লখনউ, 6 অগস্ট: মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বেকারত্ব-সহ একাধিক ইস্যুতে শুক্রবার পথে নেমেছিল কংগ্রেস ৷ প্রতিবাদের প্রতীক হিসেবে দলের নেতা থেকে শুরু করে সাংসদের পরনে ছিল কালো পোশাক ৷ এবার তা নিয়েই কংগ্রেসকে কড়া কটাক্ষ করল গেরুয়া শিবির (Amit Shah and Yogi attacks congress) ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো অনেকেই প্রতিবাদে সরব হলেন ৷
কালো পোশাক পরার বিষয়টিকে তুষ্টিকরণের রাজনীতি বলে অভিহিত করেছেন শাহ ৷ দু'বছর আগে এদিনই রাম জন্মভূমির শিল্যানাস হয় ৷ অযোধ্যায় গিয়ে ভূমিপুজো করেন প্রধানমন্ত্রী ৷ এরপর শুরু হয় রাম মন্দির নির্মাণের প্রক্রিয়া ৷ এই বিষয়টি উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "কালো পোশাক পরে আন্দোলনে নেমে কংগ্রেস ওই শিল্যানাস অনুষ্ঠানের বিরোধিতা করে তুষ্টিকরণের রাজনীতির বার্তা দিল ৷"
আরও পড়ুন: মোদির সঙ্গে বৈঠকে বকেয়া জিএসটি মেটানোর দাবি মমতার
অন্যদিকে অযোধ্যা দিবসে এভাবে কালো পোশাক পরায় রামভক্তদের অপমান করা হয়েছে বলে মনে করেন যোগী । 5 অগস্ট তারিখটিকে অযোধ্যা দিবস হিসেবে পালন করা হয় ৷ এবারও তার অন্যথা হয়নি ৷ আলোর মালায় সেজে উঠেছিল অযোধ্যা ৷ কিন্তু সেদিনই কালো পোশাক পরে পথে নেমে দেশের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়ল কংগ্রেস ৷
যোগী বলেন," আজ অযোধ্যা দিবস ৷ এই দিনটির জন্য মানুষ বহু বছর ধরে অপেক্ষা করছে ৷ আর এদিনই কংগ্রেস যা করল ভক্তদের অপমান করার সামিল ৷ আমি এই আচরণের নিন্দা করি ৷ এতদিন সাধারণ জামা পরেই কংগ্রেস প্রতিবাদ করত ৷ কিন্তু আজ যেভাবে কালো জামা পরে ওরা প্রতিবাদ করেছে সেটা রামভক্তের পক্ষে অপমানজনক ৷ দেশের গণতন্ত্রকেও অপমান করেছে কংগ্রেস ৷ ওদের উচিত ক্ষমা চাওয়া ৷"
জিএসটি থেকে শুরু করে মৃল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে পথে নেমেছিল কংগ্রেস ৷ তার আগে শুক্রবার সকালে সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ তাতে নিজেদের কর্মসূচি ঘোষণার পাশাপাশি বিজেপি তীব্র আক্রমণ করেন রাহুল ৷ তিনি বলেন, " দেশে গণতন্ত্রের হত্যা হয়েছে ৷ প্রায় একশো বছর আগে নিরন্তর পরিশ্রমের ফলে ভারতে যে গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ হয়েছিল তা আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে ৷ যাঁরা এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করছেন তাঁদেরই আক্রন্ত হতে হচ্ছে ৷ জেলে পুরে দেওয়া হচ্ছে ৷ "