জয়পুর, 18 নভেম্বর: রাজস্থানের কংগ্রেস সরকার তোষণ নীতির সঙ্গে অসামাজিক উপাদানগুলিকে ছাড় দিয়ে যেভাবে অপরাধ ও দাঙ্গার বিষয়ে রাজ্যটিকে শীর্ষে নিয়ে গিয়েছেন, তা নিয়েই শনিবার তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী মোদি রাজস্থানে নির্বাচনী প্রচারে ভরতপুরে একটি সমাবেশে বলেন, "মুখ্যমন্ত্রী অশোক গেহলত সমর্থন হারিয়েছেন ৷ মানুষ জাদুকরকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।"
প্রধানমন্ত্রী তীব্র কটাক্ষের সুরে আরও জানান, রাজস্থান বিধানসভা নির্বাচনের পরে কংগ্রেস রাজ্য থেকে বিলুপ্ত হয়ে যাবে ৷ তাঁর কথায়, "3 ডিসেম্বর কংগ্রেস 'ছু-মন্তর' হয়ে যাবে ৷" রাজস্থানে আগামী 25 নভেম্বর বিধানসভা নির্বাচন হবে ৷ 3 ডিসেম্বর ভোট গণনা ৷ মোদি সেই ভোটের প্রচারে গিয়ে বলেন, "একদিকে, ভারত বিশ্বে নেতা হয়ে উঠেছে, অন্যদিকে, আপনারা সবাই জানেন গত পাঁচ বছরে রাজস্থানে কী ঘটেছে। কংগ্রেস রাজস্থানকে দুর্নীতি, দাঙ্গা এবং অপরাধে শীর্ষস্থানীয় করে তুলেছে। তাই রাজস্থান বলছে জাদুকর, আপনি কোনও ভোট পাবেন না ৷"
মোদি কংগ্রেসকে তাঁর তোষণ নীতির পাশাপাশি অপরাধীদের খোলা ছুট দেওয়ার অভিযোগও করেছেন। তাঁর কথায়, "কংগ্রেস যেখানেই আসে, সন্ত্রাসবাদী, অপরাধী এবং দাঙ্গাবাজদের ছেড়ে দেওয়া হয়। কংগ্রেসের জন্য তুষ্ট করাই সবকিছু। কংগ্রেস তোষণের জন্য যে কোনও প্রান্তে যেতে পারে ৷ এমনকী আপনাদের জীবনকেও ঝুঁকিতে ফেলতে পারে ৷ " তিনি জানান, কংগ্রেসের পাঁচ বছরের শাসনাধীন রাজ্যে সর্বাধিক সংখ্যক মহিলা এবং দলিতদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ঘটেছে।
একই সঙ্গে, প্রধানমন্ত্রী এদিন অভিযোগ করে বলেন, "হোলি হোক, রাম নবমী হোক বা হনুমান জয়ন্তী, আপনারা কোনও উৎসবই শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারেননি। দাঙ্গা, পাথর ছোড়া, কারফিউ, এই সব রাজস্থানে চলতে থাকে ৷" প্রধানমন্ত্রী আরও বলেন, "কংগ্রেস রাজস্থানের মহিলাদের আস্থা ভেঙে দিয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন, মহিলারা নাকি, ভুয়ো ধর্ষণের মামলা দায়ের করেন ! তিনি কি মহিলাদের আদৌ রক্ষা করতে পারেন ? এমন মুখ্যমন্ত্রীর কি এক মিনিটের জন্যও চেয়ারে থাকার অধিকার আছে ?" একই সঙ্গে, রাজ্যের এক মন্ত্রীর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী জানান, কংগ্রেসের সদস্যদের এমন বক্তব্যের জন্য লজ্জিত হওয়া উচিত ৷ মোদির মন্তব্য যে স্পষ্টতই রাজস্থানের নগরোন্নয়ন ও আবাসন মন্ত্রী শান্তি ধারিওয়ালের দিকে ছিল তা নিশ্চিতভাবেই বলা যায় ৷ রাজস্থানের মন্ত্রী গত বছর একটি মন্তব্যে ধর্ষণের ঘটনাগুলিকে ছোট করেছিল ৷
(পিটিআই)
আরও পড়ুন
ছত্তিশগড়ে ভোট পড়ল 67 শতাংশ, মধ্যপ্রদেশে 73; পরিসংখ্য়ান আরও বাড়বে, দাবি কমিশনের
ডিপফেক নিয়ে উদ্বিগ্ন মোদি, সতর্ক করলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার নিয়ে