ETV Bharat / bharat

Ambulance Accident: টোলপ্লাজায় ধাক্কা মেরে উলটে গেল অ্যাম্বুলেন্স, মৃত 4 - Karnataka ambulance Accident

কর্নাটকের ভাতকালার শিরুরু টোল প্লাজা এলাকায় অ্যাম্বুলেন্স দুর্ঘটনার প্রাণ হারালেন চার জন ৷ আহত হয়েছেন একজন (Karnataka ambulance Accident) ৷

Karnataka Accident
কর্নাটকে অ্যাম্বুলেন্স দুর্ঘটনার মৃত 3
author img

By

Published : Jul 20, 2022, 11:03 PM IST

ভাতকালা, 20 জুলাই: অ্যাম্বুলেন্স দুর্ঘটনার মৃত্যু হল চার জনের ৷ আহত হয়েছেন আরও একজন ৷ কর্নাটকের ভাতকালার শিরুর টোলপ্লাজায় দ্রুত গতিতে আসা অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেলে এই দুর্ঘটনা ঘটে (Karnataka ambulance Accident) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার হোন্নাভারা থেকে কুন্দাপুরার দিকে রোগীদের নিয়ে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল ৷ রাস্তায় একটি টোল গেটের সামনে গতি সামলাতে না-পেরে টোল প্লাজার দেওয়ালে ধাক্কা খেয়ে অ্যাম্বুলেন্সটি উলটে যায় ৷ ঘটনাস্থলেই তিনজন মারা যান ৷ আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে তিনিও মারা যান ৷

কর্নাটকে অ্যাম্বুলেন্স দুর্ঘটনার মৃত 3

আরও পড়ুন : বাড়ির নির্মাণ কাজ চলার সময় দুর্ঘটনা! হাত ফসকে বাঁশ ঢুকল বাইক আরোহীর বুকে

আরও জানা গিয়েছে, এদিন অ্যাম্বুলেন্সটি শিরুরু টোল প্লাজার কাছে আসার সঙ্গে সঙ্গে চালক টোল গেটের সামনে কর্মীদের এড়ানোর চেষ্টা করেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ফলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ৷ টোলপ্লাজার সিসিটিভি ক্যামেরায় ভয়াবহ এই ছবি ধরা পড়েছে ৷

ভাতকালা, 20 জুলাই: অ্যাম্বুলেন্স দুর্ঘটনার মৃত্যু হল চার জনের ৷ আহত হয়েছেন আরও একজন ৷ কর্নাটকের ভাতকালার শিরুর টোলপ্লাজায় দ্রুত গতিতে আসা অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেলে এই দুর্ঘটনা ঘটে (Karnataka ambulance Accident) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার হোন্নাভারা থেকে কুন্দাপুরার দিকে রোগীদের নিয়ে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল ৷ রাস্তায় একটি টোল গেটের সামনে গতি সামলাতে না-পেরে টোল প্লাজার দেওয়ালে ধাক্কা খেয়ে অ্যাম্বুলেন্সটি উলটে যায় ৷ ঘটনাস্থলেই তিনজন মারা যান ৷ আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে তিনিও মারা যান ৷

কর্নাটকে অ্যাম্বুলেন্স দুর্ঘটনার মৃত 3

আরও পড়ুন : বাড়ির নির্মাণ কাজ চলার সময় দুর্ঘটনা! হাত ফসকে বাঁশ ঢুকল বাইক আরোহীর বুকে

আরও জানা গিয়েছে, এদিন অ্যাম্বুলেন্সটি শিরুরু টোল প্লাজার কাছে আসার সঙ্গে সঙ্গে চালক টোল গেটের সামনে কর্মীদের এড়ানোর চেষ্টা করেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ফলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ৷ টোলপ্লাজার সিসিটিভি ক্যামেরায় ভয়াবহ এই ছবি ধরা পড়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.