কটক, 4 জুলাই: 69 জন ছাত্রছাত্রীর ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে ছবি রয়েছে একটাই ৷ সংশ্লিষ্ট ছাত্র বা ছাত্রী নয়, সার্টিফিকেটে ছবি রয়েছে অন্য কারও ৷ ওড়িশার কটক জেলার নিশিন্তকোহিলি ব্লকের একটি স্কুলে এই ঘটনায় সমস্যায় পড়েছে ছাত্রছাত্রীরা ৷ দ্বাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে এই ভুল শংসাপত্র গ্রহণ করা হচ্ছে না অনেক জায়গায় ৷ ওড়িশার মাধ্যমিক শিক্ষা বোর্ড (বিএসই)-এর এই ভুল নিয়ে সরব হয়েছে ছাত্রছাত্রীরা ৷
ভুল ছবি দেওয়া শংসাপত্র কর্তৃপক্ষ গ্রহণ না করায় প্লাস টু-তে ভর্তি প্রক্রিয়ায় সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন শিক্ষার্থী । আশ্চর্যের বিষয় যে, ছাত্রছাত্রীরা যখন সামেটিভ অ্যাসেসমেন্টের অ্যাডমিট কার্ড পেয়েছিল, তখনই তারা প্রথম এই বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আনে ৷ কিন্তু তারপরও সেই ভুল সংশোধন করা হয়নি ৷ এরপর স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের দ্বিতীয় সামেটিভ অ্যাসেসমেন্টে ভুল সংশোধনের আশ্বাস দেয় ।
যদিও ছাত্ররা জানিয়েছে, "দ্বিতীয় সামেটিভ অ্যাসেসমেন্টর অ্যাডমিট কার্ডেও একই ত্রুটি পাওয়া যায় । সেই সময় স্কুল কর্তৃপক্ষ আমাদের বলে যে, আমরা যেন আমাদের ছবি নিজেদের অ্যাডমিট কার্ডে লাগিয়ে নিই ৷ সে ভাবেই পরীক্ষায় বসার অনুমতি দেয় স্কুল কর্তৃপক্ষ । এখন আমরা যখন ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট নিতে গেলাম, সেখানেও আমাদের সকলের সার্টিফিকেটে একই ছবি ছাপা হয়েছে ৷"
আরও পড়ুন: রাজস্থানে নিটের প্রস্তুতি নিচ্ছিলেন, আচমকা রহস্যজনক মৃত্যু পুরুলিয়ার ছাত্রের
ছাত্রদের ভবিষ্যৎ সংক্রান্ত এত বড় একটা ভুল করার পরও ওড়িশা বিএসই-র ভাইস-প্রেসিডেন্ট নীহার রঞ্জন মোহান্তি বিষয়টিকে হালকা ভাবেই নিয়েছেন বলে মত বিশেষজ্ঞদের ৷ মোহান্তি বলেন, "আমরা এমন কোনও অভিযোগ পাইনি । কিন্তু ভর্তির জন্য শুধুমাত্র তথ্য প্রয়োজন । এটা বড় কথা নয় । ছবি পরিবর্তন হলে, আমরা তা সংশোধন করব । আমরা 6 লাখ শিক্ষার্থীর জন্য পরীক্ষা পরিচালনা করছি এবং এটি কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে হতে পারে । আমরা এটা ঠিক করে দেব ।"