ETV Bharat / sports

82 দিন পর জয়, এবার ‘মিশন ফ্রাইডে’তে চোখ ইস্টবেঙ্গলের

শুক্রবার লেবাননের নেজমেহ ম্যাচ কার্যত ফাইনাল ইস্টবেঙ্গলের কাছে । প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করে ছক সাজাতে চাইছেন অস্কার ব্রুজো ।

East Bengal
‘মিশন ফ্রাইডে’তে চোখ ইস্টবেঙ্গলের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : 3 hours ago

কলকাতা, 30 অক্টোবর: বিরাশি দিন পরে জয় কাকে বলে তা অনুভব করল ইস্টবেঙ্গল । ভুটানের থিম্পুতে এএফসি চ্যালেঞ্জ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংসকে 4-0 গোলে হারিয়েছে লাল-হলুদ ব্রিগেড । দলের সামগ্রিক দাপুটে পারফরম্যান্সে কাঙ্খিত জয় । যা শেষ আটে পৌঁছে যাওয়ার আশা জাগিয়েছে । শুক্রবার লেবাননের নেজমেহর বিরুদ্ধে ম্যাচ । যা কার্যত ফাইনাল ইস্টবেঙ্গলের কাছে । প্রতিটি ম্যাচ ধরে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করে ছক সাজাতে চাইছেন অস্কার ব্রুজো ।

ইস্টবেঙ্গলের হেডস্যর বলছেন, “অনেক দিন পরে আমরা জিতেছি । এই জয় সমর্থকদের উৎসর্গ করছি । বিশেষত যাঁরা এখানে এসে আমাদের সমর্থন করছেন । আশা করি আমরা এ রকমই খেলতে পারব ।” কার্লেস কুয়াদ্রাতের ছেড়ে যাওয়া জুতোয় পা গলানোর পরে সমস্যার অন্ধকারে থাকা ইস্টবেঙ্গলকে টেনে তোলার চেষ্টা করছেন । দলের রোগ বিশ্লেষণ করে তার দাওয়াই দেওয়ার চেষ্টা করছেন । যার ফল দেরিতে হলেও ফলতে আরম্ভ করেছে ।“

East Bengal
বিরাশি দিন পরে জয় কাকে বলে তা অনুভব করল ইস্টবেঙ্গল (ইটিভি ভারত)

দলে যোগ দেওয়ার পর শারীরিক সক্ষমতা বাড়ানো লক্ষ্য ছিল আমার । মাত্র তিনটে পুরোদস্তুর অনুশীলন সেশনের সুযোগ পেয়েছি । দলের ফিটনেস নিয়ে আমি খুশি । প্রথমার্ধে সেটা সবাই দেখেছেন । তবে পুরোপুরি খুশি নই । কারণ 90 মিনিটই একই ছন্দে খেলতে চাই ৷” দলের ফিটনেসের উন্নতি ও পারফরম্যান্সে বিশ্লেষণ লাল-হলুদ হেডস্যারের ।

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন হেক্টর ইউস্তে । দলের বিদেশি ডিফেন্ডারের চোট নিয়ে বলতে গিয়ে লাল-হলুদ কোচ বলেছেন, “হেক্টরকে বুধবার দেখব । ওর পেশিতে কিছু সমস্যা রয়েছে । তবে আমরা চিন্তিত নই । কারণ ওর বিকল্প আমাদের তৈরি রয়েছে ।” আত্মবিশ্বাসী সুর এখন ইস্টবেঙ্গল জুড়ে । আনোয়ার, শৌভিক, নন্দকুমার, দিয়ামানতোকোস সকলেই গোল পাওয়ার তৃপ্তিতে মশগুল এবং আত্মবিশ্বাসী । তবে আত্মতৃপ্ত হতে নারাজ ইস্টবেঙ্গল ।

East Bengal
দলের সামগ্রিক দাপুটে পারফরম্যান্সে কাঙ্খিত জয় (ইটিভি ভারত)

দলের পারফরম্যান্সের ময়নাতদন্তে অস্কার ব্রুজো বলেছেন, “বসুন্ধরার ফুটবলারদের মাঝমাঠেই আটকে রাখতে পেরেছি । বাঁ-দিক দিয়ে আমরা প্রচুর আক্রমণ শানিয়েছি । নন্দকুমারও নিজেকে মেলে ধরেছে । ওরও প্রশংসা প্রাপ্য ।” অস্তিত্বরক্ষার ম্যাচে ‘মিশন ফ্রাই ডে’তে চোখ ইস্টবেঙ্গলের । দশম ম্যাচে জয়ের আলো । ইস্টবেঙ্গলের প্রত্যাবর্তন সত্যিই হল কি না তা দেখার জন্য অপেক্ষা শুধু সময়ের ।

