ETV Bharat / bharat

Amarinder Singh: কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা ক্যাপ্টেনের, যাচ্ছেন না বিজেপিতে

author img

By

Published : Sep 30, 2021, 3:10 PM IST

Updated : Sep 30, 2021, 5:21 PM IST

পঞ্জাবের রাজনীতি (Punjab Politics) নিয়ে সঙ্কট ক্রমে বাড়ছে ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Amarinder Singh) জানিয়েছেন, তিনি আর কংগ্রেসে (Congress) থাকছেন না ৷ তবে বিজেপিতেও যাচ্ছেন না বলে জানিয়েছেন তিনি ৷

Amarinder Singh will quit Congress but won't join BJP
কংগ্রেস ছাড়ছেন অমরিন্দর, তবে বিজেপিতে যাচ্ছেন না

নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর : নিত্যনতুন নাটক পঞ্জাবের রাজনীতিতে (Punjab Politics)৷ এ বার নয়া বোমা ফাটালেন ক্যাপ্টেন অমরিন্দর সিং (Amarinder Singh)৷ যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে তিনি জানিয়ে দিয়েছেন , আর কংগ্রেসে (Congress) থাকছেন না ৷ তবে কংগ্রেস ছাড়লেও এখনই বিজেপিতে যোগদানের জল্পনায় জল ঢেলে দিয়েছেন তিনি ৷

গত কয়েকদিন ধরে নভজ্যোত সিং সিধুর (Navjot Singh Sidhu) সঙ্গে টানাপোড়েনের অধ্যায় পেরিয়ে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ৷ এতেই জল্পনা তীব্র হয় যে, তাঁর কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়াটা হয়তো এখন সময়ের অপেক্ষা ৷ তবে বৃহস্পতিবার গেরুয়া শিবিরে যোগদানের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন অমরিন্দর সিং ৷

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, "এখনও পর্যন্ত আমি কংগ্রেসেই আছি, তবে আর কংগ্রেসে থাকব না ৷ ইতিমধ্যেই আমি আমার অবস্থান স্পষ্ট করে দিয়েছি ৷ আমার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তারপর আর এখানে থাকা যায় না ৷ যেখানে একজনের প্রতি কোনও বিশ্বাস নেই, সেখানে তিনি আর থাকতে পারেন না ৷" পঞ্জাবে কংগ্রেসের ভরাডুবির ভবিষ্যদ্বাণী করেছেন অমরিন্দর সিং ৷ তাঁর কথায় সিধু এক জন শিশু, যাঁর কাঁধে দলের একটা গুরুদায়িত্ব সঁপে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: amarinder singh : অজিত ডোভালের সঙ্গে বৈঠক অমরিন্দর সিংয়ের

কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার কারণ ব্যাখ্যা করে অমরিন্দর বলেন, "আমি 52 বছর ধরে রাজনীতিতে আছি ৷ সকাল 10.30টা নাগাদ কংগ্রেস সভানেত্রী আমায় পদত্যাগ করতে বললেন ৷ আমি তাঁকে কোনও প্রশ্ন করিনি ৷ বিকেল 4টে নাগাদ রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগ করেছি ৷ 50 বছর পর যদি আপনি আমায় সন্দেহ করেন, যদি কোনও ভরসা না-থাকে, তাহলে আমার বিশ্বাসযোগ্যতাটা কোথায় ? দলে আমার থাকার দরকারই বা কী ?" তাঁকে একবার না, তিন-তিনবার দলে অপমান করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, "এ ভাবে আর কংগ্রেসে থাকতে পারছি না ৷ বিশ্বাসযোগ্যতায় যেখানে ঘাটতি পড়েছে, সেখানে আর থাকা যায় না ৷" তাহলে কি তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন ? সাংবাদিকের এই প্রশ্নের জবাবে ক্যাপ্টেন বলেছেন, "আমি বিজেপিতে যোগ দিচ্ছি না ৷"

আরও পড়ুন : Navjot Singh Sidhu : কোনও ব্যক্তিগত শত্রুতা নেই, রাজনীতিই আমার ধর্ম; বললেন সিধু

এ দিন ফের সিধুকে একহাত নেন অমরিন্দর সিং ৷ বলেন, "সিধু একজন অপরিণত মানুষ ৷ আমি বারবার বলেছি, তিনি স্থিতিশীল ব্যক্তি নন ৷ তিনি টিমের খেলোয়াড় নন ৷ তিনি একা থাকতে জানেন ৷ তিনি কী করে পঞ্জাব কংগ্রেসের প্রধানের দায়িত্ব সামলাবেন ? সে জন্য আপনার একটি টিম প্লেয়ারকে প্রয়োজন, সিধুকে নয় ৷"

আরও পড়ুন : BJP : পঞ্জাব কংগ্রেসের সংকটের জন্য দায়ী রাহুল, অভিযোগ বিজেপির

পঞ্জাবে কংগ্রেসের ভবিষ্যৎ খুবই খারাপ বলে দাবি করেছেন তিনি ৷ অমরিন্দর বলেছেন, "বর্তমানে যা পরিস্থিতি, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কংগ্রেসের করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে, এখানে আম আদমি পার্টির উত্থান হচ্ছে আর কংগ্রেসের জমি হারাচ্ছে ৷ সমীক্ষা অনুযায়ী, 20 শতাংশ জমি হারিয়েছে কংগ্রেস ৷ এই নির্বাচন কংগ্রেস, আপ, আকালি দলের জন্য খুবই কঠিন হবে ৷ হয়তো আরও কোনও ফ্রন্ট তৈরি হতে পারে ৷ কাজেই এই নির্বাচন খুবই কঠিন হতে চলেছে ৷"

