্তিকে তাঁরা কুপিয়ে খুন করেছেন ৷ তার পর মৃতদেহ জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেন ৷ সেই চেষ্টায় ব্যর্থ হয়ে আধপোড়া দেহটিকে মাটির নিচে পুঁতে দিয়েছেন ৷

ঘটনাস্থল অন্ধ্রপ্রদেশের নরসরওপেটা থানা ৷ মহিলার দাবি শুনে প্রথমে হতচকিত হয়ে যান পুলিশ কর্মীরা ৷ তার পর দেহ উদ্ধার হওয়ার পর ওই মহিলার দাবিতে বিশ্বাস হয় পুলিশের ৷ তখন মহিলা-সহ বাকি তিনজনকে আটক করা হয় ৷ এর পর পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে ওই মহিলাকে ৷ আর সেই জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ৷

পুলিশ জানিয়েছে, ওই মহিলার নাম জানবি ৷ তাঁর স্বামীর নাম সাব্বির ৷ 15 বছর আগে সাব্বির মারা যান ৷ তার পর দুই ছেলেকে নিয়ে অন্ধ্রপ্রদেশের পালান্ডু জেলার নরসরওপেটা এলাকায় তিনি থাকতেন ৷ শ্রমিকের কাজ করেই তাঁর দিন চলত ৷ সেই সময় তিনি কাশিম ও শেখ বাজি নামে দু’জনের সংস্পর্শে আসেন ৷ কাসিম এলাকার বাসিন্দা ৷ আর বাজি দুষ্কৃতী হিসেবে পরিচিত ৷

দু’জনের সঙ্গেই জানবির ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ৷ তাঁর বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল দু’জনের ৷ কিন্তু এই সম্পর্ক নিয়ে আপত্তি ছিল জানবির বড় ছেলের ৷ তাই বাড়িতে এই নিয়ে একাধিকবার ঝামেলাও হয় ৷ তাঁদের বাড়িতে না আসার জন্য কাশিম ও বাজিকে নিষেধও করেন জানবির বড় ছেলে ৷ এর জেরে 2021 সালের অগস্টে জানবির বড় ছেলেকে কাশিম ও বাজি খুন করে বলে অভিযোগ ওঠে ৷ সেই ঘটনায় আরও তিনজনের সাহায্য নিয়েছিল ওই দু’জন ৷

আরও পড়ুন: মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছে পুলিশ, ভিডিয়ো করে ট্রেনের সামনে ঝাঁপ দলিত যুবকের

পুলিশকে জানবি জানিয়েছে, ছেলের মৃতদেহের সামনে বসেই তিনি ছেলের হত্যাকারীদের শাস্তি দেওয়ার শপথ নিয়েছিলেন ৷ সেই মতো ওই বছর ডিসেম্বরে তিনি খুন করেন কাশিমকে ৷ একটি সিনেমা হলের মধ্যে কাশিমকে খুন করা হয় ৷ তখন সে মত্ত অবস্থায় ছিল ৷ এই ঘটনায় ছোট ছেলে ও ভাই হাসান জানবিকে সাহায্য করেছিল ৷

ওই ঘটনার পর পুলিশ জানবিকে গ্রেফতার করে ৷ পরে তিনি জামিন পেয়ে যান ৷ জেলের বাইরে এসেই আবার তিনি প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করতে থাকেন বলে পুলিশকে জানবি জানিয়েছেন ৷ পুলিশকে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, তিনটি খুনের মামলায় অভিযুক্ত বাজি দেড় বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে ৷ সে জানবির প্রতিশোধের বিষয়ে কিছুই জানত না ৷ তাই সম্প্রতি জানবি যখন তাঁর সঙ্গে আবার যোগাযোগ করে ৷ আর পুরনো সম্পর্ক নতুন করে শুরু করার প্রস্তাব দেন, তখন সে রাজি হয় ৷

গত মঙ্গলবার ছোট ছেলের জন্মদিন উপলক্ষ্যে আমন্ত্রণ করা হয় বাজিকে ৷ বাজি এলে তাঁকে কাছেই একটি পাহাড়ে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে জানবি ও বাজি ছাড়া ছিলেন জানবির ছোট ছেলে এবং তাঁর দুই বন্ধু গোপালকৃষ্ণ ও হরিশ ৷ সেখানে তাঁরা প্রথমে মদ্যপান করেন ৷ তার পর মত্ত অবস্থায় বাজিকে কুপিয়ে খুন করেন ৷ শেষে দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু তা সম্ভব না হওয়ায় আধপোড়া দেহ মাটিতে পুঁতে দেওয়া হয় ৷

তার পর বুধবার পুলিশের কাছে তাঁরা আত্মসমর্পণ করেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ জানবির দাবির সত্যতা যাচাই করে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন: বিকানেরে কোচিং যাওয়ার পথে গণধর্ষণের পর খুন দলিত তরুণী, অভিযুক্ত 2 পুলিশকর্মী

