ETV Bharat / bharat

Extra Marital Affair: বাড়িতে ডেকে প্রেমিকের গোপনাঙ্গ কাটলেন যুবতী - বাড়িতে কেউ নেই জানিয়ে ডেকে

অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) ডক্টর বিআর আম্বেদকরের কোনসিমা জেলায় এক যুবতী প্রেমিকের গোপনাঙ্গ (Private Part) কেটে দিয়েছেন বলে অভিযোগ ৷

Extra Marital Affair
প্রতীকী ছবি
author img

By

Published : Dec 20, 2022, 3:45 PM IST

Updated : Dec 20, 2022, 3:51 PM IST

রাজোলু (অন্ধ্রপ্রদেশ), 20 ডিসেম্বর: পরকীয়ার (Extra Marital Affair) সন্দেহে প্রেমিকের গোপনাঙ্গ (Private Part) কেটে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) ডক্টর বিআর আম্বেদকরের কোনসিমা জেলায় ৷ পুলিশ জানিয়েছে, ওই যুবক মালিকিপুরম মণ্ডলের গুড়াপল্লির বাসিন্দা ৷ বউদির সঙ্গে তাঁর পরকীয়া ছিল বলে সন্দেহ ছিল প্রেমিকার ৷ তার জেরেই তিনি এই ঘটনা ঘটান বলে পুলিশের দাবি ৷

পুলিশ জানিয়েছে, চলতি মাসের 17 তারিখ ঘটনাটি ঘটে৷ ওই দিন মেয়েটি প্রেমিককে (Boyfriend) ডেকে পাঠান তিনি ৷ জানান যে তাঁর বাড়িতে কেউ নেই ৷ প্রেমিক হাজির হওয়ার পর তাঁদের মধ্যে গোলমাল হয় ৷ বউদির সঙ্গে পরকীয়া নিয়ে প্রেমিকের সঙ্গে রীতিমতো ঝগড়া করেন ওই যুবতী ৷

অভিযোগ, সেই সময়ই ওই যুবতী ব্লেড দিয়ে প্রেমিকের গোপনাঙ্গ একাধিকবার আঘাত করেন ৷ গুরুতর জখম অবস্থায় ওই যুবককে নিয়ে যাওয়া হয় রাজোলু সরকারি হাসপাতালে ৷ সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা হয় ৷ তার পর তাঁকে স্থানান্তরিত করে দেওয়া হয় আমালাপুরমের একটি বেসরকারি হাসপাতালে৷ আপাতত তিনি সেখানে চিকিৎসাধীন ৷

সোমবার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে । এদিকে আহত যুবক বিবাহিত ৷ তাঁর দুই সন্তানও রয়েছে ৷

আরও পড়ুন: পরকীয়ায় বাধা দেওয়ায় ছেলেকে খুন, অভিযুক্ত মা

রাজোলু (অন্ধ্রপ্রদেশ), 20 ডিসেম্বর: পরকীয়ার (Extra Marital Affair) সন্দেহে প্রেমিকের গোপনাঙ্গ (Private Part) কেটে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) ডক্টর বিআর আম্বেদকরের কোনসিমা জেলায় ৷ পুলিশ জানিয়েছে, ওই যুবক মালিকিপুরম মণ্ডলের গুড়াপল্লির বাসিন্দা ৷ বউদির সঙ্গে তাঁর পরকীয়া ছিল বলে সন্দেহ ছিল প্রেমিকার ৷ তার জেরেই তিনি এই ঘটনা ঘটান বলে পুলিশের দাবি ৷

পুলিশ জানিয়েছে, চলতি মাসের 17 তারিখ ঘটনাটি ঘটে৷ ওই দিন মেয়েটি প্রেমিককে (Boyfriend) ডেকে পাঠান তিনি ৷ জানান যে তাঁর বাড়িতে কেউ নেই ৷ প্রেমিক হাজির হওয়ার পর তাঁদের মধ্যে গোলমাল হয় ৷ বউদির সঙ্গে পরকীয়া নিয়ে প্রেমিকের সঙ্গে রীতিমতো ঝগড়া করেন ওই যুবতী ৷

অভিযোগ, সেই সময়ই ওই যুবতী ব্লেড দিয়ে প্রেমিকের গোপনাঙ্গ একাধিকবার আঘাত করেন ৷ গুরুতর জখম অবস্থায় ওই যুবককে নিয়ে যাওয়া হয় রাজোলু সরকারি হাসপাতালে ৷ সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা হয় ৷ তার পর তাঁকে স্থানান্তরিত করে দেওয়া হয় আমালাপুরমের একটি বেসরকারি হাসপাতালে৷ আপাতত তিনি সেখানে চিকিৎসাধীন ৷

সোমবার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে । এদিকে আহত যুবক বিবাহিত ৷ তাঁর দুই সন্তানও রয়েছে ৷

আরও পড়ুন: পরকীয়ায় বাধা দেওয়ায় ছেলেকে খুন, অভিযুক্ত মা

Last Updated : Dec 20, 2022, 3:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.