ETV Bharat / bharat

অ্যাম্বুলেন্স আসেনি, নদীর পাশে রাস্তাতেই সন্তান প্রসব আদিবাসী মহিলার - Ambulance

Birth a Baby Child on Road: অ্যাম্বুলেন্স পরিষেবা না পেয়ে রাস্তাতেই সন্তান প্রসব আদিবাসী মহিলার ৷ ঘটনায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে অভিযোগ পরিবারের ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 12:02 PM IST

মাজুলি (অসম), 11 ডিসেম্বর: ফোন করেও মিলল না অ্যাম্বুলেন্স পরিষেবা ৷ নদীর পাশে রাস্তার ধারেই প্রসব যন্ত্রণায় কাতর মা জন্ম দিলেন কন্যা সন্তানের ৷ পরিবারের অভিযোগ, বারবার অ্যাম্বুলেন্সের জন্য ফোন করা হলেও মেলেনি সাড়া ৷ ঘটনাটি ঘটেছে মাজুরির ডাম্বুকিয়াল গ্রামে ৷ এই ঘটনায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা ৷

জানা গিয়েছে, ওই গ্রামের আদিবাসী মহিলার শনিবার রাতে প্রসব যন্ত্রণা হয় ৷ শারীরিক অবস্থা বেগতিক হলে পরিবারের তরফ থেকে 108 নম্বরে ফোন করা হয় অ্যাম্বুলেন্সের জন্য ৷ কিন্তু সেখান থেকে কোনও রকম সহযোগিতা মেলেনি বলে অভিযোগ ৷ এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই নদীর ধারে রাস্তাতেই কন্যা সন্তানের জন্ম দেন ওই মহিলা ৷ পরিবারের সদস্যরা নবজাতক ও মাকে অবশেষে রিক্সা করে নিয়ে যান গারামুর ডিস্ট্রিক সিভিল হাসপাতালে ৷ গ্রাম থেকে এই হাসপাতালে দূরত্ব কয়েক কিলোমিটার ৷ ফলে আরও একবার উঠেছে মানবিকতার প্রশ্ন ৷ উঠেছে বিজেপি শাসিত রাজ্যে উন্নয়ন পরিকাঠামো নিয়ে প্রশ্ন ৷

2016 সালে সর্বানন্দ সনোয়াল অসমের মাজুলি বিধানসভা থেকে দাঁড়িয়ে জেতেন ৷ এরপর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হন তিনি ৷ কিন্তু 2021 সালে রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হলে অসমের মুখ্যমন্ত্রীর আসনে বসেন হিমন্ত বিশ্বশর্মা ৷ তিনি বহুবার মাজুলি দ্বীপ পরিদর্শন করেছেন ৷ কিন্তু সেখানকার বাসিন্দাদের অভিযোগ, রাস্তাঘাট থেকে পরিশুদ্ধ পানীয় জলের সমস্যা ও স্বাস্থ্য পরিষেবা উন্নত হয়নি এখানে ৷

এই রকম একই ঘটনা সামনে আসে ওড়িশা রাজ্যেরও ৷ অ্যাম্বুলেন্স বিভ্রাটের কারণে রাস্তায় সন্তান প্রসব করেন এক আদিবাসী মহিলা ৷ ওড়িশার কোরাপুটের দশমন্তপুর ব্লকে টুনখাল গ্রামের ঘটনাটি ঘটে। এরপর প্রায় 2 কিলোমিটার পথ নবজাতককে কোলে নিয়ে হাঁটেন ওই মহিলা। এই ঘটনা সামনে আসতেই ওঠে নিন্দার ঝড় ৷ এবার একই ঘটনা ঘটল অসমে।

আরও পড়ুন

1. শুরুতেই ঝোড়ো ইনিংস শীতের, কলকাতায় পারদ নামতে পারে 15 ডিগ্রিতে

2. দার্জিলিং চিড়িয়াখানায় সাইবেরিয়ার টাইগার দম্পতি, বেঙ্গল সাফারি পার্কে আসছে সিংহ

