নয়াদিল্লি, 25 অক্টোবর: দিল্লিতে বায়ু দূষণের মাত্রা দিনে দিনে বাড়ছে ৷ তাই এবার দূষণ ঠেকাতে দিল্লিতে বাজি তৈরি, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে । তা সত্ত্বেও বিজয়া দশমীতে রাবণ দহনের সময় আতশবাজি ফাটাতে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় ৷ যদিও আতশবাজি পোড়ানো হলেও তার পরিমাণটা ছিল কম ৷ তাই দূষণের মাত্রা খুব বেশি বাড়েনি ।
মঙ্গলবার বিজয়া দশমীর পর দিল্লির বাতাসের গুণমানে খুব বেশি পার্থক্য দেখা যায়নি । সাফার-ইন্ডিয়া এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুসারে, দিল্লিতে আজ গড় বায়ু দূষণ 237 রেকর্ড করা হয়েছে । তবে এই পরিসংখ্যান কিছুটা স্বস্তির । কারণ 24 অক্টোবর অর্থাৎ দশেরার একদিন আগে দিল্লির গড় বাতাসের গুণমান রেকর্ড করা হয়েছিল 220 । দিল্লির বায়ু মানের গড় সূচক গত কয়েকদিন ধরে খুব খারাপ ছিল । তবে মঙ্গলবার সেটা খুব খারাপের দিকে যায়নি ৷
-
#WATCH | Overall Air Quality Index (AQI) in Delhi stands at 190, in the 'Moderate' category as per SAFAR-India; visuals from Akshardham, New Delhi pic.twitter.com/x3ToLsOLsN
— ANI (@ANI) October 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Overall Air Quality Index (AQI) in Delhi stands at 190, in the 'Moderate' category as per SAFAR-India; visuals from Akshardham, New Delhi pic.twitter.com/x3ToLsOLsN
— ANI (@ANI) October 25, 2023#WATCH | Overall Air Quality Index (AQI) in Delhi stands at 190, in the 'Moderate' category as per SAFAR-India; visuals from Akshardham, New Delhi pic.twitter.com/x3ToLsOLsN
— ANI (@ANI) October 25, 2023
- এ বছর দশেরার আগে এবং পরে দিল্লি-এনসিআর শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স
শহর | 24 অক্টোবর | 25 অক্টোবর |
দিল্লি | 220 | 237 |
ফরিদাবাদ | 179 | 254 |
গাজিয়াবাদ | 218 | 195 |
গ্রেটার নয়ডা | 248 | 246 |
গুরুগ্রাম | 158 | 176 |
নয়ডা | 170 | 196 |
মৌসম ভবনের অনুসারে, 26 অক্টোবর বায়ুর গুণমান খুব খারাপ বিভাগে থাকার সম্ভাবনা রয়েছে । এখানে বলে রাখা দরকার, দিল্লি সরকার গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের দ্বিতীয় ধাপ শুরু করেছে । যার আওতায় বৃহস্পতিবার থেকে 'লাল বাতি লাগানো যানবাহন বন্ধ' অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কয়েকদিন আগে দিল্লি সরকারের পরিবেশমন্ত্রী গোপাল রাই এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন ।
- গত বছর দশেরার পর দিল্লি-এনসিআর শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স
শহর | 2019 | 2020 | 2021 | 2022 |
দিল্লি | 172 | 353 | 284 | 79 |
ফরিদাবাদ | 150 | 323 | 264 | 34 |
গাজিয়াবাদ | 186 | 365 | 349 | 69 |
গ্রেটার নয়ডা | 192 | 384 | 330 | 50 |
গুরুগ্রাম | 122 | 258 | 308 | 47 |
নয়ডা | 175 | 376 | 312 | 59 |
উল্লেখ্য: 50 পর্যন্ত এয়ার কোয়ালিটি ইনডেক্স ভালো এবং 100 পর্যন্ত সন্তোষজনক বলে বিবেচিত হয়)
আরও পড়ুন: বায়ুর দূষণের মাত্রা কমাতে পার্কিং ফি বৃদ্ধির নির্দেশ!
দিল্লিতে আতশবাজি তৈরি, সংরক্ষণ এবং বিক্রির উপর সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার কারণে রাবণ দহনে আতশবাজি আগের বছরের তুলনায় কম পোড়ানো হয়েছে ৷ 2022 সালের বিজয়া দশমীতে বৃষ্টির কারণে এনসিআরের দূষণ ধুয়ে গিয়েছিল ৷ গত 5 বছরে বিজয়া দশমীতে দূষণ সবচেয়ে বেশি ছিল 2020 সালে ৷