ETV Bharat / bharat

Delhi Air Quality: নিষেধাজ্ঞা সত্ত্বেও পুড়ল আতশবাজি, দশেরার পর দিল্লিতে বাড়ল বায়ু দূষণের মাত্রা - Air Pollution Level rises in Delhi

Air Pollution Level rises in Delhi: সরকারের তরফে আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা ৷ তা সত্ত্বেও দিল্লিতে দশেরাতে পোড়াল হল আতশবাজি ৷ এর ফলে বাড়ল বায়ু দূষণের মাত্রা ৷

Delhi Air Quality
বায়ু দূষণ
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2023, 8:00 PM IST

নয়াদিল্লি, 25 অক্টোবর: দিল্লিতে বায়ু দূষণের মাত্রা দিনে দিনে বাড়ছে ৷ তাই এবার দূষণ ঠেকাতে দিল্লিতে বাজি তৈরি, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে । তা সত্ত্বেও বিজয়া দশমীতে রাবণ দহনের সময় আতশবাজি ফাটাতে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় ৷ যদিও আতশবাজি পোড়ানো হলেও তার পরিমাণটা ছিল কম ৷ তাই দূষণের মাত্রা খুব বেশি বাড়েনি ।

মঙ্গলবার বিজয়া দশমীর পর দিল্লির বাতাসের গুণমানে খুব বেশি পার্থক্য দেখা যায়নি । সাফার-ইন্ডিয়া এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুসারে, দিল্লিতে আজ গড় বায়ু দূষণ 237 রেকর্ড করা হয়েছে । তবে এই পরিসংখ্যান কিছুটা স্বস্তির । কারণ 24 অক্টোবর অর্থাৎ দশেরার একদিন আগে দিল্লির গড় বাতাসের গুণমান রেকর্ড করা হয়েছিল 220 । দিল্লির বায়ু মানের গড় সূচক গত কয়েকদিন ধরে খুব খারাপ ছিল । তবে মঙ্গলবার সেটা খুব খারাপের দিকে যায়নি ৷

  • এ বছর দশেরার আগে এবং পরে দিল্লি-এনসিআর শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স
শহর 24 অক্টোবর25 অক্টোবর
দিল্লি 220237
ফরিদাবাদ 179 254
গাজিয়াবাদ 218 195
গ্রেটার নয়ডা248 246
গুরুগ্রাম158 176
নয়ডা170 196

মৌসম ভবনের অনুসারে, 26 অক্টোবর বায়ুর গুণমান খুব খারাপ বিভাগে থাকার সম্ভাবনা রয়েছে । এখানে বলে রাখা দরকার, দিল্লি সরকার গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের দ্বিতীয় ধাপ শুরু করেছে । যার আওতায় বৃহস্পতিবার থেকে 'লাল বাতি লাগানো যানবাহন বন্ধ' অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কয়েকদিন আগে দিল্লি সরকারের পরিবেশমন্ত্রী গোপাল রাই এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন ।

  • গত বছর দশেরার পর দিল্লি-এনসিআর শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স
শহর2019 2020 2021 2022
দিল্লি 17235328479
ফরিদাবাদ 150 323 264 34
গাজিয়াবাদ186 365 349 69
গ্রেটার নয়ডা192 384 33050
গুরুগ্রাম12225830847
নয়ডা175 376 31259

উল্লেখ্য: 50 পর্যন্ত এয়ার কোয়ালিটি ইনডেক্স ভালো এবং 100 পর্যন্ত সন্তোষজনক বলে বিবেচিত হয়)

আরও পড়ুন: বায়ুর দূষণের মাত্রা কমাতে পার্কিং ফি বৃদ্ধির নির্দেশ!

