চন্ডীগড়, 9 জানুয়ারি: অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ 500 ছাত্রীর ৷ প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মেদি ও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে চিঠিও দিয়েছেন চৌধুরি দেবী লাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ৷ অভিযুক্ত ওই অধ্যাপকের বরখাস্তের দাবি জানিয়েছেন ৷ পাশাপাশি প্রাক্তন বিচারপতির অধীনে তদন্ত দাবি করেছেন পড়ুয়ারা ৷ হরিয়ানার এই বিশ্ব বিদ্যালয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ৷
এই চিঠির একাধিক কপি পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আজমের সিং মালিক, রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা-সহ অন্যান্যদের ৷ চিঠিতে অধ্যাপকের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ করেছেন সংশ্লিষ্ট বিশ্ব বিদ্যালয়ের পড়ুয়ারা । অভিযুক্ত ওই অধ্যাপকের বিরুদ্ধে পড়ুয়াদের অভিযোগ, তিনি ছাত্রীদের অফিসে ডেকে তাদের সঙ্গে অভব্য় আচরণ করতেন ৷ ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করতেন ৷ কোনও ছাত্রী প্রতিবাদ করলে তাঁদের চরম পরিণতির হুমকি দিতেন ৷ ছাত্রীদের ওই চিঠিতেই দাবি করা হয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাজেশ কুমার বনসালকে একটি চিঠিতে সমস্ত জানানো হয়েছে ৷ শ্লীলতাহানি সম্পর্কিত বেনামী একটি চিঠিও পেয়েছেন বলে স্বীকার করেছেন রেজিস্ট্রার ৷
এই প্রসঙ্গেই চৌধুরি দেবীলাল বিশ্ববিদ্যালয়ের ভিসি আজমির মালিক বলেন, "বিষয়টির গুরুত্ব বিবেচনা করে 7সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ছাত্রীদের জবানবন্দি রেকর্ড করা হচ্ছে। বেনামী চিঠির তদন্তের প্রয়োজন নেই ৷ তবে এটি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে।"
স্থানীয় এডিজিপি শ্রীকান্ত যাদব বলেন, "বিষয়টির তদন্ত চলছে। এএসপি দীপ্তি গর্গের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ছাত্রীদের বক্তব্য রেকর্ড করা হচ্ছে ৷ বিবৃতির ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এএসপির নেতৃত্বে তদন্ত প্রতিবেদন আসার পরই বিশেষ তদন্তকারী দল (এসআইটি) বিবেচনা করা হবে।"
সূত্র: সংবাদ সংস্থা
আরও পড়ুন: