আনগুল, 8 অগস্ট: প্রশাসন তথা জেলাশাসককে খুঁজে দিতে হবে জীবনসঙ্গী ! এমনই দাবি জানিয়ে ওড়িশার আনগুলের জেলাশাসকের গ্রিভেন্স সেলে একটি চিঠি জমা পড়েছে ৷ যেখানে সঞ্জীব মহাপাত্র নামে বিশেষভাবে সক্ষম ব্যক্তি এই আবেদন করেছেন ৷ তাঁর দাবি, তিনি চলাফেরা করতে পারেন না ৷ তিনি বিয়ে করতে চান ৷ কিন্তু, তাঁর পরিবার বিয়ের জন্য পাত্রীর খোঁজ করেও পায়নি ৷ এই অবস্থায় জেলশাসককে এমন একজন পাত্রী খুঁজে দিতে হবে, যিনি সঞ্জীব এবং তাঁর বাবা-মায়ের যত্ন নেবেন ৷
নিজের পায়ে চলাফেরা করতে পারেন না ৷ অন্যের ভরসায় জীবনযাপন করতে হয় ওড়িশার ছেন্দিপাড়া ব্লকের বাসিন্দা সঞ্জীব মহাপাত্রকে ৷ বাবা-মা একমাত্র ভরসা সঞ্জীবের ৷ তাঁর বড় দাদা রয়েছেন ৷ কিন্তু তিনি পরিবার নিয়ে অন্যত্র বসবাস করেন ৷ এই অবস্থায় তাঁর জীবনসঙ্গীর প্রয়োজন ৷ যিনি সঞ্জীব এবং তাঁর বাবা-মায়ের যত্ন নেবেন ৷ কিন্তু, কোনও মেয়ে তাঁকে বিয়ে করতে রাজি নন ৷ তাই আনগুল জেলাশাসকের নাগরিক পরিষেবা সংক্রান্ত অভিযোগ বিভাগ বা গ্রিভেন্স সেলে একটি চিঠি লিখেছেন সঞ্জীব মহাপাত্র ৷ দাবি, প্রশাসন তথা জেলাশাসককে তাঁর বিয়ের জন্য পাত্রী খুঁজে দিতে হবে ৷
সঞ্জীব মহাপাত্রের এই চিঠির খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে ৷ কারণ, যে গ্রিভেন্স সেল খোলা হয়েছে নাগরিকদের সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার জন্য ৷ সেখানে এমন অদ্ভুত আবদারে গ্রিভেন্স সেলের কর্মীরা হতবাক ৷ এমনকি গ্রিভেন্স সেলে নিজের অভিযোগ থুড়ি দাবির শুনানিতেও হাজির হন সঞ্জীব মহাপাত্র এবং তাঁর বাবা ৷ গ্রিভেন্স সেলের কর্মীদের কাছেও তিনি, একই কথা বলেছেন ৷ তাঁর বাবা-মা অনেক চেষ্টা করেও কোনও পাত্রী জোগাড় করতে পারেননি ৷ তাই জেলা প্রশাসনকে সঞ্জীব মহাপাত্রের বিয়ের জন্য মেয়ে খুঁজে দিতে হবে ৷
আরও পড়ুন: 13 ঘণ্টা স্বামীর বাড়ির সামনে ধরনা ! ফের বিয়ের পিঁড়িতে মোনালিসা-বিবেক
আর শুধু বিয়ের জন্য পাত্রী হলেই হবে না ৷ সেই পাত্রীকে সঞ্জীব এবং তাঁর বৃদ্ধ বাবা-মায়ের সেবা-যত্ন করতে হবে ৷ আর এই পাত্রী খোঁজার কাজ যত দ্রুত সম্ভব করার আবেদনও জানিয়েছেন তিনি ৷ জেলাশাসকের গ্রিভেন্স সেলে আরও একটি আর্জি রেখেছেন ৷ তাঁর চলাফেরার জন্য একটি ট্রাই-সাইলেক অর্থাৎ, তিনচাকার হাত দিয়ে চালানো সাইকেল দেওয়া ৷ প্রথম দাবি সম্পর্কে কোনও আশ্বাস না দিলেও, দ্বিতীয় দাবি অবশ্যই পূরণ করার আশ্বাস দিয়েছে আনগুল জেলাশাসকের গ্রিভেন্স সেল ৷