ETV Bharat / bharat

সীমান্তের ওপারে অনুপ্রবেশের অপেক্ষায় 250-300 জঙ্গি : BSF - LoC

লাইন অফ কন্ট্রোলের ওপারে 250 থেকে 300 জঙ্গি পাকিস্তানের লঞ্চ প্য়াডে রয়েছে ৷ তুষারপাতের ঠিক আগে সেই জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করবে বলে মনে করা হচ্ছে।

250-to-300-militants-waiting-at-launch-pads-across-loc-bsf-adg
সীমান্তের ওপারে অনুপ্রবেশের অপেক্ষায় শতাধিক জঙ্গি : BSF
author img

By

Published : Nov 9, 2020, 5:14 PM IST

শ্রীনগর, 9 নভেম্বর : লাইন অফ কন্ট্রোলে ভারতীয় সেনার লঞ্চিং প্য়াডের কাছে জঙ্গিদের আনাগোনা এখনও বন্ধ হয়নি ৷ সোমবার এমনই জানালেন BSF-র অ্য়াডিশনাল ডিরেক্টর জেনেরাল সুরিন্দর জেনারেল ৷ তবে, সীমান্তের ওপার থেকে কোনওরকম হামলা হলে তার জবাব দেওয়ার জন্য়ও ভারতীয় জওয়ানরা প্রস্তুত বলে জানিয়েছেন তিনি৷

শ্রীনগরে BSF-এর হেড কোয়ার্টারে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান, নভেম্বর মাসে LOC-তে তুষারপাতের পূর্বাভাস রয়েছে, সেই সুযোগে সেখান দিয়ে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করবে বলে মনে করছেন সেনা আধিকারিক ৷ লাইন অফ কন্ট্রোলের ওপারে 250 থেকে 300 জঙ্গি পাকিস্তানের লঞ্চ প্য়াডে রয়েছে ৷ তুষারপাতের ঠিক আগে সেই জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করবে ৷ তিনি এও বলেন, ইতিমধ্য়ে 25 থেকে 30 জন জঙ্গি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে সক্ষম হয়েছে ৷ 2019 সালে যে সংখ্য়াটা ছিল প্রায় 140। অন্য়দিকে মাচিল সেক্টরে সেনার সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ নিয়ে তিনি জানান, গত 7 ও 8 অক্টোবর রাতে সেনার পেট্রোলিংয়ের পর সীমান্তে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে ৷ সেই সময় কনস্টেবল সুদীপ এবং কনস্টেবল আবদুলের নেতৃত্বে একটি দল সেখানে পৌঁছায় ৷ সেখানে গেলে জঙ্গিদের সঙ্গে তাঁদের গুলির লড়াই শুরু হয় ৷

গুলির লড়াইয়ের সময়ই কনস্টেবল সুদীপ গুরুতর জখম হন ৷ পরে সেই খতের কারণেই শহিদ হন কনস্টেবল সুদীপ ৷ তিনি ত্রিপুরার আগরতলার বাসিন্দা ৷ তাঁর পরিবারে দুই মেয়ে ও স্ত্রী রয়েছেন ৷ পরেরদিন ভারতীয় সেনা আবারও সেখানে হানা দেয় এবং দুই জঙ্গিকে নিকেষ করে ৷ একই সঙ্গে ক্য়াপ্টেন আশুতোষ কুমার ও দুই জওয়ান শহিদ হন ৷ ওই এলাকায় এখনও কয়েকশো জঙ্গি লুকিয়ে রয়েছে বলে মনে করছেন BSF-র অ্য়াডিশনাল ডিরেক্টর জেনেরাল ৷

শ্রীনগর, 9 নভেম্বর : লাইন অফ কন্ট্রোলে ভারতীয় সেনার লঞ্চিং প্য়াডের কাছে জঙ্গিদের আনাগোনা এখনও বন্ধ হয়নি ৷ সোমবার এমনই জানালেন BSF-র অ্য়াডিশনাল ডিরেক্টর জেনেরাল সুরিন্দর জেনারেল ৷ তবে, সীমান্তের ওপার থেকে কোনওরকম হামলা হলে তার জবাব দেওয়ার জন্য়ও ভারতীয় জওয়ানরা প্রস্তুত বলে জানিয়েছেন তিনি৷

শ্রীনগরে BSF-এর হেড কোয়ার্টারে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান, নভেম্বর মাসে LOC-তে তুষারপাতের পূর্বাভাস রয়েছে, সেই সুযোগে সেখান দিয়ে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করবে বলে মনে করছেন সেনা আধিকারিক ৷ লাইন অফ কন্ট্রোলের ওপারে 250 থেকে 300 জঙ্গি পাকিস্তানের লঞ্চ প্য়াডে রয়েছে ৷ তুষারপাতের ঠিক আগে সেই জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করবে ৷ তিনি এও বলেন, ইতিমধ্য়ে 25 থেকে 30 জন জঙ্গি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে সক্ষম হয়েছে ৷ 2019 সালে যে সংখ্য়াটা ছিল প্রায় 140। অন্য়দিকে মাচিল সেক্টরে সেনার সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ নিয়ে তিনি জানান, গত 7 ও 8 অক্টোবর রাতে সেনার পেট্রোলিংয়ের পর সীমান্তে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে ৷ সেই সময় কনস্টেবল সুদীপ এবং কনস্টেবল আবদুলের নেতৃত্বে একটি দল সেখানে পৌঁছায় ৷ সেখানে গেলে জঙ্গিদের সঙ্গে তাঁদের গুলির লড়াই শুরু হয় ৷

গুলির লড়াইয়ের সময়ই কনস্টেবল সুদীপ গুরুতর জখম হন ৷ পরে সেই খতের কারণেই শহিদ হন কনস্টেবল সুদীপ ৷ তিনি ত্রিপুরার আগরতলার বাসিন্দা ৷ তাঁর পরিবারে দুই মেয়ে ও স্ত্রী রয়েছেন ৷ পরেরদিন ভারতীয় সেনা আবারও সেখানে হানা দেয় এবং দুই জঙ্গিকে নিকেষ করে ৷ একই সঙ্গে ক্য়াপ্টেন আশুতোষ কুমার ও দুই জওয়ান শহিদ হন ৷ ওই এলাকায় এখনও কয়েকশো জঙ্গি লুকিয়ে রয়েছে বলে মনে করছেন BSF-র অ্য়াডিশনাল ডিরেক্টর জেনেরাল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.