টানা বৃষ্টিতে ঘুমে ধস, শ্রমিকের মৃত্যু
Published : Jul 30, 2024, 2:08 PM IST
ফের শৈলরানিতে ধস ! ধসে মৃত্যু হল এক শ্রমিকের। আহত আরও একজন। মৃত ওই শ্রমিক নাম প্রেম সুব্বা (55) দার্জিলঙের বাসিন্দা। মঙ্গলবার ভোর থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে । ঘুম রেল স্টেশনের কাছে একটি বাড়ির পাইপলাইনের কাজ করছিলেন শ্রমিক প্রেম সুব্বা ও রঞ্জন তামাং। কাজ চলার সময় আচমকা উপর থেকে ধস নামে । চাপা পরে যান দু’জনেই। এরপর স্থানীয়রাই তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দার্জিলিং থামার পুলিশ, পুরসভা ও বিপর্যয় মোকাবিলা বিভাগ। উদ্ধারকারী দল ধস সরিয়ে দুজনকে উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনায় রঞ্জন তামাংকে জখম অবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও মৃত্যু হয় প্রেম সুব্বার।