নয়াদিল্লি, 22 অক্টোবর: সাংসদদের চিকিৎসায় বিশেষ আতিথেয়তা আর নয় ৷ এইমস-এর অধিকর্তা ডাঃ এম শ্রীনিবাস চিঠি লিখে এমন ফতোয়ার কথা জানিয়েছেন ৷ এবার থেকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটউট অফ মেডিক্যাল সায়েন্সেসে চিকিৎসা করাতে এলে আগের মতো খাতির পাবেন না দেশের সাংসদেরা ৷ ইতিমধ্যে এই বিধি কার্যকর করা হয়েছে ৷ এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছে চিকিৎসক সংগঠন (No VIP treatment for MPs) ৷
চিকিৎসক সংগঠন ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন (Federation of All India Medical Association, FAIMA) টুইট করেছে, "এইমস নিউ দিল্লিতে ভিআইপি কালচার পরিষেবা শুরুর জন্য চিঠি দেওয়া হয়েছিল ৷ সেই চিঠি প্রত্যাহারের জন্য স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রক, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এবং এইমস-এর অধিকর্তাকে ধন্যবাদ ৷ আমরা এই সিদ্ধান্তে খুশি ৷"
এইমস-এর অধিকর্তা একটি চিঠি দিয়ে সাংসদদের 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস' বা এসওপি (Standard Operating Procedures, SOP) সংক্রান্ত একটি নোটিশ জারি করেছিলেন ৷ বুধবার ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (Federation of Resident Doctors Association, FORDA) এবং অন্য চিকিৎসক সংগঠনগুলি এই নোটিশের তীব্র সমালোচনা করেন ৷
আরও পড়ুন: হিমাচল প্রদেশের বিলাসপুরে এইমসের উদ্বোধন প্রধানমন্ত্রীর
ওই ডাঃ শ্রীনিবাস চিঠিতে জানিয়েছিলেন, লোকসভা অথবা রাজ্যসভার সাংসদের বহির্বিভাগে ডাক্তার দেখাতে হলে তাঁর ব্যক্তিগত কর্মী এইমস-এর কর্তব্যরত আধিকারিকের সঙ্গে সরাসির যোগাযোগ করবেন ৷ তিনি ওই সাংসদের অসুস্থতা সংক্রান্ত বিষয় জানাবেন এবং বিশেষজ্ঞ/সুপারস্পেশ্যালিস্ট চিকিৎসকের সঙ্গে আলোচনা করবেন ৷ কর্তব্যরত আধিকারিক সংশ্লিষ্ট স্পেশ্যালিস্ট বা সুপারস্পেশ্যালিস্ট অথবা দফতরের প্রধানের সঙ্গে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করবেন ৷
এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এফওআরডিএ টুইট করে, "আমরা ভিআইপি সংস্কৃতিকে ধিক্কার জানাচ্ছি ৷ কোনও রোগীর বিশেষ খাতিরের জন্য আরেকজন রোগীকে যেন কষ্ট পেতে না হয় ৷" এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করেও প্রশ্ন করে ওই সংগঠন । তাদের প্রশ্ন , "একদিকে প্রধানমন্ত্রীজী বলছেন 'ভারতে কোথাও কোনও ভিআপি কালচার নেই' ৷ কিন্তু অন্য দিকে এইমস নয়াদিল্লির অধিকর্তা ডাঃ এম শ্রীনিবাস একটি চিঠি প্রকাশ করে ভিআইপি কালচার চালু করার কথা জানিয়েছেন ৷ অতীতের মতোই আমরা ভিআইপি কালচারের বিরুদ্ধে প্রতিবাদ করছি ৷"
বিভিন্ন চিকিৎসক সংগঠন লাগাতার টুইট করে এইমস ডিরেক্টরের এই সিদ্ধান্তের বিরোধিতা করতে থাকে ৷ শেষে সাংসদদের বিশেষ সুবিধে দেওয়ার চিঠি প্রত্যাহার করে নেন এইমস অধিকর্তা ৷
আরও পড়ুন: কর্তব্যরত অবস্থায় চাও খেতে পারবেন না নিরাপত্তারক্ষীরা ! জানিয়ে দিলেন এইমস অধিকর্তা