আরও পড়ুন

কলকাতা, 30 অক্টোবর: বিরাশি দিন পরে জয় কাকে বলে তা অনুভব করল ইস্টবেঙ্গল । ভুটানের থিম্পুতে এএফসি চ্যালেঞ্জ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংসকে 4-0 গোলে হারিয়েছে লাল-হলুদ ব্রিগেড । দলের সামগ্রিক দাপুটে পারফরম্যান্সে কাঙ্খিত জয় । যা শেষ আটে পৌঁছে যাওয়ার আশা জাগিয়েছে । শুক্রবার লেবাননের নেজমেহর বিরুদ্ধে ম্যাচ । যা কার্যত ফাইনাল ইস্টবেঙ্গলের কাছে । প্রতিটি ম্যাচ ধরে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করে ছক সাজাতে চাইছেন অস্কার ব্রুজো ।

ইস্টবেঙ্গলের হেডস্যর বলছেন, “অনেক দিন পরে আমরা জিতেছি । এই জয় সমর্থকদের উৎসর্গ করছি । বিশেষত যাঁরা এখানে এসে আমাদের সমর্থন করছেন । আশা করি আমরা এ রকমই খেলতে পারব ।” কার্লেস কুয়াদ্রাতের ছেড়ে যাওয়া জুতোয় পা গলানোর পরে সমস্যার অন্ধকারে থাকা ইস্টবেঙ্গলকে টেনে তোলার চেষ্টা করছেন । দলের রোগ বিশ্লেষণ করে তার দাওয়াই দেওয়ার চেষ্টা করছেন । যার ফল দেরিতে হলেও ফলতে আরম্ভ করেছে ।“

East Bengal
বিরাশি দিন পরে জয় কাকে বলে তা অনুভব করল ইস্টবেঙ্গল (ইটিভি ভারত)

দলে যোগ দেওয়ার পর শারীরিক সক্ষমতা বাড়ানো লক্ষ্য ছিল আমার । মাত্র তিনটে পুরোদস্তুর অনুশীলন সেশনের সুযোগ পেয়েছি । দলের ফিটনেস নিয়ে আমি খুশি । প্রথমার্ধে সেটা সবাই দেখেছেন । তবে পুরোপুরি খুশি নই । কারণ 90 মিনিটই একই ছন্দে খেলতে চাই ৷” দলের ফিটনেসের উন্নতি ও পারফরম্যান্সে বিশ্লেষণ লাল-হলুদ হেডস্যারের ।

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন হেক্টর ইউস্তে । দলের বিদেশি ডিফেন্ডারের চোট নিয়ে বলতে গিয়ে লাল-হলুদ কোচ বলেছেন, “হেক্টরকে বুধবার দেখব । ওর পেশিতে কিছু সমস্যা রয়েছে । তবে আমরা চিন্তিত নই । কারণ ওর বিকল্প আমাদের তৈরি রয়েছে ।” আত্মবিশ্বাসী সুর এখন ইস্টবেঙ্গল জুড়ে । আনোয়ার, শৌভিক, নন্দকুমার, দিয়ামানতোকোস সকলেই গোল পাওয়ার তৃপ্তিতে মশগুল এবং আত্মবিশ্বাসী । তবে আত্মতৃপ্ত হতে নারাজ ইস্টবেঙ্গল ।

East Bengal
দলের সামগ্রিক দাপুটে পারফরম্যান্সে কাঙ্খিত জয় (ইটিভি ভারত)

দলের পারফরম্যান্সের ময়নাতদন্তে অস্কার ব্রুজো বলেছেন, “বসুন্ধরার ফুটবলারদের মাঝমাঠেই আটকে রাখতে পেরেছি । বাঁ-দিক দিয়ে আমরা প্রচুর আক্রমণ শানিয়েছি । নন্দকুমারও নিজেকে মেলে ধরেছে । ওরও প্রশংসা প্রাপ্য ।” অস্তিত্বরক্ষার ম্যাচে ‘মিশন ফ্রাই ডে’তে চোখ ইস্টবেঙ্গলের । দশম ম্যাচে জয়ের আলো । ইস্টবেঙ্গলের প্রত্যাবর্তন সত্যিই হল কি না তা দেখার জন্য অপেক্ষা শুধু সময়ের ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.