ETV Bharat / bharat

Suspected Blast in Lalian : বিস্ফোরণ ? প্রধানমন্ত্রী সফরের আগে লালিয়ানে চাষের জমিতে ঝলসে উঠল আগুন

author img

By

Published : Apr 24, 2022, 8:58 AM IST

Updated : Apr 24, 2022, 10:56 AM IST

আজ উপত্যকায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জম্মু ও কাশ্মীরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ তারই মধ্যে চাষের জমিতে আগুনের ফুলকি ! তাহলে কি বিস্ফোরণ (Suspected Blast in Lalian) ?

Jammu and Kashmir Blast
জম্মুর লালিয়ান গ্রামে সন্দেহজনক বিস্ফোরণ

লালিয়ান, 24 এপ্রিল : প্রধানমন্ত্রী সফরের আগে উত্তেজনা উপত্যকায় ৷ জম্মুর বিশনাহ-র লালিয়ান গ্রামে চাষের জমিতে হঠাৎ আলো ঝলসে ওঠে ৷ সেটি উল্কাপাত নাকি বিস্ফোরণ, সে বিষয়ে নিশ্চিত হয়নি গ্রামবাসী তথা পুলিশ ৷ জায়গাটি থেকে পল্লিগ্রামের দূরত্ব খুব বেশি নয় ৷ আজ পঞ্চায়েতি রাজ দিবসে সেখানেই যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (A suspected blast was reported in Lalian village of Bishnah Jammu) ৷

  • A suspected blast was reported by villagers in open agricultural land in Lalian village, Bishnah, Jammu. Police is suspecting a lightning strike or a meteorite. Investigation underway: Jammu & Kashmir Police pic.twitter.com/Eyi25d59pf

    — ANI (@ANI) April 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চাষের জমিতে আগুন ঝলসে উঠতে দেখে লালিয়ান গ্রামের বাসিন্দারা পুলিশে খবর দেয় ৷ জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, জম্মুর বিশনাহ এলাকার লালিয়ান গ্রামে চাষের জমিতে একটি সন্দেহজনক বিস্ফোরণের কথা জানিয়েছে গ্রামবাসীরা ৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

এদিকে 2019-এর 5 অগস্ট 370 ধারা বিলোপের পর এই প্রথম জম্মু ও কাশ্মীরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস উপলক্ষ্যে সাম্বা জেলার পল্লিগ্রাম পঞ্চায়েতে যাবেন তিনি ৷ সেখানে থেকে দেশের সব গ্রামসভার উদ্দেশ্যে ভাষণ দেবেন ৷ এছাড়া উপত্যকার উন্নয়নে 20 হাজার কোটি টাকারও বেশি অর্থমূল্যের একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷

জম্মুর লালিয়ান গ্রামে চাষের জমিতে আগুন দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসী

আরও পড়ুন : PM Modi in Jammu-Kashmir : 370 ধারা বিলোপের পর আজ প্রথম জম্মু-কাশ্মীরে প্রধানমন্ত্রী মোদি

প্রতি বছর পঞ্চায়েতি রাজ মন্ত্রক 24 এপ্রিল দিনটিকে 'জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস' (National Panchayati Raj Day, NPRD) হিসেবে পালন করে ৷ দেশে পঞ্চায়েত ব্যবস্থার (Panchayati Raj system) সাংবিধানিক অধিকার বজায় রাখা, জোরদার করাই এর উদ্দেশ্য ৷

প্রধানমন্ত্রী তাঁর শুভেচ্ছা বার্তা টুইট করেছেন, "সবাইকে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসে শুভেচ্ছা ৷ ভারতীয় গণতন্ত্রে ভিত্তিস্তম্ভ পঞ্চায়েত ৷ নতুন ভারতের উন্নতির শক্তি এর উপরেই ৷ আসুন, আজ আমরা আত্মনির্ভর ভারত গড়তে পঞ্চয়েতগুলিকে শক্তিশালী করার প্রতিজ্ঞা করি ৷"