আরও পড়ুন : Amit-Amarinder Meet : বৈঠকের জল্পনা খারিজ করেও অমিত সাক্ষাতে অমরিন্দর

নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর : নিত্যনতুন নাটক পঞ্জাবের রাজনীতিতে (Punjab Politics)৷ এ বার নয়া বোমা ফাটালেন ক্যাপ্টেন অমরিন্দর সিং (Amarinder Singh)৷ যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে তিনি জানিয়ে দিয়েছেন , আর কংগ্রেসে (Congress) থাকছেন না ৷ তবে কংগ্রেস ছাড়লেও এখনই বিজেপিতে যোগদানের জল্পনায় জল ঢেলে দিয়েছেন তিনি ৷

গত কয়েকদিন ধরে নভজ্যোত সিং সিধুর (Navjot Singh Sidhu) সঙ্গে টানাপোড়েনের অধ্যায় পেরিয়ে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ৷ এতেই জল্পনা তীব্র হয় যে, তাঁর কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়াটা হয়তো এখন সময়ের অপেক্ষা ৷ তবে বৃহস্পতিবার গেরুয়া শিবিরে যোগদানের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন অমরিন্দর সিং ৷

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, "এখনও পর্যন্ত আমি কংগ্রেসেই আছি, তবে আর কংগ্রেসে থাকব না ৷ ইতিমধ্যেই আমি আমার অবস্থান স্পষ্ট করে দিয়েছি ৷ আমার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তারপর আর এখানে থাকা যায় না ৷ যেখানে একজনের প্রতি কোনও বিশ্বাস নেই, সেখানে তিনি আর থাকতে পারেন না ৷" পঞ্জাবে কংগ্রেসের ভরাডুবির ভবিষ্যদ্বাণী করেছেন অমরিন্দর সিং ৷ তাঁর কথায় সিধু এক জন শিশু, যাঁর কাঁধে দলের একটা গুরুদায়িত্ব সঁপে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: amarinder singh : অজিত ডোভালের সঙ্গে বৈঠক অমরিন্দর সিংয়ের

কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার কারণ ব্যাখ্যা করে অমরিন্দর বলেন, "আমি 52 বছর ধরে রাজনীতিতে আছি ৷ সকাল 10.30টা নাগাদ কংগ্রেস সভানেত্রী আমায় পদত্যাগ করতে বললেন ৷ আমি তাঁকে কোনও প্রশ্ন করিনি ৷ বিকেল 4টে নাগাদ রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগ করেছি ৷ 50 বছর পর যদি আপনি আমায় সন্দেহ করেন, যদি কোনও ভরসা না-থাকে, তাহলে আমার বিশ্বাসযোগ্যতাটা কোথায় ? দলে আমার থাকার দরকারই বা কী ?" তাঁকে একবার না, তিন-তিনবার দলে অপমান করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, "এ ভাবে আর কংগ্রেসে থাকতে পারছি না ৷ বিশ্বাসযোগ্যতায় যেখানে ঘাটতি পড়েছে, সেখানে আর থাকা যায় না ৷" তাহলে কি তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন ? সাংবাদিকের এই প্রশ্নের জবাবে ক্যাপ্টেন বলেছেন, "আমি বিজেপিতে যোগ দিচ্ছি না ৷"

আরও পড়ুন : Navjot Singh Sidhu : কোনও ব্যক্তিগত শত্রুতা নেই, রাজনীতিই আমার ধর্ম; বললেন সিধু

এ দিন ফের সিধুকে একহাত নেন অমরিন্দর সিং ৷ বলেন, "সিধু একজন অপরিণত মানুষ ৷ আমি বারবার বলেছি, তিনি স্থিতিশীল ব্যক্তি নন ৷ তিনি টিমের খেলোয়াড় নন ৷ তিনি একা থাকতে জানেন ৷ তিনি কী করে পঞ্জাব কংগ্রেসের প্রধানের দায়িত্ব সামলাবেন ? সে জন্য আপনার একটি টিম প্লেয়ারকে প্রয়োজন, সিধুকে নয় ৷"

আরও পড়ুন : BJP : পঞ্জাব কংগ্রেসের সংকটের জন্য দায়ী রাহুল, অভিযোগ বিজেপির

পঞ্জাবে কংগ্রেসের ভবিষ্যৎ খুবই খারাপ বলে দাবি করেছেন তিনি ৷ অমরিন্দর বলেছেন, "বর্তমানে যা পরিস্থিতি, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কংগ্রেসের করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে, এখানে আম আদমি পার্টির উত্থান হচ্ছে আর কংগ্রেসের জমি হারাচ্ছে ৷ সমীক্ষা অনুযায়ী, 20 শতাংশ জমি হারিয়েছে কংগ্রেস ৷ এই নির্বাচন কংগ্রেস, আপ, আকালি দলের জন্য খুবই কঠিন হবে ৷ হয়তো আরও কোনও ফ্রন্ট তৈরি হতে পারে ৷ কাজেই এই নির্বাচন খুবই কঠিন হতে চলেছে ৷"

আরও পড়ুন : Amit-Amarinder Meet : বৈঠকের জল্পনা খারিজ করেও অমিত সাক্ষাতে অমরিন্দর

Last Updated : Sep 30, 2021, 5:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.