উদয়পুর (রাজস্থান), 30 জুন: ফের বিজেপির নিশানায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ দেশের পশ্চিম প্রান্ত রাজস্থান থেকে দেশের পূর্ব প্রান্তের এই দুই রাজনীতিককে শুক্রবার নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা অমিত শাহ ৷ তাঁর দাবি, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য তাঁর ভাইপো অভিষেককে মুখ্যমন্ত্রী করা ৷’’
2014 সালে কেন্দ্রে ক্ষমতায় আসে নরেন্দ্র মোদির সরকার ৷ এই বছর সেই সরকারের ন’বছর পূর্তি হল ৷ সেই উপলক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় সভা করছে বিজেপি ৷ শুক্রবার তেমনই একটি সভা ছিল রাজস্থানের উদয়পুরে ৷ সেখানে হাজির ছিলেন অমিত শাহ ৷ ওই সভা থেকেই তিনি দুর্নীতি ইস্য়ুতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে নিশানা করেন ৷
সম্প্রতি বিহারের পটনায় বিজেপি বিরোধী দলগুলি বৈঠক করে ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্যই ওই বৈঠক করেন বিরোধী নেতা-নেত্রীরা ৷ সেই বৈঠকের প্রসঙ্গ টেনেই এ দিন অমিত শাহ বিরোধীদের সমালোচনা করেন ৷ আর সেই সমালোচনা করতে গিয়েই তাঁর মুখে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, সোনিয়া গান্ধির লক্ষ্য রাহুল গান্ধিকে প্রধানমন্ত্রী করা ৷ লালু যাদবের লক্ষ্য তাঁর ছেলে তেজস্বী যাদবকে প্রধানমন্ত্রী করা ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করা এবং একইভাবে অশোক গেহলত তাঁর ছেলে বৈভব গেহলতকে মুখ্যমন্ত্রী করতে চান ।
প্রসঙ্গত, দিন কয়েক আগে দুর্নীতি ইস্যুতে বিরোধীদের সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি মধ্যপ্রদেশের ভোপালে বিজেপির এক কর্মসূচি থেকে বিরোধীদের সমালোচনা করেন ৷ বিরোধীরা দুর্নীতির জোট তৈরি করছে বলেও কটাক্ষ করেন ৷ সেখানেই তিনি তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন ৷ বর্তমানে এই রাজ্যে দুর্নীতি সংক্রান্ত যে তদন্তগুলি চলছে, সেই তদন্তের প্রসঙ্গ টেনেই তৃণমূলের নাম করে সমালোচনা করেছিলেন মোদি ৷ তার পর শুক্রবারও একই প্রসঙ্গ তুললেন অমিত শাহ ৷
আরও পড়ুন: রাহুল প্রধানমন্ত্রী হলে ভারত দুর্নীতির আখড়া হয়ে উঠবে, দাবি অমিত শাহের