নরসরওপেটা (অন্ধ্রপ্রদেশ), 22 জুন: এক মহিলা ও তাঁর সঙ্গে থাকা আরও তিনজন বুধবার সকালে হাজির হন পুলিশের কাছে ৷ তাঁরা দাবি করেন যে এক ব্যক্তিকে তাঁরা কুপিয়ে খুন করেছেন ৷ তার পর মৃতদেহ জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেন ৷ সেই চেষ্টায় ব্যর্থ হয়ে আধপোড়া দেহটিকে মাটির নিচে পুঁতে দিয়েছেন ৷

ঘটনাস্থল অন্ধ্রপ্রদেশের নরসরওপেটা থানা ৷ মহিলার দাবি শুনে প্রথমে হতচকিত হয়ে যান পুলিশ কর্মীরা ৷ তার পর দেহ উদ্ধার হওয়ার পর ওই মহিলার দাবিতে বিশ্বাস হয় পুলিশের ৷ তখন মহিলা-সহ বাকি তিনজনকে আটক করা হয় ৷ এর পর পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে ওই মহিলাকে ৷ আর সেই জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ৷

পুলিশ জানিয়েছে, ওই মহিলার নাম জানবি ৷ তাঁর স্বামীর নাম সাব্বির ৷ 15 বছর আগে সাব্বির মারা যান ৷ তার পর দুই ছেলেকে নিয়ে অন্ধ্রপ্রদেশের পালান্ডু জেলার নরসরওপেটা এলাকায় তিনি থাকতেন ৷ শ্রমিকের কাজ করেই তাঁর দিন চলত ৷ সেই সময় তিনি কাশিম ও শেখ বাজি নামে দু’জনের সংস্পর্শে আসেন ৷ কাসিম এলাকার বাসিন্দা ৷ আর বাজি দুষ্কৃতী হিসেবে পরিচিত ৷

দু’জনের সঙ্গেই জানবির ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ৷ তাঁর বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল দু’জনের ৷ কিন্তু এই সম্পর্ক নিয়ে আপত্তি ছিল জানবির বড় ছেলের ৷ তাই বাড়িতে এই নিয়ে একাধিকবার ঝামেলাও হয় ৷ তাঁদের বাড়িতে না আসার জন্য কাশিম ও বাজিকে নিষেধও করেন জানবির বড় ছেলে ৷ এর জেরে 2021 সালের অগস্টে জানবির বড় ছেলেকে কাশিম ও বাজি খুন করে বলে অভিযোগ ওঠে ৷ সেই ঘটনায় আরও তিনজনের সাহায্য নিয়েছিল ওই দু’জন ৷

আরও পড়ুন: মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছে পুলিশ, ভিডিয়ো করে ট্রেনের সামনে ঝাঁপ দলিত যুবকের

পুলিশকে জানবি জানিয়েছে, ছেলের মৃতদেহের সামনে বসেই তিনি ছেলের হত্যাকারীদের শাস্তি দেওয়ার শপথ নিয়েছিলেন ৷ সেই মতো ওই বছর ডিসেম্বরে তিনি খুন করেন কাশিমকে ৷ একটি সিনেমা হলের মধ্যে কাশিমকে খুন করা হয় ৷ তখন সে মত্ত অবস্থায় ছিল ৷ এই ঘটনায় ছোট ছেলে ও ভাই হাসান জানবিকে সাহায্য করেছিল ৷

ওই ঘটনার পর পুলিশ জানবিকে গ্রেফতার করে ৷ পরে তিনি জামিন পেয়ে যান ৷ জেলের বাইরে এসেই আবার তিনি প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করতে থাকেন বলে পুলিশকে জানবি জানিয়েছেন ৷ পুলিশকে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, তিনটি খুনের মামলায় অভিযুক্ত বাজি দেড় বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে ৷ সে জানবির প্রতিশোধের বিষয়ে কিছুই জানত না ৷ তাই সম্প্রতি জানবি যখন তাঁর সঙ্গে আবার যোগাযোগ করে ৷ আর পুরনো সম্পর্ক নতুন করে শুরু করার প্রস্তাব দেন, তখন সে রাজি হয় ৷

গত মঙ্গলবার ছোট ছেলের জন্মদিন উপলক্ষ্যে আমন্ত্রণ করা হয় বাজিকে ৷ বাজি এলে তাঁকে কাছেই একটি পাহাড়ে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে জানবি ও বাজি ছাড়া ছিলেন জানবির ছোট ছেলে এবং তাঁর দুই বন্ধু গোপালকৃষ্ণ ও হরিশ ৷ সেখানে তাঁরা প্রথমে মদ্যপান করেন ৷ তার পর মত্ত অবস্থায় বাজিকে কুপিয়ে খুন করেন ৷ শেষে দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু তা সম্ভব না হওয়ায় আধপোড়া দেহ মাটিতে পুঁতে দেওয়া হয় ৷

তার পর বুধবার পুলিশের কাছে তাঁরা আত্মসমর্পণ করেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ জানবির দাবির সত্যতা যাচাই করে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন: বিকানেরে কোচিং যাওয়ার পথে গণধর্ষণের পর খুন দলিত তরুণী, অভিযুক্ত 2 পুলিশকর্মী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.