আগরা, 10 অক্টোবর: প্রতিবাদের অভিনব পথ বেছে নিলেন আগরার বাসিন্দারা ৷ জমা জল, খারাপ রাস্তা-সহ একাধিক ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন তাঁরা (Protest Against Road and Waterlogging Problem) ৷ কিন্তু, তাতে কোনও কাজ না হওয়ায়, এ বার স্থানীয় কলোনিগুলির নাম বদলে দিলেন স্থানীয়রা (Agra Residents Renamed Colony) ৷ কোনও কলোনির নাম রাখা হল, ‘নরকপুরী’, তো কোথাও ‘কিচরনগর’ ৷ এমন বিবিধ নামকরণ করা হল আগরার বিভিন্ন কোলনির ৷
প্রসঙ্গত, বর্ষা বিদায় নিয়েছে প্রায় সপ্তাহ 2 পেরিয়ে গিয়েছে ৷ কিন্তু, উত্তরপ্রদেশের আগরার একাধিক রাস্তায় এখনও জমা জলের সমস্যা মেটেনি বলে অভিযোগ উঠেছে ৷ কোথাও আবার জল জমে গেলেও, খারাপ রাস্তার কারণে কাদায় ভরে রয়েছে ৷ সেই সঙ্গে খানাখন্দের কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটছে আগরার বহু রাস্তায় ৷ মূলত আগরার বিভিন্ন কলোনিতে ৷ এ নিয়ে একাধিকবার প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ওইসব কলোনির বাসিন্দারা ৷
এই পরিস্থিতিতে নিজেরাই এক অভিনব প্রতিবাদে সামিল হয়েছেন ৷ আগরা জেলার বিভিন্ন কোলনির নাম বদলে দিয়েছেন স্থানীয়রাই ৷ সেই মতো বদলে যাওয়া কলোনির নামের বোর্ডও বসিয়ে দিয়েছেন তাঁরা ৷ যেমন বদায়ুনগরের নাম বদল করে রাখা হয়েছে ‘ঘিনোনানগর’ ৷ তেমনি ‘নরকপুরী’, ‘কিচরনগর’, ‘নালা সরোবর’ এমন বিবিধ নাম কলোনিগুলির বদলে যাওয়া বোর্ডে দেখা গিয়েছে ৷
আরও পড়ুন: মোদির সফরের 10 দিনের মধ্যেই উধাও পিচের প্রলেপ ! ম্যাঙ্গালুরুর রাস্তায় মরণফাঁদ
এ নিয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, তাঁরা জেলা প্রশাসনের তরফে কোনও সহায়তা পাচ্ছেন না ৷ এমনকি সাংসদ, বিধায়ক এবং পৌরনিগমের সংশ্লীষ্ট দফতরেও অভিযোগ জানিয়েছেন ৷ কিন্তু, সব অভিযোগই বিফলে গিয়েছে বলে দাবি করেছেন তাঁরা ৷ এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন বাসিন্দারা ৷