ETV Bharat / bharat

Threat Message of Terrorist Attack: 26/11-ধাঁচে মুম্বইয়ে ফের নাশকতার ছক! হুমকি এল সোশাল মিডিয়ায়

ফের 26/11-র কায়দায় মুম্বই শহরে হতে পারে জঙ্গি হামলা ৷ এমনই হুমকি এল টুইটারে (A threat message warning terrorist attack on Mumbai on twitter) ৷ ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ ৷ যদিও তাঁদের প্রাথমিক অনুমান, এটি ভুয়ো কল ছাড়া কিছুই নয় ৷

Threat Message of Terrorist Attack
মুম্বইয়ে নাশকতার হুমকি এল সোশাল মিডিয়ায়
author img

By

Published : Feb 4, 2023, 4:49 PM IST

Updated : Feb 4, 2023, 5:56 PM IST

মুম্বই, 4 ফেব্রুয়ারি: ফের সন্ত্রাসবাদের নিশানায় মুম্বই, 26/11-র ধাঁচে দেশের বাণিজ্যনগরীতে ফের হতে পারে নাশকতা ৷ শনিবারই এমনই হুমকি বার্তা ভেসে এল সামাজিক যোগাযোগ মাধ্যমে (A threat message warning terrorist attack on Mumbai on twitter) ৷ মাইক্রোব্লগিং সাইট টুইটারে গুজরাত নিবাসী এক ব্য়ক্তির অ্যাকাউন্ট থেকে এই হুমকি এসেছে বলে জানিয়েছে পুলিশ ৷ যদিও তার নাম জানা সম্ভব হয়নি ৷ প্রাথমিকভাবে এটিকে ভুয়ো হমকি বলে মনে করলেও হাত-পা গুটিয়ে বসে থাকতে রাজি নয় মুম্বই পুলিশ ৷

ইতিমধ্যেই মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ গত শুক্রবার এমনই এক হুমকি মেল এসেছিল এনআইএ দফতরে (NIA received a hoax call yesterday) ৷ তালিবান-ঘনিষ্ঠ একটি জঙ্গি সংগঠন বাণিজ্যনগরীতে নাশকতার ছক চালাচ্ছে বলে জানানো হয় মেলটিতে ৷ তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, শহরবাসীকে আশ্বস্ত করেছেন মুম্বই পুলিশ কমিশনার বিবেক ফনসলকর ৷ তিনি জানান, নেতাদের প্ররোচনায় বেশ কিছু মৌলবাদী সংগঠন শহরজুড়ে এমনই বিক্ষিপ্ত হামলার ছক কষছে ৷ কিন্তু মুম্বই পুলিশ সজাগ রয়েছে এবং শহরবাসীর এতে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন বিবেক ফনসলকর ৷ তবে সন্দেহভাজন কিছু লক্ষ্য করলে পুলিশকে তৎক্ষণাৎ জানানোর অনুরোধ করা হয়েছে ৷

আরও পড়ুন: বস্ত্র বিতরণ অনুষ্ঠানে দুর্ঘটনা, তামিলনাড়ুতে পদপৃষ্ট হয়ে মৃত 4

বিবেক ফনসলকর বিবৃতিতে বলেছেন, "মুম্বই পুলিশ লাগাতার এমন হুমকি পেয়ে আসছে ৷ তবে আমরা সতর্ক ৷ হুমকি মিললেই তা খতিয়ে দেখা হচ্ছে ৷ তবে মুম্বই নিরাপদেই আছে, মুম্বইকরদের আতঙ্কে ভোগার কোনও কারণ নেই ৷" সূত্রের খবর, শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এমনই এক হুমকি বার্তা পাওয়ার পর থেকে দেশের অন্যান্য বড় শহর এবং রাজ্যগুলিকে সতর্ক করে দেওয়া হয় ৷ মুম্বই শহরের বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়, মোতায়েন করা হয় বম্ব স্কোয়াড ৷ দিনকয়েক আগেও মুম্বই পুলিশের কাছে শহরে 26/11-র ধাঁচে হামলার ভুয়ো কল আসে ৷

মুম্বই, 4 ফেব্রুয়ারি: ফের সন্ত্রাসবাদের নিশানায় মুম্বই, 26/11-র ধাঁচে দেশের বাণিজ্যনগরীতে ফের হতে পারে নাশকতা ৷ শনিবারই এমনই হুমকি বার্তা ভেসে এল সামাজিক যোগাযোগ মাধ্যমে (A threat message warning terrorist attack on Mumbai on twitter) ৷ মাইক্রোব্লগিং সাইট টুইটারে গুজরাত নিবাসী এক ব্য়ক্তির অ্যাকাউন্ট থেকে এই হুমকি এসেছে বলে জানিয়েছে পুলিশ ৷ যদিও তার নাম জানা সম্ভব হয়নি ৷ প্রাথমিকভাবে এটিকে ভুয়ো হমকি বলে মনে করলেও হাত-পা গুটিয়ে বসে থাকতে রাজি নয় মুম্বই পুলিশ ৷

ইতিমধ্যেই মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ গত শুক্রবার এমনই এক হুমকি মেল এসেছিল এনআইএ দফতরে (NIA received a hoax call yesterday) ৷ তালিবান-ঘনিষ্ঠ একটি জঙ্গি সংগঠন বাণিজ্যনগরীতে নাশকতার ছক চালাচ্ছে বলে জানানো হয় মেলটিতে ৷ তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, শহরবাসীকে আশ্বস্ত করেছেন মুম্বই পুলিশ কমিশনার বিবেক ফনসলকর ৷ তিনি জানান, নেতাদের প্ররোচনায় বেশ কিছু মৌলবাদী সংগঠন শহরজুড়ে এমনই বিক্ষিপ্ত হামলার ছক কষছে ৷ কিন্তু মুম্বই পুলিশ সজাগ রয়েছে এবং শহরবাসীর এতে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন বিবেক ফনসলকর ৷ তবে সন্দেহভাজন কিছু লক্ষ্য করলে পুলিশকে তৎক্ষণাৎ জানানোর অনুরোধ করা হয়েছে ৷

আরও পড়ুন: বস্ত্র বিতরণ অনুষ্ঠানে দুর্ঘটনা, তামিলনাড়ুতে পদপৃষ্ট হয়ে মৃত 4

বিবেক ফনসলকর বিবৃতিতে বলেছেন, "মুম্বই পুলিশ লাগাতার এমন হুমকি পেয়ে আসছে ৷ তবে আমরা সতর্ক ৷ হুমকি মিললেই তা খতিয়ে দেখা হচ্ছে ৷ তবে মুম্বই নিরাপদেই আছে, মুম্বইকরদের আতঙ্কে ভোগার কোনও কারণ নেই ৷" সূত্রের খবর, শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এমনই এক হুমকি বার্তা পাওয়ার পর থেকে দেশের অন্যান্য বড় শহর এবং রাজ্যগুলিকে সতর্ক করে দেওয়া হয় ৷ মুম্বই শহরের বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়, মোতায়েন করা হয় বম্ব স্কোয়াড ৷ দিনকয়েক আগেও মুম্বই পুলিশের কাছে শহরে 26/11-র ধাঁচে হামলার ভুয়ো কল আসে ৷

Last Updated : Feb 4, 2023, 5:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.