ETV Bharat / sports

কলিঙ্গভূমে কঠিন লড়াই ! মনবীরের দুরন্ত হেডে সমতায় ফিরল মোহনবাগান - MOHUN BAGAN SUPER GIANT

ওড়িশা এফসি’র সামনে সবুজ-মেরুন ৷ জয়ের ধারা বজায় রাখতে পারবে বাগান ? গ্রেগ স্টুয়ার্টের না থাকায় এদিন শুরু করেছেন পেত্রাতোস ৷

Mohun Bagan vs Odisha FC
ওড়িশার বিরুদ্ধে শুরুতেই পিছিয়ে মোহনবাগান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 10, 2024, 8:00 PM IST

Updated : Nov 10, 2024, 8:11 PM IST

ভুবনেশ্বর, 10 নভেম্বর: ইতিমধ্যেই জয়ের হ্যাটট্রিক সেরে ফেলেছে মোহনবাগান (Mohun Bagan Super Giant) । দলের মধ্যে জয়ের অভ্যাস গড়ে ওঠার পাশাপাশি রক্ষণ গোল হজম করেনি ৷ এটাও স্বস্তি দিচ্ছে কোচ হোসে মোলিনাকে । তবে ওড়িশা ম্যাচের শুরুতেই নড়ে গেল বাগান রক্ষণ ৷ শর্ট ফ্রি-কিকে গোল করে দলকে এগিয়ে দিয়েছেন হুগো বুমোস ৷ আধঘণ্টা পর দলকে সমতায় ফিরিয়েছেন মনবীর সিং ৷

আশিস রাই ও বিশাল কাইথের ভুল বোঝাবুঝিতে শুরুতেই ধাক্কা খেয়েছিল বাগান ৷ কঠিন ম্যাচে প্রাক্তনীর করা গোলে শুরুতেই পিছিয়ে পড়েছিল সবুজ-মেরুন (Mohun Bagan vs Odisha FC) ৷ বারবার আক্রমণে আসছেন হুগো বুমোস, রয় কৃষ্ণা, রহিম আলিরা ৷ প্রাথমিক ধাক্কা কাটিয়ে ফের ছন্দে ফিরেছে গঙ্গাপাড়ের ক্লাব ৷ বাগানের চিন্তা গ্রেগ স্টুয়ার্টের না-থাকা ৷ ফলে এদিন তাঁর বদলে শুরু করেছেন দিমিত্রি পেত্রাতোস ৷

জয়ের সরণিতে মোহনবাগান সুপার জায়ান্ট । ছন্দে ফিরেছে দল । প্রতিপক্ষের ওপর স্টিম রোলার চালাচ্ছে প্রতিটি ম্যাচে । হায়দরাবাদ উড়িয়ে জয়ের হ্যাটট্রিক সেরেছে গঙ্গাপাড়ের ক্লাব ৷ এবার ওড়িশা এফসি’র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে হোসে মোলিনার ছেলেরা ৷ কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচ জিতে শীর্ষস্থান দখল করাই পাখির চোখ মেরিনার্সদের ৷

ইতিমধ্যেই জয়ের হ্যাটট্রিক সেরে ফেলেছে মোহনবাগান । দলের মধ্যে জয়ের অভ্যাস গড়ে ওঠার পাশাপাশি রক্ষণ গোল হজম করেনি ৷ এটাও স্বস্তি দিচ্ছে কোচ হোসে মোলিনাকে । তবে রাশ আলগা করতে নারাজ তিনি । প্র্যাকটিসে ফিজিক্যাল কন্ডিশনিংয়ের পাশাপাশি সিচ্যুয়েশন প্র্যাকটিস, সেটপিস এবং দু’দলে ভাগ করে খেলা, সবই চলছে । পুরো দল ছন্দে রয়েছে । এই অবস্থায় ওড়িশা এফসিকে হারানোই পাখির চোখ সবুজ-মেরুনের ।

আরও পড়ুন

ভুবনেশ্বর, 10 নভেম্বর: ইতিমধ্যেই জয়ের হ্যাটট্রিক সেরে ফেলেছে মোহনবাগান (Mohun Bagan Super Giant) । দলের মধ্যে জয়ের অভ্যাস গড়ে ওঠার পাশাপাশি রক্ষণ গোল হজম করেনি ৷ এটাও স্বস্তি দিচ্ছে কোচ হোসে মোলিনাকে । তবে ওড়িশা ম্যাচের শুরুতেই নড়ে গেল বাগান রক্ষণ ৷ শর্ট ফ্রি-কিকে গোল করে দলকে এগিয়ে দিয়েছেন হুগো বুমোস ৷ আধঘণ্টা পর দলকে সমতায় ফিরিয়েছেন মনবীর সিং ৷

আশিস রাই ও বিশাল কাইথের ভুল বোঝাবুঝিতে শুরুতেই ধাক্কা খেয়েছিল বাগান ৷ কঠিন ম্যাচে প্রাক্তনীর করা গোলে শুরুতেই পিছিয়ে পড়েছিল সবুজ-মেরুন (Mohun Bagan vs Odisha FC) ৷ বারবার আক্রমণে আসছেন হুগো বুমোস, রয় কৃষ্ণা, রহিম আলিরা ৷ প্রাথমিক ধাক্কা কাটিয়ে ফের ছন্দে ফিরেছে গঙ্গাপাড়ের ক্লাব ৷ বাগানের চিন্তা গ্রেগ স্টুয়ার্টের না-থাকা ৷ ফলে এদিন তাঁর বদলে শুরু করেছেন দিমিত্রি পেত্রাতোস ৷

জয়ের সরণিতে মোহনবাগান সুপার জায়ান্ট । ছন্দে ফিরেছে দল । প্রতিপক্ষের ওপর স্টিম রোলার চালাচ্ছে প্রতিটি ম্যাচে । হায়দরাবাদ উড়িয়ে জয়ের হ্যাটট্রিক সেরেছে গঙ্গাপাড়ের ক্লাব ৷ এবার ওড়িশা এফসি’র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে হোসে মোলিনার ছেলেরা ৷ কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচ জিতে শীর্ষস্থান দখল করাই পাখির চোখ মেরিনার্সদের ৷

ইতিমধ্যেই জয়ের হ্যাটট্রিক সেরে ফেলেছে মোহনবাগান । দলের মধ্যে জয়ের অভ্যাস গড়ে ওঠার পাশাপাশি রক্ষণ গোল হজম করেনি ৷ এটাও স্বস্তি দিচ্ছে কোচ হোসে মোলিনাকে । তবে রাশ আলগা করতে নারাজ তিনি । প্র্যাকটিসে ফিজিক্যাল কন্ডিশনিংয়ের পাশাপাশি সিচ্যুয়েশন প্র্যাকটিস, সেটপিস এবং দু’দলে ভাগ করে খেলা, সবই চলছে । পুরো দল ছন্দে রয়েছে । এই অবস্থায় ওড়িশা এফসিকে হারানোই পাখির চোখ সবুজ-মেরুনের ।

আরও পড়ুন

Last Updated : Nov 10, 2024, 8:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.