সোলাপুর, 4 জুন : অতিমারি করোনা ভারতের বহু পরিবারকেই বিধ্বস্ত করে দিয়েছে ৷ এবার তেমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্রের সোলাপুর ৷ কোভিড-19 ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্য়ু হল একই পরিবারের পাঁচজন সদস্যের ৷ ঘটনাটি ঘটেছে সোলাপুর জেলার মাধা তহশিলের তেমভুর্নি এলাকায় ৷
এই পরিবারের সদস্য বলতে ছিলেন মোট সাতজন ৷ মাত্র 10 দিনের ব্যবধানে তাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয় ৷ সকলেই মারা যান করোনায় আক্রান্ত হয়ে ৷ ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম ৷
স্থানীয় সূত্রে খবর, বর্তমানে ওই পরিবারের জীবিত দুই সদস্যের মধ্য়ে একজন হলেন ভাইয়া শেখ ৷ প্রাণে বেঁচে গিয়েছে তাঁর 16 মাসে একরত্তি মেয়েটাও ৷ গত এপ্রিল মাসে ভাইয়ার বাবা মওলা শেখের (68) করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷ এরপর পরিবারের বাকি সদস্যদেরও কোভিড পরীক্ষা করানো হয় ৷ জানা যায়, সকলেই আক্রান্ত হয়েছেন ভাইরাসে ৷ এরপরই তাঁদের চিকিৎসা শুরু হয় ৷ কিন্তু 27 এপ্রিল প্রাণ যায় মওলা শেখের ৷
আরও পড়ুন : 12 ঘণ্টার মধ্যে করোনায় মৃত্য়ু দুই ভাইয়ের
মওলার মৃত্য়ুর পরই ভেঙে পড়েছিলেন পরিবারের বাকি সদস্যরা ৷ কিন্তু সেটা ছিল বিপর্যয়ের সূচনা মাত্র ৷ গত 1 মে মারা যান মওলার স্ত্রী ইল্লালা হানিফ শেখ (61) ৷ এরপর গত 5 মে মৃত্য়ু হয় ভাইয়া শেখের ভাই ইকবাল হানিফ শেখ (31) এবং সৎ মা রুকসানা হানিফ শেখের (55) ৷ সবশেষে গত 6 মে করোনা কেড়ে নেয় ভাইয়া শেখের স্ত্রী অর্জিতাকেও (24) ৷