ETV Bharat / bharat

BJP Attacks Congress: অযোধ্যা দিবসে কালো পোশাকে প্রতিবাদে কংগ্রেস, কড়া আক্রমণ শাহ-যোগীর - Saffron camp attacked Congress for wearing black dress on Ayodhya Diwas

একাধিক ইস্যুতে শুক্রবার পথে নেমেছিল কংগ্রেস ৷ কিন্তু কালো পোশাক পরে প্রতিবাদ করায় গেরুয়া শিবিরের কড়া তোপের মুখে পড়তে হল কংগ্রেস নেতাদের (Saffron camp attacked Congress for wearing black dress on Ayodhya Diwas)

yogi slams congress
অযোধ্যা দিবসে কালো পোশাকে প্রতিবাদ করায় কংগ্রেসকে বিঁধলেন যোগী
author img

By

Published : Aug 6, 2022, 8:12 AM IST

Updated : Aug 6, 2022, 1:00 PM IST

লখনউ, 6 অগস্ট: মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বেকারত্ব-সহ একাধিক ইস্যুতে শুক্রবার পথে নেমেছিল কংগ্রেস ৷ প্রতিবাদের প্রতীক হিসেবে দলের নেতা থেকে শুরু করে সাংসদের পরনে ছিল কালো পোশাক ৷ এবার তা নিয়েই কংগ্রেসকে কড়া কটাক্ষ করল গেরুয়া শিবির (Amit Shah and Yogi attacks congress) ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো অনেকেই প্রতিবাদে সরব হলেন ৷

কালো পোশাক পরার বিষয়টিকে তুষ্টিকরণের রাজনীতি বলে অভিহিত করেছেন শাহ ৷ দু'বছর আগে এদিনই রাম জন্মভূমির শিল্যানাস হয় ৷ অযোধ্যায় গিয়ে ভূমিপুজো করেন প্রধানমন্ত্রী ৷ এরপর শুরু হয় রাম মন্দির নির্মাণের প্রক্রিয়া ৷ এই বিষয়টি উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "কালো পোশাক পরে আন্দোলনে নেমে কংগ্রেস ওই শিল্যানাস অনুষ্ঠানের বিরোধিতা করে তুষ্টিকরণের রাজনীতির বার্তা দিল ৷"

কংগ্রেসকে কড়া আক্রমণ করলেন যোগী

আরও পড়ুন: মোদির সঙ্গে বৈঠকে বকেয়া জিএসটি মেটানোর দাবি মমতার

অন্যদিকে অযোধ্যা দিবসে এভাবে কালো পোশাক পরায় রামভক্তদের অপমান করা হয়েছে বলে মনে করেন যোগী । 5 অগস্ট তারিখটিকে অযোধ্যা দিবস হিসেবে পালন করা হয় ৷ এবারও তার অন্যথা হয়নি ৷ আলোর মালায় সেজে উঠেছিল অযোধ্যা ৷ কিন্তু সেদিনই কালো পোশাক পরে পথে নেমে দেশের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়ল কংগ্রেস ৷

যোগী বলেন," আজ অযোধ্যা দিবস ৷ এই দিনটির জন্য মানুষ বহু বছর ধরে অপেক্ষা করছে ৷ আর এদিনই কংগ্রেস যা করল ভক্তদের অপমান করার সামিল ৷ আমি এই আচরণের নিন্দা করি ৷ এতদিন সাধারণ জামা পরেই কংগ্রেস প্রতিবাদ করত ৷ কিন্তু আজ যেভাবে কালো জামা পরে ওরা প্রতিবাদ করেছে সেটা রামভক্তের পক্ষে অপমানজনক ৷ দেশের গণতন্ত্রকেও অপমান করেছে কংগ্রেস ৷ ওদের উচিত ক্ষমা চাওয়া ৷"

