ETV Bharat / bharat

ছত্তিশগড়ে আত্মসমর্পণ 24 জন মাওবাদীর - ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় পুলিশের কাছে আত্মসমর্পণ মাওবাদীদের

দান্তেওয়াড়ায় পুলিশের কাছে আত্মসমর্পণ করল 24 জন মাওবাদী ৷ এর মধ্যে 12 জন মহিলা ৷ আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে তিনজন কট্টর মাওবাদী বলে পরিচিত ৷ এদের ধরার জন্য পুলিশ 1 লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করে ৷

Naxals surrendered
ছত্তিশগড়ে আত্মসমর্পণ
author img

By

Published : Jan 27, 2021, 3:00 PM IST

দান্তেওয়াডা, 27 ফেব্রুয়ারি : ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় পুলিশের কাছে আত্মসমর্পণ করল 24 জন মাওবাদী ৷ এদের মধ্যে অর্ধেক মহিলা ৷ স্বাভাবিক জীবনে ফেরার তাগিদেই আত্মসমর্পণ করেছে মাওবাদীরা ৷ জুন মাসে লকডাউনের সময়েই দান্তেওয়াড়া পুলিশ ‘লন ভারাতু’ নামে একটি ক্য়াম্পেন চালায় ৷ লন ভারাতু মানে নিজের গ্রামে ফিরে যাওয়া ৷ এর মাধ্যমে আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসনের ব্য়বস্থা করা হয় ৷ সেই ক্য়াম্পেনে সাড়া দিয়ে বহু মাওবাদী আত্মসমর্পণ করে ৷ আজ আবারও মাওবাদীরা অস্ত্র ত্যাগ করে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে এল ৷ আত্মসমর্পণকারী মাওবাদীরা দক্ষিণ বস্তার অঞ্চলে সক্রিয় ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷ মঙ্গলবার দেশের সাধারণতন্ত্র দিবস অনুষ্ঠান শুরুর আগে দান্তেওয়াড়ারার পুলিশ সুপার অভিষেক পল্লভ এই কথা জানান ৷ আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে তিনজন কট্টর মাওবাদী বলে পরিচিত ৷ এদের ধরার জন্য পুলিশ 1 লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল ৷ সাধারণতন্ত্র দিবসের আগে মাওবাদীদের এই আত্মসমর্পণকে বিরাট সাফল্য় বলে মনে করছে ছত্তিশগড় পুলিশ ৷

পুলিশের কাছে মাওবাদীদের এই দলটি জানিয়েছে, পুলিশের পক্ষে ঘোষণা করা পুনর্বাসন প্রক্রিয়ায় তারা সন্তুষ্ট ৷ পাশাপাশি মাওবাদী নীতি ও তাদের প্রতিশ্রুতিতে নিরাশ হয়েই তাদের আত্মসমর্পণের বলেই পুলিশকে জানিয়েছে এই মাওবাদী দলটি ৷ ছত্তিশগড় সরকার অতি বামপন্থীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে তা সাফল্য পাচ্ছে বলেই মনে করছেন এখানকার পুলিশ আধিকারিকরা ৷

আরও পড়ুন : বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সিবিআই-এর

আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে আছে দন্ডকারণ্য আদিবাসী কিষাণ মজদুর সংগঠনের (ডি এ কে এম এস, দক্ষিণ ফ্রন্ট) প্রধান আয়াতু মুচাকি(31), এই সংগঠনের চিকপল-স্কুলপাড়ার প্রধান বামন দেঙ্গা সোধি(40) এবং কমলি মাদকাম(32) ৷ এই তিনজনের মাথার মূল্য় ধরা হয়েছিল 1 লাখ টাকা করে ৷ আত্মসমর্পণের পর প্রত্যেক মাওবাদীকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য তৎকালীন 10 হাজার টাকা করে সাহায্য দেওয়া হয় ৷ পরবর্তীকালে সরকার তাদের পুনর্বাসনের জন্য সমস্ত ব্যবস্থা করবে ৷ এই পুনর্বাসন প্রক্রিয়ার সরকারি নাম 'লন ভারাতু' বা নিজের গ্রাম বা বাড়িতে ফিরে যাওয়া ৷ স্থানীয় গন্ডি ভাষা থেকে এই শব্দটি নেওয়া হয়েছে ৷ ‘লন ভারাতু’-র মাধ্যমে মাওবাদীরা যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসে সেজন্য দান্তেওয়াড়ার পুলিশ বিভিন্ন জায়গায় পোস্টার দেয় ৷ প্রায় 1600 মাওবাদীদের এভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসার ডাক দেয় ছত্তিশগড় পুলিশ ৷ গত বছর জুন মাসে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত 272 জন মাওবাদী আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