  • आप सभी को राष्ट्रीय पंचायती राज दिवस की ढेरों शुभकामनाएं। पंचायतें भारतीय लोकतंत्र का आधारस्तंभ हैं, जिनकी मजबूती में ही नए भारत की समृद्धि निहित है। आइए, आत्मनिर्भर भारत के निर्माण में अपनी पंचायतों को और अधिक सशक्त करने का संकल्प लें।

    — Narendra Modi (@narendramodi) April 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লালিয়ান, 24 এপ্রিল : প্রধানমন্ত্রী সফরের আগে উত্তেজনা উপত্যকায় ৷ জম্মুর বিশনাহ-র লালিয়ান গ্রামে চাষের জমিতে হঠাৎ আলো ঝলসে ওঠে ৷ সেটি উল্কাপাত নাকি বিস্ফোরণ, সে বিষয়ে নিশ্চিত হয়নি গ্রামবাসী তথা পুলিশ ৷ জায়গাটি থেকে পল্লিগ্রামের দূরত্ব খুব বেশি নয় ৷ আজ পঞ্চায়েতি রাজ দিবসে সেখানেই যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (A suspected blast was reported in Lalian village of Bishnah Jammu) ৷

  • A suspected blast was reported by villagers in open agricultural land in Lalian village, Bishnah, Jammu. Police is suspecting a lightning strike or a meteorite. Investigation underway: Jammu & Kashmir Police pic.twitter.com/Eyi25d59pf

    — ANI (@ANI) April 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চাষের জমিতে আগুন ঝলসে উঠতে দেখে লালিয়ান গ্রামের বাসিন্দারা পুলিশে খবর দেয় ৷ জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, জম্মুর বিশনাহ এলাকার লালিয়ান গ্রামে চাষের জমিতে একটি সন্দেহজনক বিস্ফোরণের কথা জানিয়েছে গ্রামবাসীরা ৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

এদিকে 2019-এর 5 অগস্ট 370 ধারা বিলোপের পর এই প্রথম জম্মু ও কাশ্মীরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস উপলক্ষ্যে সাম্বা জেলার পল্লিগ্রাম পঞ্চায়েতে যাবেন তিনি ৷ সেখানে থেকে দেশের সব গ্রামসভার উদ্দেশ্যে ভাষণ দেবেন ৷ এছাড়া উপত্যকার উন্নয়নে 20 হাজার কোটি টাকারও বেশি অর্থমূল্যের একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷

জম্মুর লালিয়ান গ্রামে চাষের জমিতে আগুন দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসী

আরও পড়ুন : PM Modi in Jammu-Kashmir : 370 ধারা বিলোপের পর আজ প্রথম জম্মু-কাশ্মীরে প্রধানমন্ত্রী মোদি

প্রতি বছর পঞ্চায়েতি রাজ মন্ত্রক 24 এপ্রিল দিনটিকে 'জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস' (National Panchayati Raj Day, NPRD) হিসেবে পালন করে ৷ দেশে পঞ্চায়েত ব্যবস্থার (Panchayati Raj system) সাংবিধানিক অধিকার বজায় রাখা, জোরদার করাই এর উদ্দেশ্য ৷

প্রধানমন্ত্রী তাঁর শুভেচ্ছা বার্তা টুইট করেছেন, "সবাইকে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসে শুভেচ্ছা ৷ ভারতীয় গণতন্ত্রে ভিত্তিস্তম্ভ পঞ্চায়েত ৷ নতুন ভারতের উন্নতির শক্তি এর উপরেই ৷ আসুন, আজ আমরা আত্মনির্ভর ভারত গড়তে পঞ্চয়েতগুলিকে শক্তিশালী করার প্রতিজ্ঞা করি ৷"

  • आप सभी को राष्ट्रीय पंचायती राज दिवस की ढेरों शुभकामनाएं। पंचायतें भारतीय लोकतंत्र का आधारस्तंभ हैं, जिनकी मजबूती में ही नए भारत की समृद्धि निहित है। आइए, आत्मनिर्भर भारत के निर्माण में अपनी पंचायतों को और अधिक सशक्त करने का संकल्प लें।

    — Narendra Modi (@narendramodi) April 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Apr 24, 2022, 10:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.