ETV Bharat / bharat

Horrific Incident in Karnataka: যৌন নির্যাতনের পর কিশোরীকে কুপিয়ে খুন ! ধৃত নাবালক - কর্ণাটক

নাবালিকাকে যৌন নির্যাতনের পর খুনের অভিযোগে (Rape and Murder) গ্রেফতার প্রতিবেশী কিশোর (16 Year old Boy Arrested) ৷ কর্ণাটকের (Karnataka) কালাবুর্গির (Kalaburagi) আলন্দ এলাকার ঘটনা ৷

16 Year old Boy Arrested for Rape and Murder a minor girl in Kalaburagi of Karnataka
Rape anf Murder: যৌন নির্যাতনের পর কিশোরীকে কুপিয়ে খুন ! ধৃত নাবালক
author img

By

Published : Nov 3, 2022, 1:33 PM IST

Updated : Nov 3, 2022, 1:44 PM IST

কালাবুর্গি (কর্ণাটক), 3 নভেম্বর: নাবালিকাকে যৌন নির্যাতনের পর খুনের অভিযোগ (Rape and Murder) ৷ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হল 16 বছরের এক কিশোরকে (16 Year old Boy Arrested) ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কর্ণাটকের (Karnataka) কালাবুর্গির (Kalaburagi) আলন্দ এলাকায় ৷

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত মঙ্গলবার বিকেলে ওই কিশোরী এলাকারই একটি মাঠে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিল ৷ সেই সময়েই তাকে অপহরণ করা হয় ৷ কিশোরী প্রথমে বাধা দেওয়া চেষ্টা করে ৷ অপহরণকারীর কবল থেকে মুক্ত হয়ে দৌড়ে পালানোরও চেষ্টা করে ৷ কিন্তু, শেষ পর্যন্ত ব্যর্থ হয় সে ৷ পুলিশের দাবি, এরপর মেয়েটিকে একটি আখ ক্ষেতের ভিতর টেনে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তার উপর প্রথমে যৌন নির্যাতন চালানো হয় এবং তারপর কুপিয়ে খুন করা হয় ৷

আরও পড়ুন: লালাকেল্লা হামলায় দোষী আরিফের মৃত্যুদণ্ড বহাল শীর্ষ আদালতে

পরে কিশোরীর রক্তাক্ত দেহ উদ্ধার হয় ৷ ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামের বাসিন্দারা ৷ এর প্রতিবাদে এবং দোষীর কঠোর শাস্তির দাবিতে বুধবার রাস্তা অবরোধও করেন তাঁরা ৷ চাপের মুখে পুলিশের তদন্তের গতি বাড়ে ৷ শেষমেশ স্থানীয় এক কিশোরকে গ্রেফতার করে তারা ৷ ধৃত নাবালক সেই গ্রামেরই বাসিন্দা, যেখানে ঘটনা ঘটেছে ৷

পুলিশের তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁরা ওই কিশোরের মোবাইল ফোনটি পরীক্ষা করে দেখেছে ৷ তাতে প্রচুর পরিমাণে 'পর্নোগ্রাফিক ভিডিয়ো' রয়েছে ৷ কালাবুর্গির পুলিশ সুপার ঈশা পন্ত জানিয়েছেন, আগামী 10 দিনের মধ্যেই ঘটনার চার্জশিট আদালতে জমা করে দেওয়া হবে ৷

নিহত কিশোরী সম্পর্কে পুলিশের দাবি, সে আদতে আফজলপুরের বসিন্দা ৷ কিন্তু, পড়াশোনার জন্য থাকত আলন্দে ৷ এখানে ওই কিশোরীর এক আত্মীয়ের বাড়ি রয়েছে ৷ সেখানেই থাকত মেয়েটি ৷ দীপাবলির ছুটিতে নিজের বাড়িতে গিয়েছিল সে ৷ সেখানে পরিবারের সঙ্গে উৎসব কাটিয়ে মঙ্গলবারই আলন্দে ফেরে কিশোরী ৷ আর ওই দিনই তাকে খুন করা হয় ৷

কালাবুর্গি (কর্ণাটক), 3 নভেম্বর: নাবালিকাকে যৌন নির্যাতনের পর খুনের অভিযোগ (Rape and Murder) ৷ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হল 16 বছরের এক কিশোরকে (16 Year old Boy Arrested) ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কর্ণাটকের (Karnataka) কালাবুর্গির (Kalaburagi) আলন্দ এলাকায় ৷

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত মঙ্গলবার বিকেলে ওই কিশোরী এলাকারই একটি মাঠে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিল ৷ সেই সময়েই তাকে অপহরণ করা হয় ৷ কিশোরী প্রথমে বাধা দেওয়া চেষ্টা করে ৷ অপহরণকারীর কবল থেকে মুক্ত হয়ে দৌড়ে পালানোরও চেষ্টা করে ৷ কিন্তু, শেষ পর্যন্ত ব্যর্থ হয় সে ৷ পুলিশের দাবি, এরপর মেয়েটিকে একটি আখ ক্ষেতের ভিতর টেনে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তার উপর প্রথমে যৌন নির্যাতন চালানো হয় এবং তারপর কুপিয়ে খুন করা হয় ৷

আরও পড়ুন: লালাকেল্লা হামলায় দোষী আরিফের মৃত্যুদণ্ড বহাল শীর্ষ আদালতে

পরে কিশোরীর রক্তাক্ত দেহ উদ্ধার হয় ৷ ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামের বাসিন্দারা ৷ এর প্রতিবাদে এবং দোষীর কঠোর শাস্তির দাবিতে বুধবার রাস্তা অবরোধও করেন তাঁরা ৷ চাপের মুখে পুলিশের তদন্তের গতি বাড়ে ৷ শেষমেশ স্থানীয় এক কিশোরকে গ্রেফতার করে তারা ৷ ধৃত নাবালক সেই গ্রামেরই বাসিন্দা, যেখানে ঘটনা ঘটেছে ৷

পুলিশের তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁরা ওই কিশোরের মোবাইল ফোনটি পরীক্ষা করে দেখেছে ৷ তাতে প্রচুর পরিমাণে 'পর্নোগ্রাফিক ভিডিয়ো' রয়েছে ৷ কালাবুর্গির পুলিশ সুপার ঈশা পন্ত জানিয়েছেন, আগামী 10 দিনের মধ্যেই ঘটনার চার্জশিট আদালতে জমা করে দেওয়া হবে ৷

নিহত কিশোরী সম্পর্কে পুলিশের দাবি, সে আদতে আফজলপুরের বসিন্দা ৷ কিন্তু, পড়াশোনার জন্য থাকত আলন্দে ৷ এখানে ওই কিশোরীর এক আত্মীয়ের বাড়ি রয়েছে ৷ সেখানেই থাকত মেয়েটি ৷ দীপাবলির ছুটিতে নিজের বাড়িতে গিয়েছিল সে ৷ সেখানে পরিবারের সঙ্গে উৎসব কাটিয়ে মঙ্গলবারই আলন্দে ফেরে কিশোরী ৷ আর ওই দিনই তাকে খুন করা হয় ৷

Last Updated : Nov 3, 2022, 1:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.