নয়াদিল্লি, 21 মার্চ: সোমবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে ভার্চুয়াল সামিটে মিলিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi-Morrison summit) ৷ তার আগে ভারতকে 29টি পুরাকীর্তি ফিরিয়ে দিল অজি সরকার (Australia returns 29 antiquities to India) ৷
সেই পুরাকীর্তিগুলির মধ্যে মূলত 6টি থিমের জিনিস রয়েছে ৷ শিব ও তাঁর শিষ্য, শক্তির পুজো, বিষ্ণু ও তাঁর বিভিন্ন অবতার, জৈন ঐতিহ্য, প্রতিকৃতি ও আলংকারিক বস্তু ফেরানো হয়েছে ভারতকে ৷ ইতিহাসের বিভিন্ন সময়ের নিদর্শন সেই পুরাকীর্তিগুলি ৷ এর কয়েকটি আবার নবম-দশম শতাব্দীর ৷
পুরাকীর্তিগুলি বিভিন্ন উপাদানে তৈরি ৷ কোনওটা মার্বেলের, কোনওটা ব্রোঞ্জের, পিতলের, কোনওটা আবার কাগজের ৷ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মিলেছে এই পুরাকীর্তিগুলি ৷ সেগুলি পশ্চিমবঙ্গ, রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু ও তেলাঙ্গানার ইতিহাসের সাক্ষ্য বহন করছে ৷
অস্ট্রেলিয়া যে পুরাকীর্তিগুলি ফিরিয়ে দিয়েছে, তা আজ খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই দুস্প্রাপ্য কীর্তির মধ্যে রয়েছে শিব ভৈরব, নবম-দশম শতাব্দীর রাজস্থানি বেলেপাথর, মাউন্ট আবু এলাকার জিনা ভাস্কর্য-সহ আরও নানা জিনিস ৷ এ ছাড়াও আছে মহারাজা স্যার কিষেন পেরশাদ ইয়ামিন লালা দীন দয়ালের প্রতিকৃতি, হীরালাল এ-র স্মারক প্রতিকৃতি ৷
চলতি বছরের শুরুর দিকে জানা যায়, ভারত থেকে চুরি যাওয়া প্রায় 200টি পুরাকীর্তি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi's virtual summit with his Australian counterpart) ৷
আরও পড়ুন: Comment of Ghulam Nabi Azad : 'রাজনৈতিক দলগুলি বিভাজন সৃষ্টি করে’, গুলাম নবির নিশানায় কংগ্রেসও