ETV Bharat / bharat

Assembly Election 2022 Results: চার রাজ্যের জয়ে প্রধানমন্ত্রীর কল্যাণমূলক কর্মসূচিকে কৃতিত্ব দিলেন শাহ

চার রাজ্যে বিজেপির এই বিশাল জয়কে প্রধানমন্ত্রীর দরিদ্র ও কৃষকদের জন্য কল্যাণমূলক কর্মসূচির ফল হিসাবে ব্যাখ্যা করলেন অমিত শাহ (Amit Shah Thanks People For Landslide Victory in Four State Assembly Elections) ৷ পাশাপাশি বিজেপির ওপর আস্থা রাখার জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷

Amit Shah
Amit Shah
author img

By

Published : Mar 10, 2022, 8:51 PM IST

নয়াদিল্লি, 10 মার্চ : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়কে গ্রাম, দরিদ্র এবং কৃষকদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কল্যাণমূলক কর্মসূচিতে জনগণের বিশ্বাসের ফল হিসাবে ব্যাখ্যা করলেন (Amit Shah Thanks People For Landslide Victory in Four State Assembly Elections) । জনগণকে বিজেপির ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদও জানান তিনি ৷ শাহ বলেন, "উত্তরপ্রদেশের জনগণ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সুশাসন এবং ভয় ও দুর্নীতিমুক্ত প্রশাসনের উপর ভরসা ব্যক্ত করেছেন ৷ তার জন্য আমি কৃতজ্ঞ ৷"

আরও পড়ুন : মোদি-যোগীর উপর আস্থা রেখে উত্তর দিল উত্তরপ্রদেশ

বৃহস্পতিবার উত্তরপ্রদেশ ও পাঞ্জাব-সহ চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয় ৷ উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়াতে সরকার গড়তে চলেছে বিজেপি। শুধু আম আদমি পার্টি পাঞ্জাবে প্রথম সরকার গঠন করতে চলেছে । "উত্তরপ্রদেশে বিজেপির বিশাল বিজয় হল গ্রাম, দরিদ্র এবং কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর কল্যাণমূলক কর্মসূচিতে জনগণের অটুট বিশ্বাসের জয়," শাহ হিন্দিতে একটি টুইটে বলেন ।

আরও পড়ুন : বিজেপি বিরোধী লড়াইয়ে গোয়ায় শূন্য পেল তৃণমূল

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে, "2014 এবং 2019 সালের লোকসভা নির্বাচনে এবং 2017 সালের বিধানসভা নির্বাচনে এবং 2022 সালে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে বিজেপির ওপর এত বিশ্বাস দেখানোর জন্য উত্তরপ্রদেশের জনগণকে অভিবাদন জানাই । মানুষ যোগীজির ভয় এবং দুর্নীতিমুক্ত সুশাসনের উপর তাদের স্ট্যাম্প লাগিয়েছে । আমি এই বিশাল বিজয়ের জন্য উত্তরপ্রদেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি । দলের ভাবধারাকে তৃণমূল স্তরে নিয়ে যাওয়ার জন্য পার্টির কর্মীদের এবং রাজ্য বিজেপি নেতৃত্বকে অভিনন্দন । বিজেপি উত্তরপ্রদেশের জনগণের প্রত্যাশা ও আকাঙ্খা পূরণ করতে দৃঢ়প্রতিজ্ঞ ৷"

আরও পড়ুন : একসময় বিচারক সিধুকে হাসাতে কসরৎ করতেন ভগবন্ত, আজ শেষ হাসি হাসলেন তিনিই

বিজেপি-কে আবার সেবা করার সুযোগ দেওয়ার জন্য শাহ উত্তরাখণ্ডের জনগণকেও ধন্যবাদ জানিয়েছেন । "দেবভূমি প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজ এবং জনকল্যাণমূলক নীতির প্রতি অটল বিশ্বাস প্রকাশ করেছে ৷"

অন্য একটি টুইটে, শাহ বিজেপি-তে আস্থা ফেরানোর জন্য গোয়া ও মণিপুরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ।

নয়াদিল্লি, 10 মার্চ : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়কে গ্রাম, দরিদ্র এবং কৃষকদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কল্যাণমূলক কর্মসূচিতে জনগণের বিশ্বাসের ফল হিসাবে ব্যাখ্যা করলেন (Amit Shah Thanks People For Landslide Victory in Four State Assembly Elections) । জনগণকে বিজেপির ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদও জানান তিনি ৷ শাহ বলেন, "উত্তরপ্রদেশের জনগণ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সুশাসন এবং ভয় ও দুর্নীতিমুক্ত প্রশাসনের উপর ভরসা ব্যক্ত করেছেন ৷ তার জন্য আমি কৃতজ্ঞ ৷"

আরও পড়ুন : মোদি-যোগীর উপর আস্থা রেখে উত্তর দিল উত্তরপ্রদেশ

বৃহস্পতিবার উত্তরপ্রদেশ ও পাঞ্জাব-সহ চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয় ৷ উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়াতে সরকার গড়তে চলেছে বিজেপি। শুধু আম আদমি পার্টি পাঞ্জাবে প্রথম সরকার গঠন করতে চলেছে । "উত্তরপ্রদেশে বিজেপির বিশাল বিজয় হল গ্রাম, দরিদ্র এবং কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর কল্যাণমূলক কর্মসূচিতে জনগণের অটুট বিশ্বাসের জয়," শাহ হিন্দিতে একটি টুইটে বলেন ।

আরও পড়ুন : বিজেপি বিরোধী লড়াইয়ে গোয়ায় শূন্য পেল তৃণমূল

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে, "2014 এবং 2019 সালের লোকসভা নির্বাচনে এবং 2017 সালের বিধানসভা নির্বাচনে এবং 2022 সালে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে বিজেপির ওপর এত বিশ্বাস দেখানোর জন্য উত্তরপ্রদেশের জনগণকে অভিবাদন জানাই । মানুষ যোগীজির ভয় এবং দুর্নীতিমুক্ত সুশাসনের উপর তাদের স্ট্যাম্প লাগিয়েছে । আমি এই বিশাল বিজয়ের জন্য উত্তরপ্রদেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি । দলের ভাবধারাকে তৃণমূল স্তরে নিয়ে যাওয়ার জন্য পার্টির কর্মীদের এবং রাজ্য বিজেপি নেতৃত্বকে অভিনন্দন । বিজেপি উত্তরপ্রদেশের জনগণের প্রত্যাশা ও আকাঙ্খা পূরণ করতে দৃঢ়প্রতিজ্ঞ ৷"

আরও পড়ুন : একসময় বিচারক সিধুকে হাসাতে কসরৎ করতেন ভগবন্ত, আজ শেষ হাসি হাসলেন তিনিই

বিজেপি-কে আবার সেবা করার সুযোগ দেওয়ার জন্য শাহ উত্তরাখণ্ডের জনগণকেও ধন্যবাদ জানিয়েছেন । "দেবভূমি প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজ এবং জনকল্যাণমূলক নীতির প্রতি অটল বিশ্বাস প্রকাশ করেছে ৷"

অন্য একটি টুইটে, শাহ বিজেপি-তে আস্থা ফেরানোর জন্য গোয়া ও মণিপুরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.