ETV Bharat / bharat

Comment of Ghulam Nabi Azad : 'রাজনৈতিক দলগুলি বিভাজন সৃষ্টি করে’, গুলাম নবির নিশানায় কংগ্রেসও

জম্মু-কাশ্মীরে অস্থিরতার জন্য পাকিস্তান ও জঙ্গি সংগঠনগুলিকে দায়ী করেছেন আজাদ (Congress Leader Ghulam Nabi Azad) ৷

Controversial Comment of Ghulam Nabi Azad
বিস্ফোরক গুলাম নবি
author img

By

Published : Mar 20, 2022, 7:02 PM IST

জম্মু, 20 মার্চ : কাশ্মীরে অস্থিরতা ও হিন্দু পণ্ডিতদের পলায়ন প্রসঙ্গে বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ (Congress Leader Ghulam Nabi Azad) ৷ বিভাজনের রাজনীতির জন্য নিজের দল কংগ্রেসকেও কাঠগড়ায় তুলেছেন তিনি ৷ রবিবার জম্মুতে এক অনুষ্ঠালে তিনি বলেন, "রাজনৈতিক দলগুলির কাজই হল মানুষে মানুষে বিভাজন তৈরি করা ৷ চব্বিশ ঘণ্টা, সাতদিনই রাজনৈতিক দলগুলি চেষ্টা করে ধর্ম, জাতির নামে ভেদেভেদ তৈরি করতে ৷ জাতীয় দল হোক বা আঞ্চলিক দল, যেকোনও দল এমনকি আমার দলও এই কাজ করে ৷ আমি কাউকে ক্ষমা করতে পারব না ৷ নাগরিকরা কাকে ভোট দেবেন সেটা শান্তিপূর্ণ ভাবে, সম্প্রীতির মাধ্যমেও প্রচার করা যায় ৷ "

গুলাম নবি আজাদ কংগ্রেসের 'বিক্ষুব্ধ জি-23 গোষ্ঠী'র অন্যতম মুখ বলে পরিচিত ৷ একদিন আগেই তিনি সোনিয়া গান্ধির সঙ্গে দলের হাল ফেরাতে বৈঠক করেন ৷ তারপরই এদিন তাঁর এই মন্তব্য ও বিভাজনের রাজনীতি নিয়ে কংগ্রেসের সমালোচনা করাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

  • #WATCH ...Political parties may create a divide 24x7 on basis of religion, caste & other things; I'm not forgiving any party incl mine...Civil society should stay together. Justice must be given to everyone irrespective of caste, religion: Ghulam N Azad, Cong at an event in Jammu pic.twitter.com/2OCo76ny4x

    — ANI (@ANI) March 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-ই, সাসপেন্স কাটিয়ে ঘোষণা বিজেপির

বর্তমানে জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রে রয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি ৷ এই ছবিতে কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা থেকে পালিয়ে যাওয়ার বিষয়টি দেখানো হয়েছে ৷ গুলাম নবি আজাদ এদিন এদিন এই প্রসঙ্গেও মুখ খুলেছেন ৷ জানিয়েছেন, কাশ্মীরে অস্থিরতার জন্য পাকিস্তান ও জঙ্গি কার্যকলাপ দায়ী ৷ জম্মু-কাশ্মীরে যা হয়েছে তার প্রভাব নির্দিষ্ট কোনও সম্প্রদায় নয়, হিন্দু, কাশ্মীরি পণ্ডিত, মুসলিম, ডোগরা সকলের উপরেই পড়েছে ৷

জম্মু, 20 মার্চ : কাশ্মীরে অস্থিরতা ও হিন্দু পণ্ডিতদের পলায়ন প্রসঙ্গে বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ (Congress Leader Ghulam Nabi Azad) ৷ বিভাজনের রাজনীতির জন্য নিজের দল কংগ্রেসকেও কাঠগড়ায় তুলেছেন তিনি ৷ রবিবার জম্মুতে এক অনুষ্ঠালে তিনি বলেন, "রাজনৈতিক দলগুলির কাজই হল মানুষে মানুষে বিভাজন তৈরি করা ৷ চব্বিশ ঘণ্টা, সাতদিনই রাজনৈতিক দলগুলি চেষ্টা করে ধর্ম, জাতির নামে ভেদেভেদ তৈরি করতে ৷ জাতীয় দল হোক বা আঞ্চলিক দল, যেকোনও দল এমনকি আমার দলও এই কাজ করে ৷ আমি কাউকে ক্ষমা করতে পারব না ৷ নাগরিকরা কাকে ভোট দেবেন সেটা শান্তিপূর্ণ ভাবে, সম্প্রীতির মাধ্যমেও প্রচার করা যায় ৷ "

গুলাম নবি আজাদ কংগ্রেসের 'বিক্ষুব্ধ জি-23 গোষ্ঠী'র অন্যতম মুখ বলে পরিচিত ৷ একদিন আগেই তিনি সোনিয়া গান্ধির সঙ্গে দলের হাল ফেরাতে বৈঠক করেন ৷ তারপরই এদিন তাঁর এই মন্তব্য ও বিভাজনের রাজনীতি নিয়ে কংগ্রেসের সমালোচনা করাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

  • #WATCH ...Political parties may create a divide 24x7 on basis of religion, caste & other things; I'm not forgiving any party incl mine...Civil society should stay together. Justice must be given to everyone irrespective of caste, religion: Ghulam N Azad, Cong at an event in Jammu pic.twitter.com/2OCo76ny4x

    — ANI (@ANI) March 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-ই, সাসপেন্স কাটিয়ে ঘোষণা বিজেপির

বর্তমানে জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রে রয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি ৷ এই ছবিতে কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা থেকে পালিয়ে যাওয়ার বিষয়টি দেখানো হয়েছে ৷ গুলাম নবি আজাদ এদিন এদিন এই প্রসঙ্গেও মুখ খুলেছেন ৷ জানিয়েছেন, কাশ্মীরে অস্থিরতার জন্য পাকিস্তান ও জঙ্গি কার্যকলাপ দায়ী ৷ জম্মু-কাশ্মীরে যা হয়েছে তার প্রভাব নির্দিষ্ট কোনও সম্প্রদায় নয়, হিন্দু, কাশ্মীরি পণ্ডিত, মুসলিম, ডোগরা সকলের উপরেই পড়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.