দিল্লিতে আতশবাজি তৈরি, সংরক্ষণ এবং বিক্রির উপর সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার কারণে রাবণ দহনে আতশবাজি আগের বছরের তুলনায় কম পোড়ানো হয়েছে ৷ 2022 সালের বিজয়া দশমীতে বৃষ্টির কারণে এনসিআরের দূষণ ধুয়ে গিয়েছিল ৷ গত 5 বছরে বিজয়া দশমীতে দূষণ সবচেয়ে বেশি ছিল 2020 সালে ৷

নয়াদিল্লি, 25 অক্টোবর: দিল্লিতে বায়ু দূষণের মাত্রা দিনে দিনে বাড়ছে ৷ তাই এবার দূষণ ঠেকাতে দিল্লিতে বাজি তৈরি, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে । তা সত্ত্বেও বিজয়া দশমীতে রাবণ দহনের সময় আতশবাজি ফাটাতে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় ৷ যদিও আতশবাজি পোড়ানো হলেও তার পরিমাণটা ছিল কম ৷ তাই দূষণের মাত্রা খুব বেশি বাড়েনি ।

মঙ্গলবার বিজয়া দশমীর পর দিল্লির বাতাসের গুণমানে খুব বেশি পার্থক্য দেখা যায়নি । সাফার-ইন্ডিয়া এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুসারে, দিল্লিতে আজ গড় বায়ু দূষণ 237 রেকর্ড করা হয়েছে । তবে এই পরিসংখ্যান কিছুটা স্বস্তির । কারণ 24 অক্টোবর অর্থাৎ দশেরার একদিন আগে দিল্লির গড় বাতাসের গুণমান রেকর্ড করা হয়েছিল 220 । দিল্লির বায়ু মানের গড় সূচক গত কয়েকদিন ধরে খুব খারাপ ছিল । তবে মঙ্গলবার সেটা খুব খারাপের দিকে যায়নি ৷

  • এ বছর দশেরার আগে এবং পরে দিল্লি-এনসিআর শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স
শহর 24 অক্টোবর25 অক্টোবর
দিল্লি 220237
ফরিদাবাদ 179 254
গাজিয়াবাদ 218 195
গ্রেটার নয়ডা248 246
গুরুগ্রাম158 176
নয়ডা170 196

মৌসম ভবনের অনুসারে, 26 অক্টোবর বায়ুর গুণমান খুব খারাপ বিভাগে থাকার সম্ভাবনা রয়েছে । এখানে বলে রাখা দরকার, দিল্লি সরকার গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের দ্বিতীয় ধাপ শুরু করেছে । যার আওতায় বৃহস্পতিবার থেকে 'লাল বাতি লাগানো যানবাহন বন্ধ' অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কয়েকদিন আগে দিল্লি সরকারের পরিবেশমন্ত্রী গোপাল রাই এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন ।

  • গত বছর দশেরার পর দিল্লি-এনসিআর শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স
শহর2019 2020 2021 2022
দিল্লি 17235328479
ফরিদাবাদ 150 323 264 34
গাজিয়াবাদ186 365 349 69
গ্রেটার নয়ডা192 384 33050
গুরুগ্রাম12225830847
নয়ডা175 376 31259

উল্লেখ্য: 50 পর্যন্ত এয়ার কোয়ালিটি ইনডেক্স ভালো এবং 100 পর্যন্ত সন্তোষজনক বলে বিবেচিত হয়)

আরও পড়ুন: বায়ুর দূষণের মাত্রা কমাতে পার্কিং ফি বৃদ্ধির নির্দেশ!

দিল্লিতে আতশবাজি তৈরি, সংরক্ষণ এবং বিক্রির উপর সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার কারণে রাবণ দহনে আতশবাজি আগের বছরের তুলনায় কম পোড়ানো হয়েছে ৷ 2022 সালের বিজয়া দশমীতে বৃষ্টির কারণে এনসিআরের দূষণ ধুয়ে গিয়েছিল ৷ গত 5 বছরে বিজয়া দশমীতে দূষণ সবচেয়ে বেশি ছিল 2020 সালে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.