রাজনন্দগাঁও (ছত্তিশগড়), 22 অক্টোবর : খাদ্যে বিষক্রিয়ার জেরে হাসপাতালে ভর্তি হল ভারত-তিব্বত সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের ৷ বৃহস্পতিবার ছত্তিশগড়ের রাজনন্দগাঁও জেলার (Rajnandgaon) মালাইদা (Malaida) গ্রামের ক্যাম্পে থাকা আইটিবিপি জওয়ানরা আমিষ জাতীয় খাবার খেয়েছিলেন ৷ খাওয়ার পর থেকেই জওয়ানদের বমি হতে থাকে ৷ এরপর 'ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ'-এর (Indo Tibetan Border Police, ITBP) 21 জন জওয়ানকে ভর্তি করা হয় হাসপাতালে ৷
রাজনন্দগাঁও জেলার প্রধান মেডিক্যাল আধিকারিক (Chief Medical Health Officer) জানিয়েছেন, জওয়ানদের শারীরিক পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল ৷ সিএমএইচও ডাঃ মিথিলেশ চৌধুরী (Dr Mithilesh Chaudhary) বলেন, "গতকালের আগের দিন 21 জন আইটিবিপি জওয়ান রাতে আমিষ জাতীয় খাবার খেয়েছিলেন ৷ এরপর তাঁরা অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এখন সবাই বিপন্মুক্ত ৷"
আরও পড়ুন : Amit Shah in Uttarakhand : উত্তরাখণ্ডে মৃত বেড়ে 64, আকাশপথে পরিদর্শন শাহের
তিনি আরও জানিয়েছেন, স্বাস্থ্য দফতরের তরফে একটি বিশেষ দল ওই ক্যাম্পে পৌঁছেছে ৷ ক্যাম্পের বাকি জওয়ানদের শারীরিক পরীক্ষা করে দেখা হচ্ছে ৷