ETV Bharat / bharat

Amit Shah praises Yogi Adityanath : ভোটমুখী উত্তরপ্রদেশে যোগীর প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ - উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন 2022

ভোটমুখী উত্তরপ্রদেশে বিজেপির ‘জন বিশ্বাস যাত্রা’ কর্মসূচিতে যোগ দিলেন অমিত শাহ ৷ অনুষ্ঠান মঞ্চ থেকে যোগী আদিত্যনাথ ও তাঁর সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি (Amit Shah praises Yogi Adityanath government in Uttar Pradesh) ৷ অখিলেশ যাদব ও তাঁর দলকে আক্রমণ করে এদিন অমিত বলেন, ‘‘রাজ্যে যখন সমাজবাদী পার্টির শাসন ছিল, তখন আমাদের মেয়ে আর বোনদের বাহুবলীরা হেনস্থা করত ৷ তারাই গোটা এলাকার দখল নিয়েছিল ৷ কিন্তু, যোগী আদিত্যনাথের আমলে সেই বাহুবলীদের আর দেখা যায় না ৷ শুধুমাত্র বজরংবলীদের দেখা মেলে ৷’’

amit shah praises yogi adityanath government in uttar pradesh
Amit Shah praises Yogi Adityanath : ভোটমুখী উত্তরপ্রদেশে যোগীর প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ
author img

By

Published : Dec 30, 2021, 10:25 PM IST

আলিগড় (উত্তরপ্রদেশ), 30 ডিসেম্বর : ভোটমুখী উত্তরপ্রদেশে গিয়ে আবারও একবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও তাঁর সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah praises Yogi Adityanath government in Uttar Pradesh) ৷ তিনি বলেন, যোগী সরকারের আমলে উত্তরপ্রদেশে ‘বাহুবলী’দের (গুন্ডাদের) দেখা মেলে না ৷ বদলে দেখা যায় শুধুমাত্র ‘বজরংবলী’দের ৷

আরও পড়ুন : UP Assembly Election 2022 : অখিলেশের সমর্থনে জানুয়ারিতেই যোগী-ভূমে তৃণমূল সুপ্রিমো ?

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের আলিগড়ে আয়োজিত বিজেপির ‘জন বিশ্বাস যাত্রা’য় (Jan Vishwas Yatra) অংশগ্রহণ করেন অমিত শাহ ৷ সেখানেই উত্তরপ্রদেশের পূর্বতন সরকারগুলির সমালোচনায় সরব হন তিনি ৷ নিশানা করেন সমাজবাদী পার্টিকে ৷ শাহ বলেন, ‘‘রাজ্যে যখন সমাজবাদী পার্টির শাসন ছিল, তখন আমাদের মেয়ে আর বোনদের বাহুবলীরা হেনস্থা করত ৷ তারাই গোটা এলাকার দখল নিয়েছিল ৷ কিন্তু, যোগী আদিত্যনাথের আমলে সেই বাহুবলীদের আর দেখা যায় না ৷ শুধুমাত্র বজরংবলীদের দেখা মেলে ৷’’

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং ওরফে ‘বাবুজি’রও প্রশংসা করেন শাহ ৷ উল্লেখ্য, 1992 সালে কল্যাণ সিং যখন এই রাজ্যের মসনদে বসেছিলেন, ঠিক সেই সময়েই বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল ৷ অমিত শাহ কার্যত সেই প্রসঙ্গ টেনেই বলেন, ‘‘রাম জন্মভূমির জন্য নিজের পদ বিসর্জন দিয়েছিলেন বাবুজি ৷’’ এরপরই সরাসরি অখিলেশ যাদবকে আক্রমণ করেন অমিত শাহ ৷ তিনি বলেন, ‘‘নির্বাচন যত এগিয়ে আসছে, ততই আর কল্যাণ সিংকে স্মরণ করার কথা ভাবছেন না অখিলেশ যাদব ৷ বদলে তিনি জিন্নার কথা বলছেন ৷ আপনারা কি এমন কাউকে ভোট দেবেন, যিনি জিন্নার প্রশংসা করেন ?’’ প্রসঙ্গত, গত 31 অক্টোবর হরদইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে মহাত্মা গান্ধি, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল এবং মহম্মদ আলি জিন্নাকে কার্যত এক পংক্তিতে বসিয়ে দেন অখিলেশ যাদব ৷ যা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে সমালোচনা শুরু হয়েছে ৷

এদিনের অনুষ্ঠানমঞ্চ থেকে অখিলেশ যাদব ও তাঁর দলকে লাগাতার আক্রমণ করেন অমিত শাহ ৷ তিনি বলেন, ‘‘রাম জন্মভূমির জন্য আদবানিজি (বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি) যখন রথযাত্রা বের করেছিলেন, তখন সমাজবাদী পার্টি করবসেবকদের লক্ষ্য করে গুলি ছুড়েছিল, তাঁদের উপর লাঠিচার্জ করা হয়েছিল ৷ কিন্তু আমাদের প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) হলেন সেই মানুষ, যিনি রামমন্দিরের ভূমিপুজো করেছেন ৷’’