দান্তেওয়াডা, 27 ফেব্রুয়ারি : ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় পুলিশের কাছে আত্মসমর্পণ করল 24 জন মাওবাদী ৷ এদের মধ্যে অর্ধেক মহিলা ৷ স্বাভাবিক জীবনে ফেরার তাগিদেই আত্মসমর্পণ করেছে মাওবাদীরা ৷ জুন মাসে লকডাউনের সময়েই দান্তেওয়াড়া পুলিশ ‘লন ভারাতু’ নামে একটি ক্য়াম্পেন চালায় ৷ লন ভারাতু মানে নিজের গ্রামে ফিরে যাওয়া ৷ এর মাধ্যমে আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসনের ব্য়বস্থা করা হয় ৷ সেই ক্য়াম্পেনে সাড়া দিয়ে বহু মাওবাদী আত্মসমর্পণ করে ৷ আজ আবারও মাওবাদীরা অস্ত্র ত্যাগ করে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে এল ৷ আত্মসমর্পণকারী মাওবাদীরা দক্ষিণ বস্তার অঞ্চলে সক্রিয় ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷ মঙ্গলবার দেশের সাধারণতন্ত্র দিবস অনুষ্ঠান শুরুর আগে দান্তেওয়াড়ারার পুলিশ সুপার অভিষেক পল্লভ এই কথা জানান ৷ আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে তিনজন কট্টর মাওবাদী বলে পরিচিত ৷ এদের ধরার জন্য পুলিশ 1 লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল ৷ সাধারণতন্ত্র দিবসের আগে মাওবাদীদের এই আত্মসমর্পণকে বিরাট সাফল্য় বলে মনে করছে ছত্তিশগড় পুলিশ ৷

পুলিশের কাছে মাওবাদীদের এই দলটি জানিয়েছে, পুলিশের পক্ষে ঘোষণা করা পুনর্বাসন প্রক্রিয়ায় তারা সন্তুষ্ট ৷ পাশাপাশি মাওবাদী নীতি ও তাদের প্রতিশ্রুতিতে নিরাশ হয়েই তাদের আত্মসমর্পণের বলেই পুলিশকে জানিয়েছে এই মাওবাদী দলটি ৷ ছত্তিশগড় সরকার অতি বামপন্থীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে তা সাফল্য পাচ্ছে বলেই মনে করছেন এখানকার পুলিশ আধিকারিকরা ৷

আরও পড়ুন : বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সিবিআই-এর

আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে আছে দন্ডকারণ্য আদিবাসী কিষাণ মজদুর সংগঠনের (ডি এ কে এম এস, দক্ষিণ ফ্রন্ট) প্রধান আয়াতু মুচাকি(31), এই সংগঠনের চিকপল-স্কুলপাড়ার প্রধান বামন দেঙ্গা সোধি(40) এবং কমলি মাদকাম(32) ৷ এই তিনজনের মাথার মূল্য় ধরা হয়েছিল 1 লাখ টাকা করে ৷ আত্মসমর্পণের পর প্রত্যেক মাওবাদীকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য তৎকালীন 10 হাজার টাকা করে সাহায্য দেওয়া হয় ৷ পরবর্তীকালে সরকার তাদের পুনর্বাসনের জন্য সমস্ত ব্যবস্থা করবে ৷ এই পুনর্বাসন প্রক্রিয়ার সরকারি নাম 'লন ভারাতু' বা নিজের গ্রাম বা বাড়িতে ফিরে যাওয়া ৷ স্থানীয় গন্ডি ভাষা থেকে এই শব্দটি নেওয়া হয়েছে ৷ ‘লন ভারাতু’-র মাধ্যমে মাওবাদীরা যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসে সেজন্য দান্তেওয়াড়ার পুলিশ বিভিন্ন জায়গায় পোস্টার দেয় ৷ প্রায় 1600 মাওবাদীদের এভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসার ডাক দেয় ছত্তিশগড় পুলিশ ৷ গত বছর জুন মাসে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত 272 জন মাওবাদী আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.