3. চলতি সপ্তাহেই রেশন দুর্নীতি মামলায় চার্জশিট, নাম থাকছে জ্যোতিপ্রিয়রও

মাজুলি (অসম), 11 ডিসেম্বর: ফোন করেও মিলল না অ্যাম্বুলেন্স পরিষেবা ৷ নদীর পাশে রাস্তার ধারেই প্রসব যন্ত্রণায় কাতর মা জন্ম দিলেন কন্যা সন্তানের ৷ পরিবারের অভিযোগ, বারবার অ্যাম্বুলেন্সের জন্য ফোন করা হলেও মেলেনি সাড়া ৷ ঘটনাটি ঘটেছে মাজুরির ডাম্বুকিয়াল গ্রামে ৷ এই ঘটনায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা ৷

জানা গিয়েছে, ওই গ্রামের আদিবাসী মহিলার শনিবার রাতে প্রসব যন্ত্রণা হয় ৷ শারীরিক অবস্থা বেগতিক হলে পরিবারের তরফ থেকে 108 নম্বরে ফোন করা হয় অ্যাম্বুলেন্সের জন্য ৷ কিন্তু সেখান থেকে কোনও রকম সহযোগিতা মেলেনি বলে অভিযোগ ৷ এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই নদীর ধারে রাস্তাতেই কন্যা সন্তানের জন্ম দেন ওই মহিলা ৷ পরিবারের সদস্যরা নবজাতক ও মাকে অবশেষে রিক্সা করে নিয়ে যান গারামুর ডিস্ট্রিক সিভিল হাসপাতালে ৷ গ্রাম থেকে এই হাসপাতালে দূরত্ব কয়েক কিলোমিটার ৷ ফলে আরও একবার উঠেছে মানবিকতার প্রশ্ন ৷ উঠেছে বিজেপি শাসিত রাজ্যে উন্নয়ন পরিকাঠামো নিয়ে প্রশ্ন ৷

2016 সালে সর্বানন্দ সনোয়াল অসমের মাজুলি বিধানসভা থেকে দাঁড়িয়ে জেতেন ৷ এরপর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হন তিনি ৷ কিন্তু 2021 সালে রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হলে অসমের মুখ্যমন্ত্রীর আসনে বসেন হিমন্ত বিশ্বশর্মা ৷ তিনি বহুবার মাজুলি দ্বীপ পরিদর্শন করেছেন ৷ কিন্তু সেখানকার বাসিন্দাদের অভিযোগ, রাস্তাঘাট থেকে পরিশুদ্ধ পানীয় জলের সমস্যা ও স্বাস্থ্য পরিষেবা উন্নত হয়নি এখানে ৷

এই রকম একই ঘটনা সামনে আসে ওড়িশা রাজ্যেরও ৷ অ্যাম্বুলেন্স বিভ্রাটের কারণে রাস্তায় সন্তান প্রসব করেন এক আদিবাসী মহিলা ৷ ওড়িশার কোরাপুটের দশমন্তপুর ব্লকে টুনখাল গ্রামের ঘটনাটি ঘটে। এরপর প্রায় 2 কিলোমিটার পথ নবজাতককে কোলে নিয়ে হাঁটেন ওই মহিলা। এই ঘটনা সামনে আসতেই ওঠে নিন্দার ঝড় ৷ এবার একই ঘটনা ঘটল অসমে।

আরও পড়ুন

1. শুরুতেই ঝোড়ো ইনিংস শীতের, কলকাতায় পারদ নামতে পারে 15 ডিগ্রিতে

2. দার্জিলিং চিড়িয়াখানায় সাইবেরিয়ার টাইগার দম্পতি, বেঙ্গল সাফারি পার্কে আসছে সিংহ

3. চলতি সপ্তাহেই রেশন দুর্নীতি মামলায় চার্জশিট, নাম থাকছে জ্যোতিপ্রিয়রও

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.