ETV Bharat / bharat

যাঁরা দ্বিতীয় ডোজ় নেবেন, তাঁরা অগ্রাধিকার পাবেন; জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব - করোনার টিকা

যাঁরা দ্বিতীয় ডোজ়ের জন্য অপেক্ষা করছেন, তাঁদের যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে রাজ্যগুলিকে কেন্দ্রের পাঠানো টিকার কমপক্ষে 70 শতাংশ দ্বিতীয় ডোজ়ের জন্য আলাদা করে রাখার জন্য পরামর্শ দেন ৷

করোনার টিকা
করোনার টিকা
author img

By

Published : May 11, 2021, 4:08 PM IST

নয়াদিল্লি, 11 মে : যাঁরা করোনার টিকার প্রথম ডোজ় নিয়েছেন, দ্বিতীয় ডোজ় নেওয়ার ক্ষেত্রে তাঁরা অগ্রাধিকার পাবেন ৷ রাজ্যগুলিকে এটি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ৷ জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ ৷

তিনি আরও বলেন, বিশাল সংখ্যক মানুষ প্রথম ডোজ় নেওয়ার পর দ্বিতীয় ডোজ়ের জন্য অপেক্ষা করছেন ৷ তাঁদের বিষয়টি আগে বিবেচনা করা দরকার ৷ যাঁরা দ্বিতীয় ডোজ়ের জন্য অপেক্ষা করছেন, তাঁদের যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে রাজ্যগুলিকে কেন্দ্রের পাঠানো টিকার কমপক্ষে 70 শতাংশ দ্বিতীয় ডোজ়ের জন্য আলাদা করে রাখার জন্য পরামর্শ দেন ৷ বাকি 30 শতাংশ যাঁরা প্রথম ডোজ় নেবেন, তাঁদের জন্য রেখে দিতে বলেন ৷

আরও পড়ুন : জুলাই-অগস্টে মহারাষ্ট্রে আসছে করোনার তৃতীয় ঢেউ !

গতকালই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সকলেই টিকা পাবেন ৷ উদ্বিগ্ন না হওয়ার জন্য তিনি রাজ্যবাসীকে পরামর্শ দিয়েছেন ৷ প্রত্যেককে টিকা দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেছিলেন, হাসপাতালগুলির বাইরে টিকা নেওয়ার জন্য অযথা ভিড় বাড়ানোর কোনও প্রয়োজন নেই ৷

নয়াদিল্লি, 11 মে : যাঁরা করোনার টিকার প্রথম ডোজ় নিয়েছেন, দ্বিতীয় ডোজ় নেওয়ার ক্ষেত্রে তাঁরা অগ্রাধিকার পাবেন ৷ রাজ্যগুলিকে এটি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ৷ জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ ৷

তিনি আরও বলেন, বিশাল সংখ্যক মানুষ প্রথম ডোজ় নেওয়ার পর দ্বিতীয় ডোজ়ের জন্য অপেক্ষা করছেন ৷ তাঁদের বিষয়টি আগে বিবেচনা করা দরকার ৷ যাঁরা দ্বিতীয় ডোজ়ের জন্য অপেক্ষা করছেন, তাঁদের যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে রাজ্যগুলিকে কেন্দ্রের পাঠানো টিকার কমপক্ষে 70 শতাংশ দ্বিতীয় ডোজ়ের জন্য আলাদা করে রাখার জন্য পরামর্শ দেন ৷ বাকি 30 শতাংশ যাঁরা প্রথম ডোজ় নেবেন, তাঁদের জন্য রেখে দিতে বলেন ৷

আরও পড়ুন : জুলাই-অগস্টে মহারাষ্ট্রে আসছে করোনার তৃতীয় ঢেউ !

গতকালই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সকলেই টিকা পাবেন ৷ উদ্বিগ্ন না হওয়ার জন্য তিনি রাজ্যবাসীকে পরামর্শ দিয়েছেন ৷ প্রত্যেককে টিকা দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেছিলেন, হাসপাতালগুলির বাইরে টিকা নেওয়ার জন্য অযথা ভিড় বাড়ানোর কোনও প্রয়োজন নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.