গুয়াহাটি : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপি শাসিত রাজ্য সরকারি দপ্তর থেকে শনিবার চা বাগান শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির কথা ঘোষণা করা হল । দৈনিক মজুরি ১৬৭ টাকা থেকে বেড়ে ২১৭ টাকা হল ।
দপ্তর সূত্রে জানা গেছে , মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী সর্বনন্দা সোনোয়াল চা বাগান শ্রমিকদের দৈনিক মজুরি ১৬৭ টাকা থেকে ২১৭ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেন ।
এ ছাড়াও ছোট চা বাগান শ্রমিকদেরও সমান মজুরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে । মুখ্য সভাপতি জে.বি.এক্কার অধীনে একটি এক সদস্যের কমিটিও গঠন করা হয় ।
অসম নির্বাচনের পূর্বে বিজেপি পরিচালিত সরকারের চা শ্রমিকদের এই বেতন বৃদ্ধির ইচ্ছাকৃত বিলম্বের সমালোচনা করে সরব হয় কংগ্রেস সহ সব বিরোধী দলগুলি । তাদের বক্তব্য ,শেষ কয়েক বছর ধরে চা বাগান শ্রমিকদের বেতন সংস্করণের ইচ্ছাকৃত বিলম্ব করা হয়েছে ।
প্রধান বিরোধী কংগ্রেসের দাবি , ২০১৪ লোকসভা নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসমের চা বাগান শ্রমিকদের দৈনিক মজুরি সংশোধন করে ৩৫০ টাকা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ।
যখন দক্ষিণ অসমের চা বাগান শ্রমিকরা দৈনিক ১৪৫ টাকা মজুরি পাচ্ছে, তখন এই রাজ্যেরই অন্য এলাকার চা বাগান শ্রমিকরা দৈনিক ১৬৭ টাকা মজুরি পাচ্ছে ।
দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ফেব্রুয়ারির ৬ তারিখে ' চা বাগিচা ধন পুরস্কার মেলা ' প্রকল্পের আওতাধীন অসমের ৭ লাখ ৪৬ হাজার ৬৬৭ জন চা বাগান শ্রমিকদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে বন্টন করেন । এই প্রকল্পের তৃতীয় পর্যায়ে , মোট ২২৪ কোটি টাকা বন্টন করা হয়েছে । যেখানে রাজ্যের সব জায়গায় ৭ লাখ ৪৬ হাজার ৬৬৭ জন চা বাগান শ্রমিকদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৩ হাজার টাকা হস্তান্তরিত করা হয় ।
২০১৭-১৮ আর্থিক বছরে আসাম সরকার এই প্রকল্প চালু করে এবং সেই বছরই ৬ লাখ ৩৩ হাজার ৪১১ জন চা বাগান শ্রমিকদের প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা প্রদান করা হয় । এমনকি পরবর্তী বছরেও ৭ লাখ ১৫ হাজার ৯৭৯ জনের ব্যাংক অ্যাকাউন্টে একই পরিমাণ অর্থ জমা করা হয়।
আসামে ৮৫০ টি সংগঠিত শাখার টি এস্টেটের চা বাগান শ্রমিকের সংখ্যা ১০ লাখের উপর । এই রাজ্যটি মোটামুটিভাবে ৫৫ শতাংশ চা উৎপাদন করে যা ভারতের মোট চা উৎপাদনের ১৩৮৯.৭০ মিলিয়ন কেজি ।চা উপজাতি সম্প্রদায়গুলি রাজ্যের ১২৬ টি বিধানসভা আসনের ৩০ থেকে ৩৫ টিতে ভোট নির্ধারণ করে।
শনিবারের মন্ত্রিসভার বৈঠকে এও সিদ্ধান্ত হয় যে , আসন্ন বিধানসভা নির্বাচনে ১০ বিঘা জমি কামরূপের ওয়াল্ড রিনিউয়াল স্পিরিচুয়াল ট্রাস্ট কে বরাদ্দ করা হবে এর পাশাপাশি ৮ হাজার হুইলচেয়ার কেনার অনুমোদনও দেওয়া হয় । সম্ভবত এই বছর এপ্রিল - মে মাসে অনুষ্ঠিত হবে ।