আরও পড়ুন : Amit Shah : চব্বিশে মোদিকে প্রধানমন্ত্রী করতে হলে বাইশে যোগীকে জেতান, উত্তরপ্রদেশে বার্তা শাহের

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট (UP Assembly Election 2022) অনুষ্ঠিত হবে ৷ ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষিত না হলেও তার প্রচার কার্যত শুরু হয়ে গিয়েছে ৷ বিজেপিকে হারাতে কোমর বেঁধেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ৷ পাল্টা তাঁকে নিশানা করে রাজনৈতিক আক্রমণ শুরু করেছে বিজেপিও ৷ এদিনের কর্মসূচিও তার ব্যতিক্রম ছিল না ৷

আলিগড় (উত্তরপ্রদেশ), 30 ডিসেম্বর : ভোটমুখী উত্তরপ্রদেশে গিয়ে আবারও একবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও তাঁর সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah praises Yogi Adityanath government in Uttar Pradesh) ৷ তিনি বলেন, যোগী সরকারের আমলে উত্তরপ্রদেশে ‘বাহুবলী’দের (গুন্ডাদের) দেখা মেলে না ৷ বদলে দেখা যায় শুধুমাত্র ‘বজরংবলী’দের ৷

আরও পড়ুন : UP Assembly Election 2022 : অখিলেশের সমর্থনে জানুয়ারিতেই যোগী-ভূমে তৃণমূল সুপ্রিমো ?

বৃহস্পতিবার উত্তরপ্রদেশের আলিগড়ে আয়োজিত বিজেপির ‘জন বিশ্বাস যাত্রা’য় (Jan Vishwas Yatra) অংশগ্রহণ করেন অমিত শাহ ৷ সেখানেই উত্তরপ্রদেশের পূর্বতন সরকারগুলির সমালোচনায় সরব হন তিনি ৷ নিশানা করেন সমাজবাদী পার্টিকে ৷ শাহ বলেন, ‘‘রাজ্যে যখন সমাজবাদী পার্টির শাসন ছিল, তখন আমাদের মেয়ে আর বোনদের বাহুবলীরা হেনস্থা করত ৷ তারাই গোটা এলাকার দখল নিয়েছিল ৷ কিন্তু, যোগী আদিত্যনাথের আমলে সেই বাহুবলীদের আর দেখা যায় না ৷ শুধুমাত্র বজরংবলীদের দেখা মেলে ৷’’

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং ওরফে ‘বাবুজি’রও প্রশংসা করেন শাহ ৷ উল্লেখ্য, 1992 সালে কল্যাণ সিং যখন এই রাজ্যের মসনদে বসেছিলেন, ঠিক সেই সময়েই বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল ৷ অমিত শাহ কার্যত সেই প্রসঙ্গ টেনেই বলেন, ‘‘রাম জন্মভূমির জন্য নিজের পদ বিসর্জন দিয়েছিলেন বাবুজি ৷’’ এরপরই সরাসরি অখিলেশ যাদবকে আক্রমণ করেন অমিত শাহ ৷ তিনি বলেন, ‘‘নির্বাচন যত এগিয়ে আসছে, ততই আর কল্যাণ সিংকে স্মরণ করার কথা ভাবছেন না অখিলেশ যাদব ৷ বদলে তিনি জিন্নার কথা বলছেন ৷ আপনারা কি এমন কাউকে ভোট দেবেন, যিনি জিন্নার প্রশংসা করেন ?’’ প্রসঙ্গত, গত 31 অক্টোবর হরদইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে মহাত্মা গান্ধি, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল এবং মহম্মদ আলি জিন্নাকে কার্যত এক পংক্তিতে বসিয়ে দেন অখিলেশ যাদব ৷ যা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে সমালোচনা শুরু হয়েছে ৷

এদিনের অনুষ্ঠানমঞ্চ থেকে অখিলেশ যাদব ও তাঁর দলকে লাগাতার আক্রমণ করেন অমিত শাহ ৷ তিনি বলেন, ‘‘রাম জন্মভূমির জন্য আদবানিজি (বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি) যখন রথযাত্রা বের করেছিলেন, তখন সমাজবাদী পার্টি করবসেবকদের লক্ষ্য করে গুলি ছুড়েছিল, তাঁদের উপর লাঠিচার্জ করা হয়েছিল ৷ কিন্তু আমাদের প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) হলেন সেই মানুষ, যিনি রামমন্দিরের ভূমিপুজো করেছেন ৷’’

আরও পড়ুন : Amit Shah : চব্বিশে মোদিকে প্রধানমন্ত্রী করতে হলে বাইশে যোগীকে জেতান, উত্তরপ্রদেশে বার্তা শাহের

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট (UP Assembly Election 2022) অনুষ্ঠিত হবে ৷ ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষিত না হলেও তার প্রচার কার্যত শুরু হয়ে গিয়েছে ৷ বিজেপিকে হারাতে কোমর বেঁধেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ৷ পাল্টা তাঁকে নিশানা করে রাজনৈতিক আক্রমণ শুরু করেছে বিজেপিও ৷ এদিনের কর্মসূচিও তার ব্যতিক্রম ছিল না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.