ETV Bharat / bharat

ছত্তিশগড় থেকে রওনা হল 11 ট্রাক, মন্দির উদ্বোধনে প্রসাদের জন্য 300 মেট্রিক টন সুগন্ধী চাল যাচ্ছে অযোধ্যায় - Ram Mandir

Ram Mandir Inauguration: রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সুগন্ধী চাল পাঠাল ছত্তিশগড়ের চাল ব্যবসায়ীরা ৷ এই চাল প্রসাদ হিসেবে ব্যবহার করা হবে ৷ সেই যাত্রার সূচনা হল আজ ৷

ETV Bharat
অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিল 300 টন চাল
author img

By PTI

Published : Dec 30, 2023, 8:21 PM IST

রায়পুর, 30 ডিসেম্বর: রামমন্দির উদ্বোধনের প্রস্তুতি শুধুমাত্র অযোধ্যায় নয়, চলছে দেশজুড়ে ৷ শনিবার ছত্তিরশগড় থেকে 300 মেট্রিক টন সুগন্ধী চাল রওনা দিল অযোধ্যায় ৷ 22 জানুয়ারি মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে এই বিপুল পরিমাণ চাল ব্যবহার করা হবে ৷

11টি ট্রাকে 300 মেট্রিক টন চাল বোঝাই হয়ে রওনা দেয় ৷ একটি অনুষ্ঠানের মাধ্যমে যাত্রার সূচনা হয় ৷ গেরুয়া রঙের পতাকা দেখিয়ে চাল বোঝাই 11টি ট্রাকের যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই ৷ এই অনুষ্ঠানের ছবিও তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷

এই অনুষ্ঠানের নাম 'সুগন্ধিত চাওয়াল অর্পণ সমারোহ' ৷ ছত্তিশগড় প্রদেশ রাইস মিলার্স অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে ৷ এই সুগন্ধী চাল অযোধ্যায় রামমন্দিরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রসাদ হিসেবে ব্যবহৃত হবে ৷ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্য বহু মন্ত্রী ৷

ছত্তিশগড় চাল উৎপাদনের জন্য বিখ্যাত ৷ আবার পুরাণে কথিত আছে, এই রাজ্যেই ছিল ভগবান রামের মামাবাড়ি ৷ গবেষকদের একাংশ মনে করেন, 14 বছরের বনবাসে যাওয়ার সময় ভগবান রাম ছত্তিশগড়ের একাধিক জায়গা দিয়ে গিয়েছিলেন ৷ রায়পুর থেকে 27 কিমি দূরে অবস্থিত চাঁদকুরি গ্রাম ৷ মনে করা হয় এখানেই ভগবান রামের মা কৌশল্যার জন্মস্থান ৷ এখানে মা কৌশল্যার একটি প্রাচীন মন্দিরও আছে ৷ এর আগে কংগ্রেস সরকারের আমলে মন্দিরটির সংস্কার সাধন হয় ৷

এদিকে আজ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের অযোধ্যায় পুনঃসংস্কার করা অযোধ্যা ধাম রেল স্টেশন, মহর্ষি বাল্মীকি বিমান বন্দরের উদ্বোধন করেন ৷ পাশাপাশি 2টি অমৃত ভারত ও 6টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ তিনি 22 জানুয়ারি ঘরে ঘরে বিশেষ প্রদীপ শ্রীরাম জ্যোতি প্রজ্জ্বলনের আবেদন জানিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. 'অযোধ্যায় যা হচ্ছে, তা মরণকালে হরির নাম', বিজেপিকে কটাক্ষ ফিরহাদের
  2. প্রধানমন্ত্রীর হাত ধরে অযোধ্যায় উন্নয়নের নতুন যুগের সূচনা, বার্তা যোগীর
  3. মোদি জমানার দুই ‘ভারত’ এক্সপ্রেস, ফারাক কোথায় অমৃত ও বন্দের মধ্যে

রায়পুর, 30 ডিসেম্বর: রামমন্দির উদ্বোধনের প্রস্তুতি শুধুমাত্র অযোধ্যায় নয়, চলছে দেশজুড়ে ৷ শনিবার ছত্তিরশগড় থেকে 300 মেট্রিক টন সুগন্ধী চাল রওনা দিল অযোধ্যায় ৷ 22 জানুয়ারি মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে এই বিপুল পরিমাণ চাল ব্যবহার করা হবে ৷

11টি ট্রাকে 300 মেট্রিক টন চাল বোঝাই হয়ে রওনা দেয় ৷ একটি অনুষ্ঠানের মাধ্যমে যাত্রার সূচনা হয় ৷ গেরুয়া রঙের পতাকা দেখিয়ে চাল বোঝাই 11টি ট্রাকের যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই ৷ এই অনুষ্ঠানের ছবিও তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷

এই অনুষ্ঠানের নাম 'সুগন্ধিত চাওয়াল অর্পণ সমারোহ' ৷ ছত্তিশগড় প্রদেশ রাইস মিলার্স অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে ৷ এই সুগন্ধী চাল অযোধ্যায় রামমন্দিরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রসাদ হিসেবে ব্যবহৃত হবে ৷ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্য বহু মন্ত্রী ৷

ছত্তিশগড় চাল উৎপাদনের জন্য বিখ্যাত ৷ আবার পুরাণে কথিত আছে, এই রাজ্যেই ছিল ভগবান রামের মামাবাড়ি ৷ গবেষকদের একাংশ মনে করেন, 14 বছরের বনবাসে যাওয়ার সময় ভগবান রাম ছত্তিশগড়ের একাধিক জায়গা দিয়ে গিয়েছিলেন ৷ রায়পুর থেকে 27 কিমি দূরে অবস্থিত চাঁদকুরি গ্রাম ৷ মনে করা হয় এখানেই ভগবান রামের মা কৌশল্যার জন্মস্থান ৷ এখানে মা কৌশল্যার একটি প্রাচীন মন্দিরও আছে ৷ এর আগে কংগ্রেস সরকারের আমলে মন্দিরটির সংস্কার সাধন হয় ৷

এদিকে আজ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের অযোধ্যায় পুনঃসংস্কার করা অযোধ্যা ধাম রেল স্টেশন, মহর্ষি বাল্মীকি বিমান বন্দরের উদ্বোধন করেন ৷ পাশাপাশি 2টি অমৃত ভারত ও 6টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ তিনি 22 জানুয়ারি ঘরে ঘরে বিশেষ প্রদীপ শ্রীরাম জ্যোতি প্রজ্জ্বলনের আবেদন জানিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. 'অযোধ্যায় যা হচ্ছে, তা মরণকালে হরির নাম', বিজেপিকে কটাক্ষ ফিরহাদের
  2. প্রধানমন্ত্রীর হাত ধরে অযোধ্যায় উন্নয়নের নতুন যুগের সূচনা, বার্তা যোগীর
  3. মোদি জমানার দুই ‘ভারত’ এক্সপ্রেস, ফারাক কোথায় অমৃত ও বন্দের মধ্যে

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.