ETV Bharat / bharat

রাজস্থানের দাউসায় গত 21 দিনে করোনা আক্রান্ত 431 জন শিশু - covid

দাউসা জেলায় মে মাসে এখনও পর্যন্ত মোট 6 হাজার 288 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ চিকিৎসকদের মতে, করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাপ্তবয়স্করা করোনা আক্রান্ত হচ্ছেন ৷ এই পরিস্থিতিতে আক্রান্তদের পরিবারের শিশুরা বা 18 বছরের কম বয়সীরা তাঁদের সংস্পর্শে এসে অনেক পরে সংক্রমিত হচ্ছে ৷

341-children-found-covid-positive-in-21-days-in-dausa-rajasthan
রাজস্থানের দাউসায় গত 21 দিনে করোনা আক্রান্ত 431 জন শিশু
author img

By

Published : May 23, 2021, 5:32 PM IST

দাউসা (রাজস্থান), 23 মে : রাজস্থানের দাউসা জেলায় গত 21 দিনে 431 জন শিশুর করোনার আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে ৷ যা স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলেছে প্রশাসনকে ৷ সেই সঙ্গে আঠারো বছরের কম বয়সীদের মধ্যে করোনা সংক্রমণের সংখ্যাও ক্রমশ বাড়ছে বলে জানা গিয়েছে ৷ যা নিয়ে রাজস্থানের স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা, শিশুদের করোনা আক্রান্ত হওয়ার এই ঘটনা তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত দিচ্ছে ৷ পুরো বিষয়টিতে রাজ্য প্রশাসন লাগাতার নজর রেখে চলেছে ৷ তবে, এখনও পর্যন্ত কাউকেই হাসপাতালে ভর্তি করাতে হয়নি ৷

দাউসা জেলায় মে মাসে এখনও পর্যন্ত মোট 6 হাজার 288 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ চিকিৎসকদের মতে, করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাপ্ত বয়স্করা করোনা আক্রান্ত হচ্ছেন ৷ এই পরিস্থিতিতে আক্রান্তদের পরিবারের শিশুরা বা 18 বছরের কম বয়সীরা তাঁদের সংস্পর্শে এসে অনেক পরে সংক্রমিত হচ্ছে ৷ পাশাপাশি দেখার বিষয় যে, শিশু বা 18 বছরের নিচে এখনও কোনও বাড়াবাড়ি রকমের সংক্রমণের ঘটনা সামনে আসেনি ৷ যারা সংক্রমিত হয়েছে, তারা সবাই হোম আইসোলেশনে রয়েছে ৷ এমনকি বেশিরভাগ শিশু সুস্থ হয়ে উঠেছে ৷

আরও পড়ুন : রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুর 3 দিনের মাথায় করোনা কাড়ল স্ত্রীর প্রাণ

পাশাপাশি, চিকিৎসকদের মতে, পরিবারের প্রাপ্তবয়স্কদের থেকে শিশু ও 18 বছরের কম বয়সীদের সংক্রমিত হওয়াটা স্বাভাবিক বিষয় ৷ কারণ একই বাড়িতে থাকলে সংক্রমিত হওয়াটা খুবই স্বাভাবিক ৷ বাবা-মায়ের করোনা হলে, তাঁদের থেকে সন্তানের করোনা হচ্ছে ৷ বিশেষ করে শিশু ও কিশোর বয়সের মধ্যে এটা বেশি করে দেখা দেবে ৷

দাউসা (রাজস্থান), 23 মে : রাজস্থানের দাউসা জেলায় গত 21 দিনে 431 জন শিশুর করোনার আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে ৷ যা স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলেছে প্রশাসনকে ৷ সেই সঙ্গে আঠারো বছরের কম বয়সীদের মধ্যে করোনা সংক্রমণের সংখ্যাও ক্রমশ বাড়ছে বলে জানা গিয়েছে ৷ যা নিয়ে রাজস্থানের স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা, শিশুদের করোনা আক্রান্ত হওয়ার এই ঘটনা তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত দিচ্ছে ৷ পুরো বিষয়টিতে রাজ্য প্রশাসন লাগাতার নজর রেখে চলেছে ৷ তবে, এখনও পর্যন্ত কাউকেই হাসপাতালে ভর্তি করাতে হয়নি ৷

দাউসা জেলায় মে মাসে এখনও পর্যন্ত মোট 6 হাজার 288 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ চিকিৎসকদের মতে, করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাপ্ত বয়স্করা করোনা আক্রান্ত হচ্ছেন ৷ এই পরিস্থিতিতে আক্রান্তদের পরিবারের শিশুরা বা 18 বছরের কম বয়সীরা তাঁদের সংস্পর্শে এসে অনেক পরে সংক্রমিত হচ্ছে ৷ পাশাপাশি দেখার বিষয় যে, শিশু বা 18 বছরের নিচে এখনও কোনও বাড়াবাড়ি রকমের সংক্রমণের ঘটনা সামনে আসেনি ৷ যারা সংক্রমিত হয়েছে, তারা সবাই হোম আইসোলেশনে রয়েছে ৷ এমনকি বেশিরভাগ শিশু সুস্থ হয়ে উঠেছে ৷

আরও পড়ুন : রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুর 3 দিনের মাথায় করোনা কাড়ল স্ত্রীর প্রাণ

পাশাপাশি, চিকিৎসকদের মতে, পরিবারের প্রাপ্তবয়স্কদের থেকে শিশু ও 18 বছরের কম বয়সীদের সংক্রমিত হওয়াটা স্বাভাবিক বিষয় ৷ কারণ একই বাড়িতে থাকলে সংক্রমিত হওয়াটা খুবই স্বাভাবিক ৷ বাবা-মায়ের করোনা হলে, তাঁদের থেকে সন্তানের করোনা হচ্ছে ৷ বিশেষ করে শিশু ও কিশোর বয়সের মধ্যে এটা বেশি করে দেখা দেবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.