ETV Bharat / bharat

যশের প্রস্তুতি পর্যালোচনায় আজ মমতা-শাহ বৈঠক - যশ ঘূর্ণিঝড় নিয়ে মমতার সঙ্গে বৈঠকে অমিত শাহ

গতকাল যশ নিয়ে কেন্দ্রের সিনিয়র আধিকারিকদের সঙ্গে একদফা বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

যশ মোকাবিলায় আজ মমতা-শাহ বৈঠক
যশ মোকাবিলায় আজ মমতা-শাহ বৈঠক
author img

By

Published : May 24, 2021, 11:06 AM IST

নয়াদিল্লি, 24 মে : চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় যশ ৷ বাংলা, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ উপকূলের উপরে দাপট দেখাবে এই ঘূর্ণিঝড় ৷ তার আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ওড়িশা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপালের সঙ্গে আজই বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ যশ মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনা করতে এই বৈঠক ৷

গতকাল যশ নিয়ে কেন্দ্রের সিনিয়র আধিকারিকদের সঙ্গে একদফা বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ ৷ ছিলেন জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কমিটির আধিকারিকরা ৷ এছাড়া টেলিকম, বিদ্যুৎ, অসামরিক বিমান বিভাগের সচিব এবং ভূবিজ্ঞানীদের সঙ্গেও প্রস্তুতি পর্যালোচনা করেন মোদি ৷

আরও পড়ুন : যশ মোকাবিলায় আজ বিশেষ বৈঠক লালবাজারে

ঝড় পরবর্তী বিপর্যয় মোকাবিলায় ইতিমধ্যেই গোটা দেশে 950 জন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের ছড়িয়ে দেওয়া হয়েছে ৷ যারা শুধু এয়ারলিফটিংয়ের কাজে মোতায়েন থাকবেন ৷ এর জন্য 26টি হেলিকপ্টার স্ট্যান্ডবাই রাখা হয়েছে ৷

রবিবার থেকেই ফুঁসছে আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরের আশপাশের এলাকা । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, বুধবার সন্ধে নাগাদ পারাদ্বীপ এবং সাগর দ্বীপের মাঝে কোনও এলাকায় আছড়ে পড়বে যশ । মৌসম ভবনের সাম্প্রতিক খবর, ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপটি, আগামী 24 ঘণ্টায় যেটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ৷

নয়াদিল্লি, 24 মে : চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় যশ ৷ বাংলা, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ উপকূলের উপরে দাপট দেখাবে এই ঘূর্ণিঝড় ৷ তার আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ওড়িশা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপালের সঙ্গে আজই বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ যশ মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনা করতে এই বৈঠক ৷

গতকাল যশ নিয়ে কেন্দ্রের সিনিয়র আধিকারিকদের সঙ্গে একদফা বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ ৷ ছিলেন জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কমিটির আধিকারিকরা ৷ এছাড়া টেলিকম, বিদ্যুৎ, অসামরিক বিমান বিভাগের সচিব এবং ভূবিজ্ঞানীদের সঙ্গেও প্রস্তুতি পর্যালোচনা করেন মোদি ৷

আরও পড়ুন : যশ মোকাবিলায় আজ বিশেষ বৈঠক লালবাজারে

ঝড় পরবর্তী বিপর্যয় মোকাবিলায় ইতিমধ্যেই গোটা দেশে 950 জন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের ছড়িয়ে দেওয়া হয়েছে ৷ যারা শুধু এয়ারলিফটিংয়ের কাজে মোতায়েন থাকবেন ৷ এর জন্য 26টি হেলিকপ্টার স্ট্যান্ডবাই রাখা হয়েছে ৷

রবিবার থেকেই ফুঁসছে আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরের আশপাশের এলাকা । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, বুধবার সন্ধে নাগাদ পারাদ্বীপ এবং সাগর দ্বীপের মাঝে কোনও এলাকায় আছড়ে পড়বে যশ । মৌসম ভবনের সাম্প্রতিক খবর, ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপটি, আগামী 24 ঘণ্টায় যেটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.