জিএসটি থেকে শুরু করে মৃল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে পথে নেমেছিল কংগ্রেস ৷ তার আগে শুক্রবার সকালে সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ তাতে নিজেদের কর্মসূচি ঘোষণার পাশাপাশি বিজেপি তীব্র আক্রমণ করেন রাহুল ৷ তিনি বলেন, " দেশে গণতন্ত্রের হত্যা হয়েছে ৷ প্রায় একশো বছর আগে নিরন্তর পরিশ্রমের ফলে ভারতে যে গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ হয়েছিল তা আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে ৷ যাঁরা এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করছেন তাঁদেরই আক্রন্ত হতে হচ্ছে ৷ জেলে পুরে দেওয়া হচ্ছে ৷ "

লখনউ, 6 অগস্ট: মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বেকারত্ব-সহ একাধিক ইস্যুতে শুক্রবার পথে নেমেছিল কংগ্রেস ৷ প্রতিবাদের প্রতীক হিসেবে দলের নেতা থেকে শুরু করে সাংসদের পরনে ছিল কালো পোশাক ৷ এবার তা নিয়েই কংগ্রেসকে কড়া কটাক্ষ করল গেরুয়া শিবির (Amit Shah and Yogi attacks congress) ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো অনেকেই প্রতিবাদে সরব হলেন ৷

কালো পোশাক পরার বিষয়টিকে তুষ্টিকরণের রাজনীতি বলে অভিহিত করেছেন শাহ ৷ দু'বছর আগে এদিনই রাম জন্মভূমির শিল্যানাস হয় ৷ অযোধ্যায় গিয়ে ভূমিপুজো করেন প্রধানমন্ত্রী ৷ এরপর শুরু হয় রাম মন্দির নির্মাণের প্রক্রিয়া ৷ এই বিষয়টি উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "কালো পোশাক পরে আন্দোলনে নেমে কংগ্রেস ওই শিল্যানাস অনুষ্ঠানের বিরোধিতা করে তুষ্টিকরণের রাজনীতির বার্তা দিল ৷"

কংগ্রেসকে কড়া আক্রমণ করলেন যোগী

আরও পড়ুন: মোদির সঙ্গে বৈঠকে বকেয়া জিএসটি মেটানোর দাবি মমতার

অন্যদিকে অযোধ্যা দিবসে এভাবে কালো পোশাক পরায় রামভক্তদের অপমান করা হয়েছে বলে মনে করেন যোগী । 5 অগস্ট তারিখটিকে অযোধ্যা দিবস হিসেবে পালন করা হয় ৷ এবারও তার অন্যথা হয়নি ৷ আলোর মালায় সেজে উঠেছিল অযোধ্যা ৷ কিন্তু সেদিনই কালো পোশাক পরে পথে নেমে দেশের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়ল কংগ্রেস ৷

যোগী বলেন," আজ অযোধ্যা দিবস ৷ এই দিনটির জন্য মানুষ বহু বছর ধরে অপেক্ষা করছে ৷ আর এদিনই কংগ্রেস যা করল ভক্তদের অপমান করার সামিল ৷ আমি এই আচরণের নিন্দা করি ৷ এতদিন সাধারণ জামা পরেই কংগ্রেস প্রতিবাদ করত ৷ কিন্তু আজ যেভাবে কালো জামা পরে ওরা প্রতিবাদ করেছে সেটা রামভক্তের পক্ষে অপমানজনক ৷ দেশের গণতন্ত্রকেও অপমান করেছে কংগ্রেস ৷ ওদের উচিত ক্ষমা চাওয়া ৷"

জিএসটি থেকে শুরু করে মৃল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে পথে নেমেছিল কংগ্রেস ৷ তার আগে শুক্রবার সকালে সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ তাতে নিজেদের কর্মসূচি ঘোষণার পাশাপাশি বিজেপি তীব্র আক্রমণ করেন রাহুল ৷ তিনি বলেন, " দেশে গণতন্ত্রের হত্যা হয়েছে ৷ প্রায় একশো বছর আগে নিরন্তর পরিশ্রমের ফলে ভারতে যে গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ হয়েছিল তা আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে ৷ যাঁরা এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করছেন তাঁদেরই আক্রন্ত হতে হচ্ছে ৷ জেলে পুরে দেওয়া হচ্ছে ৷ "

Last Updated : Aug 6, 2022, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.